আয়নাঘরে থাকা নিয়ে যা জানালেন অভিনেত্রী নওশাবা

একটানা ২১ দিন বন্দি ছিলেন তিনি। গুঞ্জন উঠেছে বন্দি থাকাকালে আয়নাঘরে রাখা হয়েছিল নওশাবাকে। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।

Aug 14, 2024 - 15:14
 0  76
আয়নাঘরে থাকা নিয়ে যা জানালেন অভিনেত্রী নওশাবা

সময়টা ২০১৮ সাল, নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় নেমেছিল শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দিয়েছিলেন বিনোদন অঙ্গনের অনেকে। অভিনেত্রী কাজী নওশাবা আহমেদও ছিলেন এই আন্দোলনে। সেসময় আন্দোলন নিয়ে সামাজিকমাধ্যমে একটি ভিডিওবার্তা দেওয়ায় গ্রেপ্তার করা হয়েছিল তাকে।

একটানা ২১ দিন বন্দি ছিলেন তিনি। গুঞ্জন উঠেছে বন্দি থাকাকালে আয়নাঘরে রাখা হয়েছিল নওশাবাকে। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।

আয়নাঘরে রাখা হয়েছিল কি না—জানতে চাইলে নওশাবা বলেন, ‘আয়নাঘর’ কি না সেটা বলতে পারব না। তবে কালো কাপড় দিয়ে আমার চোখ বাঁধা ছিল। এইভাবে ২১ দিন বিভিন্ন সময় আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল।’

আয়নাঘরে থাকা নিয়ে যা জানালেন অভিনেত্রী নওশাবা

What actress Nowshaba said about being in the mirror