জয়ে শুরু ব্রাদার্স ইউনিয়নের

ব্রাদার্স ইউনিয়ন গত মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে অবনমন হলেও টিকে ছিলো বাফুফের কাছে অনুরোধ করে। কমলা জার্সিধারীরা এবার দল গড়েছে প্রিমিয়ারে টিকে থাকার জন্য। বিদেশি ও স্থানীয় ফুটবলারদের নিয়ে ব্রাদার্সের দলটি মধ্যমসারির বলা যায়। প্রথম ম্যাচে নিজেদের শক্তিমত্তার পরিচয় দিয়ে গোপীবাগের দলটি হারিয়ে দিয়েছে গতবারের পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে থাকা বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবকে। ২-১ গোলে জয়ে দারুণ সূচনাই হয়েছে তাদের। মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দিনের অন্য ম্যাচে ব্রাদার্সের গোল দুটি করেছেন দুই গাম্বিয়ান ফরোয়ার্ড ম্যাডি সিসে ও জাকারিয়া দারবো। ২৩ মিনিটে ম্যাডি সিসের গোলে এগিয়ে যায় ব্রাদার্স। মুস্তাফার পাস থেকে ম্যাডি পুলিশের দুই ডিফেন্ডারের মাঝখান দিয়ে বল নিয়ে ঢুকে গোলটি করেন তিনি। ৪৪ মিনিটে অবশ্য পুলিশ সমতা ফেরায়। আরিফুর রহমানের কর্নার থেকে মানিক হোসেন মোল্লা হেড করে গোল করেন। ব্রাদার্স ২-১ করে ফেলে ৬২ মিনিটে। গোল করেন জাকারিয়া দারবো। চার ম্যাচ পর প্রিমিয়ার লিগে জয়ের দেখা পেল ব্রাদার্স। সর্বশেষ ম্যাচটি তারা জিতেছিল গত মৌসুমের দ্বিতীয় পর্বে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে। এরপর এক ড্র করে হেরেছিল টানা তিনটিতে। আরআই/এমএইচ/এমএস

Nov 29, 2024 - 19:15
 0  0
জয়ে শুরু ব্রাদার্স ইউনিয়নের

ব্রাদার্স ইউনিয়ন গত মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে অবনমন হলেও টিকে ছিলো বাফুফের কাছে অনুরোধ করে। কমলা জার্সিধারীরা এবার দল গড়েছে প্রিমিয়ারে টিকে থাকার জন্য। বিদেশি ও স্থানীয় ফুটবলারদের নিয়ে ব্রাদার্সের দলটি মধ্যমসারির বলা যায়।

প্রথম ম্যাচে নিজেদের শক্তিমত্তার পরিচয় দিয়ে গোপীবাগের দলটি হারিয়ে দিয়েছে গতবারের পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে থাকা বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবকে। ২-১ গোলে জয়ে দারুণ সূচনাই হয়েছে তাদের।

মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দিনের অন্য ম্যাচে ব্রাদার্সের গোল দুটি করেছেন দুই গাম্বিয়ান ফরোয়ার্ড ম্যাডি সিসে ও জাকারিয়া দারবো।

২৩ মিনিটে ম্যাডি সিসের গোলে এগিয়ে যায় ব্রাদার্স। মুস্তাফার পাস থেকে ম্যাডি পুলিশের দুই ডিফেন্ডারের মাঝখান দিয়ে বল নিয়ে ঢুকে গোলটি করেন তিনি।

৪৪ মিনিটে অবশ্য পুলিশ সমতা ফেরায়। আরিফুর রহমানের কর্নার থেকে মানিক হোসেন মোল্লা হেড করে গোল করেন। ব্রাদার্স ২-১ করে ফেলে ৬২ মিনিটে। গোল করেন জাকারিয়া দারবো।

চার ম্যাচ পর প্রিমিয়ার লিগে জয়ের দেখা পেল ব্রাদার্স। সর্বশেষ ম্যাচটি তারা জিতেছিল গত মৌসুমের দ্বিতীয় পর্বে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে। এরপর এক ড্র করে হেরেছিল টানা তিনটিতে।

আরআই/এমএইচ/এমএস