ইমোশনাল ইসলামিক স্ট্যাটাস - Islamic Status Bangla

প্রয় বন্ধুরা আজকে বাছাই করে ইমোশনাল ইসলামিক স্ট্যাটাস  Islamic Status Bangla নিয়ে এলাম। আমাদের এই ইমোশনাল ইসলামিক লোখা তোমাদের ভালো লাগবে ...

Jun 8, 2024 - 18:53
Aug 13, 2024 - 11:03
 0  61
ইমোশনাল ইসলামিক স্ট্যাটাস - Islamic Status Bangla

ইমোশনাল ইসলামিক স্ট্যাটাস - Islamic Status Bangla

প্রয় বন্ধুরা আজকে বাছাই করে ইমোশনাল ইসলামিক স্ট্যাটাস  Islamic Status Bangla নিয়ে এলাম। আমাদের এই ইমোশনাল ইসলামিক লোখা তোমাদের ভালো লাগবে। তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে রাখবে। ইসলাম দিয়েছে মানুষের জীবনে শান্তির ব্যবস্থা। চলার পথে আমাদের যা প্রয়োজন, তা সকল কিছু রয়েছে পবিত্র আল কুরআনে এবং রাসূলুল্লাহ (সাঃ) হাদিসমূহতে।

“যৌবনের চেহারাটা মানুষ পছন্দ করে।
আর যৌবন কালের ইবাদত স্বয়ং আল্লাহ পছন্দ করেন।”

  • ✓✓একদিন সাদা কাপড় পড়ে,,,
  • যেতে হবে অন্ধকার কবরে।••
  • তোমার সব কিছু পড়ে রবে দুনিয়াতে,,,
  • একটু ভাবো মরন কালে তোমার সাথে কি যাবে?
  • তাই ভয় করো আল্লাহকে।✓✓

§•§কিয়ামতের দিন জান্নাতের দিকে সর্বপ্রথম সেই সকল লোকদের আহবান করা হবে,,,§§

যারা সুখে-দুঃখে আল্লহর প্রশংসা করে।§•§

(বায়হাকী)

  • ~•~নিজেকে কখনো অসুন্দর মনে করবেন না!!!
  • কারণ আল্লাহর সৃষ্টি কখনো অসুন্দর হয় না।~•~
  •  

✓✓যদি কখনো হতাশ হয়ে যাও, তাহলে দুই রাকাত নফল নামাজ পড়ে নিও।

হতাশা কেটে যাবে!!! ঈন-শা-আল্লাহ।✓✓

  • §•§পৃথিবীর সবচেয়ে জটিল অংকের নাম জীবন!!!
  • যেকোন সূত্রই প্রয়োগ করা হোক না কেন>>• অংকের ফলাফল কিন্তু মৃত্যুই আসবে।§•§

§~§ভবিষ্যতে সবকিছু অনিশ্চিত হলেও>>• নিজের মৃত্যু নিশ্চিত।§~§

  • ✓✓ইসলাম ধর্ম সহজ,,, কিন্তু এতটা সহজ নয় যে,,,>>>•
  • কোন মেসেজ ২০ জনকে ফরোয়ার্ড করলেই জান্নাত পেয়ে যাবেন।✓✓
  • ইসলামিক স্ট্যাটাস ও ক্যাপশন

ধার্মিকতা ও তাকওয়ায় একে অপরকে সাহায্য করো, কিন্তু পাপ ও সীমালঙ্ঘনে একে অপরকে সাহায্য করো না।

আপনি যখন আল্লাহর উপর ভরসা রাখেন যা সফল হওয়ার জন্য যথেষ্ট এবং আল্লাহ অবশ্যই আপনার প্রয়োজনে আপনাকে সাহায্য করবেন, শুধু তার উপর ভরসা রাখুন।

আমাদের সাফল্য-ব্যর্থতা আল্লাহর হাতে, মানুষের নয়। তিনি আপনার সাথে থাকলে কেউ আপনার ক্ষতি করতে পারবে না।

যখন আল্লাহ আপনাকে একটি উপহার দেন – এটিকে মঞ্জুর করবেন না! আপনার কাছে যা আছে তা চলে না যাওয়া পর্যন্ত আপনি প্রায়শই তার প্রশংসা করেন না!

সারা দুনিয়াই একটা রিজিক, আর দুনিয়ার সর্বোত্তম কল্যাণের বস্তু হল ধার্মিক নারী!

কখনো মনে করো না যে শাহাদাতের মৃত্যু সহজ হবে। জিহ্বা হৃদয়ে যা আছে তা উচ্চারণ করে। প্রতিফলিত করা.

কোন পরিমাণ অপরাধবোধ অতীতকে পরিবর্তন করতে পারে না এবং কোন পরিমাণ উদ্বেগ ভবিষ্যতকে পরিবর্তন করতে পারে না।

আল্লাহ তোমাকে রক্ষা করতে চাইলে কেউ তোমার ক্ষতি করতে পারবে না, আল্লাহ তোমাকে শাস্তি দিতে চাইলে কেউ তোমাকে বাঁচাতে পারবে না। তাই আল্লাহকে ভয় করুন এবং আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করুন এবং কারো কাছ থেকে নিরাপত্তা নিন।

আল্লাহ ন্যায়বিচার, দয়া ও সদাচরণ আদেশ করেন। তিনি অন্যায়, অনৈতিকতা, অত্যাচার নিষেধ করেন।

শ্বাস নিচ্ছি – আলহামদুলিল্লাহ
ভালো আছি – আলহামদুলিল্লাহ
বেঁচে আছি – আলহামদুলিল্লাহ

••~আমরা প্রতিদিন আমাদের মত মানুষকে মৃত্যুবরণ করতে দেখি>>•

কিন্তু নিজের মৃত্যুর কথাই ভুলে যাই।~••

{{হযরত উসমান (রাঃ)}}

কুরআন পড়লে
চোখের জ্যোতি বাড়ে
এবং জ্ঞান বাড়ে।-
[সুবাহানাল্লাহ]

শুক্রবার মানেই–
গরিবের হজ্বের দিন।
জুম্মা মোবারাক

বুকে হাজারো কষ্ট নিয়ে
আলহামদুলিল্লাহ বলাটা।
আল্লাহ’র প্রতি
অগাধ বিশ্বাসের নমুনা।

আল্লাহ তওবাকারীদের কে ভালবাসেন
এবং যারা পবিত্র থাকে তাদেরও ভালবাসেন।
__(সূরা বাকারা)

১০টাকার নামাজ শিক্ষার
বইয়ে যা আছে,
পৃথিবীর দামী বইয়েও তা নেই !

যে ব্যক্তি কালেমার দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিবে,
আমি তাকে সাথে করে জান্নাতে নিয়ে যাবো।
[ বিশ্বনবী হযরত মোহাম্মদ (সঃ) ]

যদি তুমি মানো কুরআন
আল্লাহ বাড়িয়ে দিবে
তোমার সম্মান।

রাসূল (সাঃ) বলেছেনঃ
উচ্চস্বরে কাঁদার কারনে
মৃত ব্যক্তি কবরে আযাব
ভোগ করবে।( বুখারি)

ঘুম নেই,নামাজ পরো
মনে শান্তি নেই
কোরআন পড়ো।

মুসলিম আমার নাম !
কুরআন আমার জান !
নামাজ আমার গাড়ি !
জান্নাত আমার বাড়ী !
আল্লাহ্ আমার রব !
নবী আমার সব !
ইসলাম আমার ধর্ম!
এবাদত আমার কর্ম!

ইসলামিক উক্তি

[caption id="attachment_1215" align="aligncenter" width="487"]ইমোশনাল ইসলামিক স্ট্যাটাস Islamic Status Bangla[/caption]

  • §§জান্নাতি লোক হবে দুনিয়াতে দূর্বল ও মাজলুম;;;
  • আর জাহান্নামীরা হবে অবাধ্য ঝগড়াটে ও অহংকারী।§§
  • (বুখারী: ৬২০২)

§•§মুসলিম যে গাছ লাগায় তা থেকে– কোন মানুষ+••

কোন জন্ত কিংবা কোন পাখী যা কিছু খায়>>•

তবে তা তার জন্য সাদকাহ হয়ে যায়।§•§

{{বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ)}}

~•~মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাকো,,,

•••কারণ মৃত্যুর দূত তোমার পিছনে দাঁড়িয়ে আছে।>>•

মৃত্যুর দূত ডাক দেওয়ার পর, আর প্রস্তুত হবার সময় থাকেনা।~•~

{{হযরত আলী (রাঃ)}}

✓✓যখন তোমার জীবনের উপর আঘাত আসবে,,,ইসলাম দিয়ে তা প্রতিহত কর।✓✓

✓✓আর যখন ইসলামের উপর আঘাত আসবে,,, তোমার জীবন দিয়ে তা প্রতিহত কর।✓✓

{{হযরত আলী (রাঃ)}}

§§আল্লাহ কোন জাতির ভাগ্য পরিবর্তন করেন না>>•

যতক্ষণ না সে নিজের কর্ম দ্বারাই নিজের ভাগ্য পরিবর্তন না করে।§§

✓✓এরমক চরিত্রের কাউকে বিশ্বাস করোনা,,,

যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারেনা।✓✓

{{হযরত উমার (রাঃ)}}

§§যে চক্ষু মহান আল্লাহ তা’য়ালার ভয়ে কাঁদে,,,•••

সে চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবেনা।}}

(তিরমিযী: ১৬৩৯)

ইসলামিক স্ট্যাটাস ফেসবুক

[caption id="attachment_1216" align="aligncenter" width="225"]ইমোশনাল ইসলামিক স্ট্যাটাস - Islamic Status Bangla ইমোশনাল ইসলামিক স্ট্যাটাস[/caption]

✓✓গোটা পৃথিবীর পানি দিয়েও জাহান্নামের আগুন নিভানো সম্ভব হবেনা।

কিন্তু মোনাজাতে ফেলা দুই ফোটা চোখের পানি জাহান্নামের আগুন নিভিয়ে দেবে।✓✓

•~•ধৈর্য্য রাখুন,,, সবাই আপনাকে ঠকালেও মহান আল্লাহ তা’আলা কখনোই আপনাকে ঠকাবেন না!!!

✓✓মানুষ সর্বদা মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করে, কিন্তু জাহান্নাম থেকে নয়,,,

অথচ মানুষ চাইলে জাহান্নাম থেকে বাঁচতে পারে, কিন্তু মৃত্যু থেকে নয়।✓✓

§×§দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ হলো, নিজে সংশোধন হওয়া।

আর দুনিয়ার সবচেয়ে সহজ কাজ হলো, অন্যকে নিয়ে সমলোচনা করা।§×§

§•§রাত যখন গভীর হয়– তখন কেউ কেউ ডুবে থাকে পাপে,,,

আর কেউবা তাহাজ্জুদ পড়ে অশ্রু ঝরায় পূর্বের গুনাহ মাফে।§•§

•••আল্লাহর কাছে সেজদায় মাথানত করুন!!! আল্লাহ কোনদিনও পৃথিবীর কারো কাছে আপনার মাথা নত হতে দেবে না!!! ঈন-শা-আল্লাহ।•••

|||আল্লাহ তওবাকারীদের কে ভালবাসেন

এবং যারা পবিত্র থাকে তাদেরও ভালবাসেন|||

(সূরা বাকারা)

ইসলামিক স্ট্যাটাস বাংলা

[caption id="attachment_1217" align="aligncenter" width="640"]ইমোশনাল ইসলামিক স্ট্যাটাস Islamic Status Bangla[/caption]

§§ফুল কে ভালবাসলে পাবে ঘ্রাণ,,

ইসলামকে ভালবাসলে পাবে সম্মান,,

রাসূল (সাঃ) -কে ভালবাসলে হবে আদর্শবান,,

আল্লাহ -কে ভালবাসলে পাবে দুজাহান।§§

✓✓তিনটি প্রেমে কোন কষ্ট নাই।

(১) আল্লাহর তা’আলার সাথে,,,

(২) রাসূলুল্লাহ (সঃ) -এর সাথে,,,,

(৩) বাবা-মার সাথে।✓✓

~×~দামি পোশাক পড়ে কি লাভ হবে! নামাজের জন্য ডাকলে যদি বলতে হয় এখন তো কাপড়টি নাপাক।~×~

✓✓অন্য একটি মেয়ের সম্পর্কে ঠিক ততটাই বলুন,,,

যতটা নিজের বোনের সম্পর্কে শুনতে পারবেন।✓✓

•§•মানুষের মধ্যে সর্বাপেক্ষা অক্ষম ঐ ব্যক্তি,,,

যে ব্যক্তি দোয়া করিতে অক্ষম অর্থাৎ দোয়া করে না।•§•

{{হযরত মুহাম্মদ (সাঃ)}}

✓✓কি হবে জিমে গিয়ে,,, পেশীবহুল দেহ বানিয়ে!!!

যদি ফজরের নামাজ পড়তে ওঠার মতো কোন শক্তি না থাকে।✓✓

ইসলামিক স্ট্যাটাস ক্যাপশন

§•§যাকে ভয় করি, তার নাম হাশর।••

যাকে বিশ্বাস করি, তার নাম আল-কোরআন।••

যার কাছে আমি ঋণী, তার নাম মা।••

যাঁকে নেতা মানি, তিনি হলেন রাসূলুল্লাহ মুহাম্মদ (সাঃ)।••

আর যার কাছে মাথা নত করি, তিনি হলেন মহান আল্লাহ তা’আলা।§•§

[caption id="attachment_1218" align="aligncenter" width="713"]ইমোশনাল ইসলামিক স্ট্যাটাস ইমোশনাল ইসলামিক স্ট্যাটাস[/caption]

~•~মায়ের সাথে উচ্চস্বরে কথা বলোনা,,,

কারন ‘মা’ তোমাকে কথা বলা শিখিয়েছেন।~•~

✓✓হারামের টাকায় টেবিল ভর্তি খাবারের চেয়ে,,,

হালাল টাকার সীমিত খাবারের মজাই আলাদা।✓✓

§×§একটি মশার ভয়ে যদি আপনি মশারীর ভিতরে ঢুকতে পারেন,,,

তাহলে জাহান্নামের আগুনের ভয়ে কেন নামাজে যেতে পারেন না।§×§

§§দেখতে চাই স্বপ্ন, থাকতে চাই মগ্ন।

হতে চাই কবি, লিখবো আমি সবই।

বাসতে চাই ভালো, জ্বালাতে চাই ইসলামের আলো।§§

মেয়েদের ইসলামিক স্ট্যাটাস

§×§যে মেয়ে মাথায় কাপড় ছাড়া চলবে,,,

কিয়ামতের দিন তার এক একটা চুল সাপ হয়ে তাকে কামড়াবে।§×§

(আল হাদিস)

[caption id="attachment_1219" align="aligncenter" width="300"]ইমোশনাল ইসলামিক স্ট্যাটাস Islamic Status Bangla ইমোশনাল ইসলামিক স্ট্যাটাস Islamic Status Bangla[/caption]

ו×পর্দা করতে আপনার যদি লজ্জা লাগে,,,

তবে দুশ্চরিত্রবান পুরষদের খারাপ ও লোভাতুর দৃষ্টি যখন আপনার সস্তা দেহের উপর পড়ে,,,ו×

তখন কোথায় থাকে আপনার লজ্জা, কোথায় থাকে আত্বমর্যাদাবোধ!✓✓

✓✓পর্দা হলো কোনো ব্যক্তির ব্যক্তিগত পছন্দ।

এটা ফ্যাশনের জন্য না পরে,,,

স্রষ্টার প্রতি আনুগত্যের জন্য পরা উচিত।•••

এটা মানুষকে দেখানোর জন্য না পরে,,,

বরং স্রষ্টার নৈকট্য পাবার জন্য পরা উচিত।✓✓

•~•যে নারী স্বগৃহ, স্বামীগৃহ, মায়ের বাড়ি ছাড়া অন্য কোনো স্থানে পর্দা ভঙ্গ করে>>>

সে তার ও তার রবের মধ্যকার পর্দা ও লজ্জাশীলতাকে বিদীর্ণ করে দেয়।•~•

{{হযরত মুহাম্মদ (সাঃ)}}

§§যেসকল নারীদের স্বামী মারা যাওয়ার পর এতিম সন্তানদের পিছনে জীবন কাটিয়ে দেয়,,,তারা জান্নাতি।§§

{{হযরত মুহাম্মদ (সাঃ)}}

✓✓সূর্য মেঘে আড়ালে ঢাকা থাকলে যেমন তার সৌন্দর্য হারিয়ে যায় না;;;

তেমনি একজন নারী পর্দা করলে তার সৌন্দর্য কমে যায় না।✓✓

“তুমি জান্নাত চেয়েও না বরং তুমি দুনিয়াতে এমন কাজ করো যেন জান্নাত তোমাকে চায় । ”
— হযরত আলী (রাঃ)

“পৃথিবীতে সবচাইতে কঠিন কাজ হলো নিজে সংশোধন হওয়া, আর সবচাইতে সহজ কাজ হল অন্যের সমালোচনা করা ।”
— হযরত আলী (রাঃ)

“পথ হারা বান্দা আমি চাই যে আলোর দিশা,
মুছে দাও হে আল্লাহ সকল পাপের নিশা,
ক্ষমা ও ভালোবাসা তোমার অবদান,
তাইতো তোমার নাম রেখেছ রহিম রহমান ।”

“যে মেয়ে মাথায় কাপড় ছাড়া চলবে, কিয়ামতের দিন তার এক একটা চুল সাপ হয়ে তাকে কামড়াবে ।”
— আল হাদিস

“মানুষের মধ্যে সর্বাপেক্ষা অক্ষম ঐ ব্যক্তি, যে ব্যক্তি দোয়া করিতে অক্ষম অর্থাৎ দোয়া করে না ।”
— হযরত মুহাম্মদ (সাঃ)

“মক্কার বাগানে ফুটিল এক ফুল
নাম রাখিল তার মোহাম্মাদ রাসুল
সুবাস ছড়িয়ে গেল সারা বিশ্বে
আল্লাহ দিলেন তার মর্যাদা সবার শীর্ষে ।”

“ধ্বংস তার জন্য, যার আজকের দিনটা গতকালের চেয়ে উত্তম হলো না ।”
— আল কোরআন

“যে বিয়েতে খরচ কম এবং সহজ হয়, সে বিয়ে বরকতময় হয় ।”
— মিশকাত ২৬৭

“রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়, অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয় , কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয় ।”

“রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, হারানো সন্তান খুঁজে পেলে মা যেমন খুশি হয় , তেমনি আল্লাহর পাপী বান্দা তওবা করলে আল্লাহ তার চেয়ে বেশি খুশি হন ।”
— আল হাদিস

“মানুষ যদি মৃত ব্যাক্তির আর্তনাদ দেখতে এবং শুনতে পেত, তাহলে মানুষ মৃত ব্যক্তির জন্য কান্না না করে নিজের জন্য কান্না করত ।”
— হযরত মুহাম্মদ (সাঃ)

“মানুষের মনে এমন ভাবে নিজের জন্য জায়গা করে নাও, যেন তুমি মরে গেলে তোমার জন্য তারা দোয়া করে , আর বেঁচে থাকে তোমাকে ভালোবাসে।”
— হযরত আলী (রাঃ)

“মুসলমান যখন মসজিদের দিকে রওনা হয় সে তার ঘরে ফিরে আসা পর্যন্ত তার প্রতি কদমে আল্লাহ একটি নেকি দান করেন এবং একটি করে গুনাহ মোচন করেন ।”
— বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ)

“মৃত্যুর জন্য সর্বদা প্রস্তুত থাকো, কারণ মৃত্যুর দূত তোমার পিছনে দাঁড়িয়ে আছে, তার ডাক দেবার পর আর প্রস্তুত হবার সময় থাকেনা ।”
— হযরত আলী (রাঃ)

“কেয়ামতের দিন রাসূলুল্লাহ (সাঃ) এর নিকটতম ব্যক্তি হবে সেই, যে তার প্রতি অধিক পরিমাণে দুরুদ পাঠ করেছেন ।”
— তিরমিজি

“যে ব্যক্তি কোন বিপদে পড়ে বলবে, হে আল্লাহ আমাকে আমার বিপদের প্রতিদান দিন এবং আমাকে এর চেয়ে উত্তম কিছু দান করুন । আল্লাহ তাকে তার চেয়ে উত্তম কিছু দান করবেন ।”
— সহিঃ মুসলিম ২১৬৫

“একটি মশার ভয়ে যদি আপনি মসারীর ভিতরে ঢুকতে পারেন, তাহলে দোযখের আগুনের ভয়ে কেন মসজিদে যেতে পারবেন না ।”

“যে ব্যক্তি রুকু থেকে মাথা উঠিয়ে সামি আল্লাহ হুলিমান হামিদা বলার পর রাব্বানা লাকাল হামদ বলে । মহান আল্লাহপাক ৩০ জন ফেরেশতা দারা তার জন্য সওয়াব লেখার প্রতিযোগিতা করায় ।”
— বুখারী শরীফ ৭৬৩

“আয় ছেলেরা, আয় মেয়েরা, নামাজ পড়তে যাই,
রাস্তা ঘাটে বসে থেকে কোন লাভ নাই,
পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে ভালো হয় মন,
এসো আমরা নামাজ পড়ে ধন্য করি জীবন”

“যখন তুমি কোন রাস্তা দিয়ে যাও, তখন আল্লাহ্‌র নামে জিকির করো । কেননা ওই কঠিক হাশরের দিন সেই রাস্তাটি তোমার হয়ে তোমার জন্য নালিশ করবে ।”
— হযরত মোহাম্মাদ (সাঃ)

ইসলামিক স্ট্যাটাস :

প্রিয় বন্ধুরা, ইসলামিক পোস্ট এর পাশাপাশি এখানে আমরা কিছু ইসলামিক স্ট্যাটাস ও দিয়েছি । আশাকরি, আমাদের এই ইসলামিক পোস্ট ও স্ট্যাটাস গুলো একবার পড়ে দেখেবেন । ভালো লাগলে আমাদের জন্য দোয়া করবেন । ধন্যবাদ ।

মানুষ সব সময় মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করে, কিন্তূ জাহান্নাম থেকে নয়, অথচ মানুষ চাইলে জাহান্নাম থেকে বাঁচতে পারে কিন্তু মৃত্যু থেকে নয় ।

ইমাম সাহেবের বেতন পরি’শোধ না করে
৩০ হাজার টাকা দিয়ে বক্তা এনে ওয়াজ করার মানে হলো ,
মাকে ভা’ত না দিয়ে
শা’শুড়িকে হজ্ব করানো মত।

মাগো আমি শিখব না আর হাট্টিমা টিম টিম, কোরআন থেকে শিখব আমি আলিফ -লাম- মীম, ১ টা করে হরফে ১০ টা করে নেকী, চল সবাই আজ থেকে কোরআন হাদীস শিখি

কিসের আমার বাহাদুরী কিসের অহংকার দম ফুরালে মাটির নিচে বন্ধ হবে দ্বার। এই দুনিয়ার আলো বাতাস লাগবে না আর গায় কে যাবে রে অচিন দেশে পাল তোলা এই নায়। তুমি যাবে আমি যাবো যাবে প্রিয়জন আসা যাওয়া চলছে খেলা থাকবে পড়ে ধন।।

অবুঝ শিশুরা যেমন কেঁদে কেঁদে সমস্ত সমস্যার সমাধান করে তার মায়ের কাছে, ঠিক তেমনি ভাবে আমাদের উচিৎ আল্লাহর কাছে কেঁদে কেঁদে সব সমস্যার সমাধান করে নেওয়া।

দেখতে চাই স্বপ্ন , থাকতে চাই মগ্ন। হতে চাই কবি, লিখব আমি সবি। বাসতে চাই ভালো, জ্বালাতে চাই ইসলামের আলো।

মাটির দেহ নিয়ে কখনও করিওনা বরাই, দুচোখ বন্দ হলে দেখবে পাশে কেউ নাই। যাকে তুমি আপন ভাবো সে হবে পর, আপন হবে নামাজ,রোজা অন্ধাকার কবর।

দুনিয়া নিয়ে দুঃশ্চিন্তা করা অন্তর হলো অন্ধকারাচ্ছন্ন, আখিরাত নিয়ে দুঃশ্চিন্তা করা অন্তর হলো আলোকিত।

সোনার গাছে হিরার পাতা।।। ভুলিও না আল্লাহর কথা।।। টাকা পয়সা কতকাল।।। জান্নাতে রবে চিরকাল।।। সাগরের মাঝখানে এক বুক পানি।।।আমার রব আল্লাহু ই জানি।।।।।

কারো কাছ থেকে কিছু পেতে হলে যেমন তার সাথে সম্পর্ক ভাল রাখতে হয়। ঠিক তেমন আল্লাহর কাছ থেকে কিছু পেতে হলে, আল্লাহর সাথে সম্পর্ক ভাল রাখতে হবে!!!

পৃথিবীর সবচেয়ে জটিল অংকের নাম জীবন। যে সূত্রেই প্রয়োগ করা হোক না কেন, ফলাফল কিন্তু মৃত্যুই আসবে।।

নামাজ সব সমস্যার সমধান।, নামাজ সব রোগের প্রধান ওষুধ।, নামাজ নিজে পড়ুন।।, অন্যকে পড়ার জন্য তাগিদদিন।, নামাজই আপনার আসলইনকাম।, নামাজ বেহেস্তের চাবি।

হে আমাদের পালনকর্তা, আপনি তো জানেন আমরা যা কিছু গোপনে করি এবং যা কিছু প্রকাশ্য করি। আল্লাহর কাছে পৃথিবীতে ও আকাশে কোন কিছুই গোপন নয়।

যদি কাঁদতে চাও,তবে নামাজপড়ে আল্লাহরদরবারে কাঁদ, কারণতোমার চোখের পানিরমূল্য কেউ না দিলেও,আল্লাহ তোমারপ্রতি ফোঁটা অশ্রুরঅনেক মূল্য দেবেন।

ভবিষ্যতে সবকিছু অনিশ্চিতহলেও,নিজের মৃত্যু নিশ্চিত।।!!

আরও পড়ুন: বাংলা রোমান্টিক ক্যাপশন ফেসবুকের জন্য

আলিম হব,জাহিল থাকবনা।দাড়ি রাখব,মিছা কথা বলব না।মিছামিছি হাসবনা, ঈমান ঠিক রাখব।মসজিদ আবাদ করব,জলে উঠুন ঈমানি শক্তিতে।

মুসলিম আমার নাম! কুরআন আমার জান! নামাজ আমার গাড়ি! জান্নাত আমার বাড়ী! আল্লাহ্ আমার রব!নবী আমার সব! ইসলাম আমার ধর্ম! এবাদত আমার কর্ম!

যাকে ভয় করি।।!!তার নাম হাশর।।।!!!যাকে বিশ্বাস করি।।!!তার নাম কুরআন।।।!!!যার কাছে আমি ঋণী।।!!তার নাম মা।।।!!!যাঁকে নেতা মানি।।।!!তিনি হলেন রাসূল(স)।।।!!যার কাছে মাথা নতকরি।।!!তিনি হলেন আল্লাহ!!!

যেই মন তোমাকে ঘর থেকে মসজিদে নিতে পারে না সেই মন তোমাকে কি করে কবর হতে জান্নাতে নিবে বল।

আমাদের গুগল নিউজ