১৮ তম শিক্ষক নিবন্ধন গাইড প্রফেসর
১৮ তম শিক্ষক নিবন্ধন গাইড প্রফেসর
শিক্ষক নিবন্ধন পরিক্ষার প্রস্ততির জন্য গাইড হলো প্রফেসর এর মাধ্যমে বিভিন্ন সমাধান পাওয়া যায়, ১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার শর্টকাট চূড়ান্ত সাজেশন। স্কুল,স্কুল-২,কলেজ পর্যায়ের জন্য। ১৮ তম শিক্ষক নিবন্ধন গাইড প্রফেসর।
আরও পড়ুন: চাকরির খবর সাপ্তাহিক পত্রিকা pdf download
১০০ টি সাধারণ জ্ঞান প্রশ্ন ও উওর
………………………………….
১। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম কোথায়
স্থাপিত হয়েছিল?
উত্তর : কালুরঘাট, চট্টগ্রাম।
২। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়?
উত্তর : ১৯৩৯ সালে
৩। ATM-এর জনক কে?
উত্তর : জন শেফার্ড ব্যারন।
৪। জাতিসংঘ শান্তিরক্ষা মিশন কত সালে নোবেল
পায়?
উত্তর : ১৯৮৮ সালে
৫। সুমাত্রা দ্বীপ কোথায়?
উত্তর : ভারত মহাসাগরে
৬। পৃথিবীর বৃহত্তম দ্বীপ—
উত্তর : গ্রিনল্যান্ড (২১,৩০,৮০০ বর্গ কিলোমিটার)
৭। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে
চরমপত্র পাঠ করতেন কে?
উত্তর : এম আর আখতার মুকুল
৮। বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতীকের ডিজাইনার
কে?
উত্তর : শিল্পী কামরুল হাসান।
৯। দক্ষিণ সুদান স্বাধীন হয় কত সালে?
উত্তর : ২০১১ সালে
১০। জাপানের বৃহত্তম দ্বীপ
উত্তর : হনসু
১১। ‘রয়টার্স’-এর প্রতিষ্ঠাতা কে?
উত্তর : পল জুলিয়াস রয়টার
১২। দ্বীপদেশ ব্রুনাইয়ের রাজধানী—
উত্তর : বন্দর সেরি বেগাওয়ান
১৩। জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর : ১৯৪৫ সালে
১৪। বাংলাদেশের সাংবিধানিক নাম—
উত্তর : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
১৫। নিশীথ সূর্যের দেশ হলো—
উত্তর : নরওয়ে
১৬। কত সালে আরব-ইসরায়েল যুদ্ধ হয়?
উত্তর : ১৯৪৮ সালে
১৭। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ‘বীর প্রতীক’
খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিক হলেন—
উত্তর : উইলিয়াম এ এস ওডারল্যান্ড।
১৮। চির শান্তির শহর—
উত্তর : রোম
১৯। এ পি জে আব্দুল কালাম মারা যান কত সালে?
উত্তর : ২০১৫ সালে
২০। হিসাববিজ্ঞানের জনক কে?
উত্তর : লুকা প্যাসিওলি
২১। ছিয়াত্তরের মন্বন্তর হয় বাংলা কত সালে?
উত্তর : ১১৭৬ সালে
২২। রাঙামাটির ছাদ বলা হয় কোন জায়গাকে?
উত্তর : সাজেক ভ্যালিকে।
২৩। সুয়েজ খাল জাতীয়করণ হয়—
উত্তর : ১৯৫৬ সালে
২৪। বাংলাদেশের মুক্তিযুদ্ধে নিহত মাদার মারিও
ভেরেনজি কোন দেশের নাগরিক ছিলেন?
উত্তর : ইতালির নাগরিক।
২৫। সেন্ট হেলেনা দ্বীপ অবস্থিত কোথায়?
উত্তর : দক্ষিণ আটলান্টিক মহাসাগরে
২৬। বিবিসি বাংলার যাত্রা শুরু হয় কত সালে?
উত্তর : ১৯৪১ সালে
২৭। WWW মানে কী?
উত্তর : World Wide Web
২৮। বাংলাদেশের কোন জেলাকে প্রকৃতির রানি
বলা হয়?
উত্তর : খাগড়াছড়ি
২৯। বিশ্বে প্রথম ইন্টারনেট চালু হয় কখন?
উত্তর : ১৯৬৯ সালে
৩০। মালদ্বীপের দাপ্তরিক ভাষা কী?
উত্তর : ধিবেহি
৩১। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে
মোট কতটি তফসিল আছে?
উত্তর : সাতটি
৩২। ‘সেপ্টেম্বর অন যশোর রোড’ কবিতাটির
রচয়িতা কে?
উত্তর : অ্যালেন গিনসবার্গ
৩৩। সাঙ্গু ভ্যালি কোথায়?
উত্তর : চট্টগ্রামে
৩৪। মাইনমুখী ভ্যালি কোন জেলায়?
উত্তর : রাঙামাটি জেলায়
৩৫। কাপ্তাই লেকে প্লাবিত উপত্যকা—
উত্তর : ভেঙ্গি ভ্যালি
৩৬। জাফনা দ্বীপ কোথায়?
উত্তর : শ্রীলঙ্কা
৩৭। কনসার্ট ফর বাংলাদেশ-এর প্রধান শিল্পী—
উত্তর : জর্জ হ্যারিসন।
৩৮। পাহাড়ি কন্যা বলা হয় বাংলাদেশের কোন
জেলাকে?
উত্তর : বান্দরবান
৩৯। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের
মহাসচিব কে ছিলেন?
উত্তর : উ থান্ট।
৪০। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় আমেরিকার
প্রেসিডেন্ট ছিলেন—
উত্তর : রিচার্ড নিক্সন
৪১। বাংলাদেশের ফুসফুস বলা হয়—
উত্তর : সুন্দরবনকে
৪২। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতের
প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তর : ইন্দিরা গান্ধী।
৪৩। বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস কবে?
উত্তর : ২১ নভেম্বর।
৪৪। হোক্কাইডো দ্বীপটি কোথায়?
উত্তর : জাপানে
৪৫। সলোমন দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে
অবস্থিত?
উত্তর: প্রশান্ত মহাসাগরে।
৪৬। আবু মুসা দ্বীপ কোন সাগরে?
উত্তর : পারস্য উপসাগরে
৪৭। ভারত মহাসাগরের কোন দ্বীপ আয়তনে
সবচেয়ে বড়?
উত্তর : মাদাগাস্কার
৪৮। ওকিনাওয়া দ্বীপ যে দেশের নিয়ন্ত্রণাধীন
—
উত্তর : জাপান
৪৯। ফকল্যান্ড যুদ্ধ হয় কত সালে?
উত্তর : ১৯৮২ সালে
৫০। আগুনের দ্বীপ হলো—
উত্তর : আইসল্যান্ড
৫১। ‘ম্যাপল পাতার দেশ’ কোন দেশের উপনাম?
উত্তর : কানাডা
৫২। ‘সাত পাহাড়ের দেশ’ বলা হয় কোন
দেশকে?
উত্তর : রোম
৫৩। পৃথিবীর ছাদ হলো—
উত্তর : পামির মালভূমি
৫৪। শিকাগো শহরকে বলা হয়—
উত্তর : বাতাসের শহর
৫৫। কোন শহরকে দক্ষিণের রানি বলা হয়?
উত্তর : সিডনি
৫৬। বাংলাদেশের প্রথম এভারেস্টজয়ী নারী
হলেন—
উত্তর : নিশাত মজুমদার
৫৭। পদ্মা নদীর উৎপত্তিস্থল হলো
উত্তর : গঙ্গোত্রী হিমবাহ
৫৮। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে
উত্তর : ১৯২১ সালে
৫৯। BRICS-এর সদস্যগুলো হলো—
উত্তর : ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ
আফ্রিকা
৬০। বিশ্বসেরা মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী
মারা যান কত সালে?
উত্তর : ২০১৬ সালে
৬১। সর্বাধিক ভাষার দেশ কোনটি?
উত্তর : পাপুয়া নিউগিনি
৬২। ভাটির দেশ নামে পরিচিত
উত্তর : বাংলাদেশ
৬৩। ভূমধ্যসাগরের বাতিঘর বলা হয় কোন
আগ্নেয়গিরিকে?
উত্তর : স্ট্রম্বোলি
৬৪। গুগলের প্রতিষ্ঠাতা—
উত্তর : ল্যারি পেজ ও সার্গেই ব্রিন।
৬৫। মার্ক জাকারবার্গ ও তাঁর ৩ সহপাঠী কতসালে
ফেসবুক প্রতিষ্ঠা করেন?
উত্তর : ২০০৪ সালে
৬৬। টুইটারের যাত্রা শুরু হয়—
উত্তর : ২০০৬ সালে
৬৭। মার্কেটিংয়ের জনক কে?
উত্তর : ফিলিপ কটলার
৬৮। এনাটমির জনক—
উত্তর : আঁদ্রে ভেসালিয়াস
৬৯। ‘রয়টার্স’ কোন দেশের সংবাদ সংস্থা?
উত্তর : যুক্তরাজ্য
৭০। আধুনিক শিক্ষার জনক—
উত্তর : সক্রেটিস
৭১। আধুনিক ল্যাপটপের জনক কে?
উত্তর : বাল মেগারিজ।
৭২। নিষিদ্ধ শহর বলা হয়—
উত্তর : তিব্বতকে
৭৩। মুক্তার দেশ—
উত্তর : কিউবা
৭৪। ইন্টারনেটের জনক কে?
উত্তর : ভিনটন জি কার্ফ।
৭৫। WWW-এর জনক কে?
উত্তর : টিম বার্নাস লি ।
৭৬। ই-মেইলের জনক কে?
উত্তর : রে টমলিনসন।
৭৭। ‘বলিশিরা ভ্যালি’ কোন জেলায় অবস্থিত?
উত্তর : মৌলভীবাজার জেলায়
৭৮। হালদা ভ্যালি কোথায় অবস্থিত?
উত্তর : খাগড়াছড়ি।
৭৯। নাপিতখালী ভ্যালি কোথায় অবস্থিত?
উত্তর : কক্সবাজার
৮০। বাংলাদেশে কোন ভূমিরূপটি দেখা যায় না?
উত্তর : মালভূমি
৮১। হিমালয়ের কন্যা বলা হয় কোন জেলাকে ?
উত্তর : পঞ্চগড়কে
৮২। আধুনিক ফিন্যান্সের জনক কে?
উত্তর : ড. ইউগেন ফামা।
৮৩। বাংলাদেশের আমাজান বলা হয়—
উত্তর : সিলেটের রাতারগুল বনকে
৮৪। কোন গাছকে সূর্যকন্যা বলা হয়?
উত্তর : তুলা গাছকে
৮৫। সৌন্দর্যের লীলাভূমি বলা হয় কোন
জেলাকে?
উত্তর : রাঙামাটিকে
৮৬। প্রাচ্যের ডান্ডি হিসেবে পরিচিত বাংলাদেশের
কোন জেলা?
উত্তর : নারায়ণগঞ্জ
৮৭। বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয়—
উত্তর : চট্টগ্রামকে
৮৮। ৩৬০ আউলিয়ার দেশ বলা হয় বাংলাদেশের
কোন জেলাকে?
উত্তর : সিলেট
৮৯। ১২ আউলিয়ার দেশ বলা হয় কোন জেলাকে?
উত্তর : চট্টগ্রাম
৯০। সার্চ ইঞ্জিনের জনক কে?
উত্তর : অ্যালান এমটাজ।
৯১। ইন্টারনেট জগতের প্রথম ডোমেইন
কোনটি?
উত্তর : ডট কম।
৯২। বাংলাদেশে শীতল পানির ঝরনা অবস্থিত?
উত্তর : কক্সবাজার
৯৩। গরম পানির ঝরনা অবস্থিত কোথায়?
উত্তর : সীতাকুণ্ড
৯৪। বাংলার ভেনিস তথা বাংলার শস্যভাণ্ডার হিসেবে
পরিচিত কোন জেলা?
উত্তর : বরিশাল
৯৫। বাংলাদেশের দ্বীপের রানি বলা হয়—
উত্তর : ভোলা জেলাকে
৯৬। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ
আইন কী?
উত্তর : সংবিধান
৯৭। বাংলাদেশ সংবিধান দুষ্পরিবর্তনীয় কেন?
উত্তর : পরিবর্তন সহজ নয় বলে।
৯৮। বাংলাদেশের সংবিধানে কয়টি ভাগ (অধ্যায়)
আছে?
উত্তর : ১১টি।
৯৯। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কতটি
অনুচ্ছেদ আছে?
উত্তর : ১৫৩টি।
১০০। প্রকৃতির কন্যা বলা হয়—
উত্তর : সিলেটের জাফলংকে
ক. বাংলা (Bengali) : ২৫
১. ভাষারীতি ও বিরাম চিহ্নের ব্যবহার, ২. বাগধারা ও বাগবিধি, ৩. ভুল সংশোধন বা শুদ্ধকরণ, ৪. যথার্থ অনুবাদ, ৫. সন্ধি বিচ্ছেদ, ৬. কারক বিভক্তি, ৭. সমাস ও প্রত্যয়, ৮. সমার্থক ও বিপরীতার্থক শব্দ, ৯. বাক্য সংকোচন, ১০. লিঙ্গ পরিবর্তন।
খ. ইংরেজি (English): ২৫
1. Completing sentences, 2. Translation from Bengali to English, 3. Change of of speech, 4. Right forms of verb, 5. Fill in the blanks with appropriate word, 6. Transformation of sentences, 7. Synonyms and Antonyms, 8. Idioms and phrases.
গ. সাধারণ গণিত (General Mathematics): ২৫
পাটিগণিত: গড়, ল.সা.গু, গ.সা.গু, ঐকিক নিয়ম, শতকরা, সুদকষা, লাভ-ক্ষতি অনুপাত-সমানুপাত।
বীজগণিত: উৎপাদক, বর্গ ও ঘনসম্বলিত সূত্রাবলী ও প্রয়োগ, গসাগু, বাস্তব সমস্যা সমাধানে বীজগাণিতিক সূত্র গঠন ও প্রয়োগ, সূচক ও লগারিদমের সূত্র ও প্রয়োগ।
জ্যামিতিঃ রেখা, কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ, ক্ষেত্রফল ও বৃত্ত সম্পর্কিত সাধারণ ধারনা, নিয়ম ও প্রয়োগ ।
ঘ. সাধারণ জ্ঞান : ২৫
১. বাংলাদেশ সম্পর্কিত বিষয়
২. আন্তর্জাতিক বিষয় ও চলতি ঘটনাবলী
৩. বিজ্ঞান, প্রযুক্তি, পরিবেশ এবং রোগব্যাধি সম্পর্কিত মৌলিক জ্ঞান।
- বিস্তারিত বিষয়াবলী:
বাংলাদেশের ভূপ্রকৃতি, জলবায়ু, পরিবেশ, ইতিহাস, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, সভ্যতা, সংস্কৃতি, বাংলাদেশের অর্থনীতি, সম্পদ (বন, কৃষি, শিল্প, পানি), যোগাযোগ ব্যবস্থা, বাংলাদেশের সমাজজীবন, সমস্যা, জনমিতিক পরিচয়, রাষ্ট্র, নাগরিকতা, সরকার ও রাজনীতি, সরকারি ও বেসরকারি লক্ষ্য, নীতি, পরিকল্পনা (অর্থনৈতিক, সামাজিক, স্বাস্থ্য ও শিক্ষা), কর্মসূচি, আন্তর্জাতিক সম্পর্ক, মানব সম্পদ উন্নয়ন, বিশ্ব ভৌগলিক পরিচিতি, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ, নবায়ন যোগ্য শক্তি, জাতিসংঘ, আঞ্চলিক ও অর্থনৈতিক সংগঠন, পুরস্কার ও সম্মাননা, আন্তর্জাতিক মূদ্রা সংক্রান্ত, আন্তর্জাতিক রাজনীতি ও আনুষঙ্গিক বিষয়াবলী, স্বাস্থ্য, চিকিৎসা, তথ্য, যোগযোগ ও প্রযুক্তি, প্রাত্যহিক জীবনে বিজ্ঞান (পদার্থ, রসায়ন ও জীব বিজ্ঞান সংশ্লিষ্ট) সাধারণ রোগ ব্যাধি ও পরিবেশ বিজ্ঞান সংশ্লিষ্ট ।