চলো চলো ঢাকা চলো – লংমার্চ টু ঢাকা ৫ই আগষ্ট, দুপুর ২টা
ঢাকা চলো যার যা কিছু আছে তাই নিয়ে চলে আসো “ছাড়তে হবে ক্ষামতা, ঢাকায় আসো জনতা“ আব্দুল হান্নান মাসুদ।
নগরবাসীকে ওয়াইফাই উন্মুক্ত রাখার আহ্বান জানাচ্ছি। ঢাকায় আগত মুক্তিকামী জনতার আশ্রয় ও খাবারের দায়িত্ব নেওয়ার আহ্বান জানাচ্ছি।
দেশের প্রতিটি পরিবারের প্রতি আহ্বান থাকবে পরিবারের একজন সদস্য করে ঢাকায় পাঠান। পাড়া, মহল্লা, গ্রাম, থানা, উপজেলা থেকে সংগঠিত হয়ে একসাথে ঢাকায় আসুন। ২৪ এর মুক্তিযুদ্ধে শামিল হোন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।