নাটোরে ৬ বছরের শিশু ধর্ষণের শিকার

নাটোরের গুরুদাসপুর পৌরসভার খামারনাজকৈর এলাকায় গতকাল ৬ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় এক বৃদ্ধকে আটক করা হয়েছে।

 - 
Nov 4, 2024 - 10:00
 0  4
নাটোরে ৬ বছরের শিশু ধর্ষণের শিকার
নাটোরে ৬ বছরের শিশু ধর্ষণের শিকার

নাটোরের গুরুদাসপুর পৌরসভার খামারনাজকৈর এলাকায় গতকাল ৬ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় এক বৃদ্ধকে আটক করা হয়েছে।


ওসি গোলাম সারোয়ার হোসেন জানান, নিহতের বাবা সায়েদুল ইসলাম বাদী হয়ে একই এলাকার গফুর মোল্লা (৭০)কে আসামি করে গতকাল রাতে গুরুদাসপুর থানায় ধর্ষণের মামলা করেন।

 
গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাঃ শারমিন সাথী জানান, ধর্ষণের পর শনিবার বিকেলে ওই ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটির সার্ভিক্স ছিঁড়ে গেছে এবং তার প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল।

গতকাল রাতে অভিযুক্ত গফুর মোল্লাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানান ওসি।