পুলিশ ক্লিয়ারেন্স অনলাইনে চেক করবেন কিভাবে।

পাসপোর্ট নাম্বার দিয়ে পুলিশ চেক করতে আপনাকে লগইন করতে হবে pcc.police.gov.bd ওয়েবসাইটে। পুলিশ ক্লিয়ারেন্স অনলাইনে চেক করবেন কিভাবে।...

Jun 9, 2024 - 20:49
Aug 13, 2024 - 10:52
 0  7
পুলিশ ক্লিয়ারেন্স অনলাইনে চেক করবেন কিভাবে।

পুলিশ ক্লিয়ারেন্স অনলাইনে চেক করবেন কিভাবে।

পাসপোর্ট নাম্বার দিয়ে পুলিশ চেক করতে আপনাকে লগইন করতে হবে pcc.police.gov.bd ওয়েবসাইটে। পুলিশ ক্লিয়ারেন্স অনলাইনে চেক করবেন কিভাবে। এরপরে My Account থেকে Application Information ফর্মে রেফারেন্স নাম্বার, পাসপোর্ট নাম্বার দিয়ে Search বাটনে ক্লিক করুন। এছাড়াও My Account পেইজের নিচে আপনার পুলিশ ক্লিয়ারেন্স এপ্লিকেশন স্ট্যাটাস দেখতে পাবেন। অন্য কারো পুলিশ ক্লিয়ারেন্স অনলাইন চেক করতে নিচের নিয়ম ফলো করুন।

ওয়েবসাইট লগ ইন

প্রথমে আপনাকে ভিজিট করতে হবে বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট pcc.police.gov.bd লিংকে। এরপরে SIGN IN অপশন থেকে আপনার রেজিস্টার হওয়া মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে একাউন্টে লগইন করে নিবেন। এরপরে মেনু থেকে My Account অপশনে ক্লিক করতে হবে।

পুলিশ ক্লিয়ারেন্স চেক

এই পেইজের একটি ফরমে আপনাকে দেওয়া রেফারেন্স স্লিপের রেফারেন্স নাম্বার , এরপর যথাক্রমে আপনার পাসপোর্ট নাম্বার, এবং নিবন্ধিত মোবাইল নাম্বার টাইপ করুন। এর পরে পুলিশ ক্লিয়ারেন্স চেক করতে হলে Search অপশনে ক্লিক করতে হবে। আপনার পুলিশ ক্লিয়ারেন্স পুলিশ ক্লিয়ারেন্স স্ট্যাটাস দেখতে পাবেন নিচের ছবির মতন। বর্তমানে এটার কারেন্ট স্ট্যাটাস কি রয়েছে এবং কবে ডেলিভারি পাবেন ইত্যাদি।

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অনলাইন চেক বিভিন্ন স্ট্যাটাসের অর্থ-

  • Under Verification – অর্থ হল আপনার আবেদন সংশ্লিষ্ট থানায় তদন্ত বা যাচাই চলছে
  • Application Rejected – যদি আপনি এই স্ট্যাটাস দেখতে পান তাহলে বুঝতে পারবেন আপনার আবেদনটি সঠিকভাবে করা হয়নি। অথবা আপনি কোন তথ্য ভুল দিয়েছেন। অথবা আপনার ব্যাপারে কোন অভিযোগ পাওয়া গেছে যার কারণে আবেদনপত্রটি বাতিল করা হয়েছে।
  • Certificate Printed – এই স্ট্যাটাসটির অর্থ হল সংশ্লিষ্ট থানায় তদন্ত বা যাচাই শেষে আপনার সব তথ্য ঠিক থাকলে রিপোর্ট বা সার্টিফিকেট মুদ্রিত হয়েছে।
  • By OC – এর মানে তদন্ত কর্মকর্তার দ্বারা যাচাই ও মুদ্রণের পর তা থানার ওসির কাছে স্বাক্ষরের জন্য পাঠানো হয়েছে।
  • Signed By DC/SP – অর্থ হল সংশ্লিষ্ট থানার ওসির দ্বারা স্বাক্ষরের পর তা সংশ্লিষ্ট জেলা/ মহানগরের ডিসি/এসপির স্বাক্ষরের জন্য পাঠানো হয়েছে।