জমির খতিয়ান কিভাবে দেখবো?

জমির খতিয়ান কিভাবে দেখবো যে ভাবে প্রথমে এই লিংকে প্রবেশ করবেন এখানে সকল ধরনের জমি সংক্রান্ত তথ্য পাবেন সঠিক ভাবে নিচে https://land.gov.bd/

Jun 9, 2024 - 20:57
Aug 13, 2024 - 10:48
 0  8
জমির খতিয়ান কিভাবে দেখবো?

জমির খতিয়ান কিভাবে দেখবো?

জমির খতিয়ান কিভাবে দেখবো যে ভাবে প্রথমে এই লিংকে প্রবেশ করবেন এখানে সকল ধরনের জমি সংক্রান্ত তথ্য পাবেন সঠিক ভাবে নিচে ছবিতে প্রদর্শন করা হলো https://land.gov.bd/

[caption id="attachment_219" align="aligncenter" width="800"]জমির খতিয়ান দেখার নিয়ম জমির খতিয়ান দেখার নিয়ম[/caption]

  • প্রথমে বিভাগ ঘর থেকে আপনার বিভাগ বাছাই করুন।
  • এরপর জেলা ঘরে ক্লিক করলে আপনার বিভাগের অধীন সকল জেলা দেখতে পাবেন
  • আপনার জেলায় ক্লিক করুন।
  • উপজেলার ঘরে ক্লিক করলে আপনার জেলার সকল উপজেলার নাম দেখতে পাবেন
  • আপনার উপজেলার নামে ক্লিক করুন।
  • এরপর মৌজা ঘরে ক্লিক করলে আপনার উপজেলার যে সকল মৌজার খতিয়ান চুড়ান্ত হয়েছে
  • সে সকল মৌজার নাম দেখতে পাবেন।
  • আপনার জমিটি যে মৌজায় অবস্থিত সেই মৌজার নামে ক্লিক করুন।

মোট চার ভাবে সার্চ করে আপনার জমির খতিয়ান যাচাই করতে পারবেনঃ

  • খতিয়ান নম্বর জানা থাকলে খতিয়ান নাম্বার দিয়ে সার্চ করে,
  • দাগ নম্বর জানা থাকলে দাগ নম্বর দিয়ে সার্চ করে,

জমির মালিকের নাম দিয়ে জমির খতিয়ান দেখার নিয়ম

জমির মালিকের নাম জানা থাকলে জমির মালিকের নাম দিয়ে সার্চ করে এবং
জমি মালিকের পিতা বা স্বামীর নাম জানা থাকলে জমি মালিকের পিতা/স্বামীর নাম দিয়ে সার্চ করে।
এই চার মাধ্যমের প্রত্যেকটির বাম পার্শ্বে একটি ছোট গোল ঘর বা বৃত্ত রয়েছে। উপরের চার পদ্ধতির যে পদ্ধতিতে আপনি সার্চ করতে চান, তা বাম পার্শ্বের গোল ঘরে মাউস দিয়ে ক্লিক করুন। এরপর উপরের চার পদ্ধতির মধ্যে আপনি যে পদ্ধতিতে ক্লিক করেছেন তার ঠিক নিচে একটি ছোট বক্সটি আসবে, বক্সটি পূরণ করুন। অর্থাৎ খতিয়ান নম্বর সিলেক্ট করে থাকলে খতিয়ান নম্বরটি বক্সে লিখুন, দাগ নম্বর সিলেক্ট করে থাকলে দাগ নম্বরটি বক্সে লিখুন, মালিকের নাম সিলেক্ট করে থাকলে মালিকের নাম বক্সে লিখুন, মালিকের পিতা/স্বামীর নাম সিলেক্ট করে থাকলে পিতা/স্বামীর নাম বক্সে লিখুন।

এরপর নিচে দুটি সংখ্যা যোগ করতে বলা হবে। সংখ্যা দুটি যোগ করে যোগফল নিচের বক্সে লিখুন। সর্বশেষ ‘খুজুন’ অপশনে ক্লিক করুন।

[caption id="attachment_220" align="aligncenter" width="800"]জমির মালিকের নাম দিয়ে জমির মালিকের নাম দিয়ে[/caption]

এভাবে আপনি আপনার পছন্দের খতিয়ান দেখতে বা যাচাই করতে পারবেন।

খতিয়ান সর্ম্পাকে কিছু প্রশ্ন ও উত্তর:

নামজারি খতিয়ান কিভাবে দেখব?

আবেদন চেক করতে নিচের পদ্ধতি অনুসরণ করুন। নামজারি আবেদন চেক করতে https://mutation.land.gov.bd ওয়েবসাইট ভিজিট করুন। এরপর মেনু থেকে আবেদনের সর্বশেষ অবস্থা অপশনে ক্লিক করবেন। অতঃপর, বিভাগ, আবেদন আইডি, জাতীয় পরিচয় পত্র নির্বাচন করে দিবেন এবং ক্যাপচা পূরণ করে খুঁজুন বাটনে ক্লিক করবেন।

কিভাবে খতিয়ান ডাউনলোড করব?

দাগ নাম্বার বা খতিয়ান নাম্বার দিয়ে আপনি কোন খরচ ছড়া যেভাবে দেখতে পারবেন বা ডাউনলোড করতে পারবেন খতিয়ান এর অনলাইন কপি। সেই সব পদ্ধতি গুলো নিয়েই মূলত এখানে আলোচনা করা হয়েছে । আপনি খতিয়ান অনলাইন থেকে দেখতে চাইলে প্রথমে আপনাকে অনলাইনের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে eposra.gov.bd ওয়েবসাইট থেকে আপনি প্রথমেই ওপেন করতে হবে . এরপর আপনাকে এখানে ন্যাশনাল আইডি কার্ড মোবাইল নাম্বার দিয়ে আপনি একটি অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্টটি অবশ্যই মোবাইল ভেরিফিকেশন হবে এবং একটি পাসওয়ার্ড আপনাকে এখানে দিতে হবে । মোবাইল নাম্বার দিয়ে একাউন্ট খোলার পর আপনি যেভাবে অনলাইন থেকে খতিয়ান ডাউনলোড করতে পারবেন তা এখানে ইমেজ এর মাধ্যমেও দেখানো হয়েছে।

জমির পর্চা বের করতে কত টাকা লাগে?

সংগ্রহ করা যাবে। পাশাপাশি নতুন রেকর্ড এর ম্যাপ ও সংগ্রহ করা যায়। ❖প্রশ্নঃ খতিয়ান তুলতে কত টাকা লাগবে.? 100 টাকা খরচ হবে।

খতিয়ান কোথায় পাওয়া যাবে?

➥প্রথমত,আপনার জমির খতিয়ান বা পর্চা কোথায় পাবেন.? ১/ইউনিয়ন ভূমি অফিস। ২/উপজেলা ভূমি অফিস। ৩/জেলা ডিসি অফিস।

Google News - AjkerDokhin.com

See More: অনলাইন ট্রেন টিকেট বুকিং – ই-টিকেট ওয়েবসাইট