Facebook Bio Bangla
Trending

ভালোবাসার স্ট্যাটাস – ক্যাপশন, কবিতা ও ছন্দ।

ভালোবাসার ক্যাপশন বাংলা

5/5 - (1 vote)

ভালোবাসার স্ট্যাটাস

প্রিয় বন্ধুরা সেরা ভালোবাসার স্ট্যাটাস ভালোবাসা হলো মানুষের জীবনের সবচেয়ে দামি ভালোবাসা। কথায় আছে ভালোবাসা ছাড়া সবাই অচল তাই প্রতেকের জীবনে ভালোবাসা আসে। ভালোবাসার ক্যাপশন বাংলা – যার যার কাছে তার ভালোবাসা এক এক রকম দামী। তাই ভালোবাসা আপনার প্রিয়জনের প্রতি, স্বামী-স্ত্রীর প্রতি, মায়ের প্রতি, পরিবারের প্রতি কিংবা কোন বস্তু/ প্রানীর প্রতি। অতএব প্রয় মানুষের কাছে ভালোবাসা প্রকাশ করা কঠিন হয়। তার জন্য বিভিন্ন স্ট্যাটাস, ক্যাপশন, এসএমএসের মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করা সহজ করা হয়েছে। ভালোবাসার স্ট্যাটাস এই জন্য আপনাদের সেরা ভালোবাসার স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, কবিতা ও ছন্দগুলোর আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি।

ভালোবাসার ক্যাপশন বাংলা

“প্রকৃত প্রেমিক হলেই ভালোবাসা পাওয়া যাবে না,,,

ভালোবাসা পেতে চাইলে,,, হতে হবে প্রকৃত অভিনেতাও।”

“অতিরিক্ত ভালোবাসা বেশিদিন স্থায়ী হয়না।

কারণ তাঁতে প্রত্যাশা বেশি থাকে, তাই অবহেলা সহ্য হয়না।”

  • “ফুলে ফুলে সাজিয়ে রেখেছি এই মন,,,
  • তুমি আসলে দুজন মিলে সাজাবো জীবন।
  • চোখ ভরা স্বপ্ন আর বুক ভরা আশা,,,
  • তুমি বন্ধু আসলে দেবো আমার সব ভালোবাসা।”

ভালোবাসার ক্যাপশন বাংলা

′⌒💜”!!🦋✰დকারো༎ ভালোবাসার মায়ায় ༎পড়ে গেলে সে মায়া কাটিয়ে বের হওয়াটা খুবই༎ কঠিন।༎︵།།ღ💜🍓,,

__🌺༅༎প্রিয়༅༎🌺আমি তোমাকে চাই, আর তুমি ༎অন্য কাউকে চাও, আসলেই ༎চাওয়া পাওয়ার ইচ্ছে গুলো এমনি হয়।🌼💖ﮩ٨ـﮩﮩ٨ـ♡ﮩ٨ـﮩﮩ٨ـ•🥺🍒

_ღ✿❃.•°࿐মানুষ সবচেয়ে বেশি বেহায়া তার কাছেই হয়, যাকে সে নিজে থেকেও বেশি ভালোবাসে।||-🐰🤍🖇️🌻

__۵ღ༎🌸যার༎ সাথে༎ বেশি রাগ করে ༎থাকতে ༎পারবেন না, তার সাথেই বেশি ༎রাগারাগি ༎বা ঝগড়া হয়।❥━──➸➽❥❥━──➸➽

🍂❥»⑅⃝✺🍂প্রিয়༎ তোমার কোলে ༎মাথা রেখে༎ আকাশ ༎দেখার খুব ইচ্ছা।┇┇┇┇♥️
┇┇┇💚
┇┇💙
┇💛
❤️

┏╮/╱💗
╰ 🔘𝐋𝐎𝐕𝐄 🦋
╱/ ╰┛একবার༎ কারো ༎প্রতি মন আটকে༎ গেলে༎, আর༎ অন্য ༎কারো সৌন্দর্য ༎মনে ধরে ༎না।︵♡︎💚🌺

༊═══༆🌺তোমাকে ༎পাওয়ার পর আর কারো ༎কথা ভাবিনি। ༎তোমাকে ভালবেসে༎ আর কারো প্রতি অনুভূতি জাগেনি༎।-!!-🍒🐰🌈

︵♡︎💚🌺 তুমি༎ আমার ༎প্রয়োজন নও, তুমি আমার ༎অভ্যাস। যে অভ্যাস༎ অপরিবর্তনীয়।__💚🌻༅🌺

⎯͢⎯⃝🩵🌻সুখ কাকে༎ বলে জানিনা, আমি তোমার ༎মুখের সেই মায়াবী হাসিটা ༎দেখলেই খুশিতে༎ আত্মহারা হয়ে যাই।__۵ღ༎🌸

┌───🥀♣🥀───┐
🌻༆ 𝄞⋆⃝প্রিয় ⋆⃝𝄞༆🌻
└───🥀♣🥀───┘তুমি মিশে༎ আছো ༎আমার ༎অস্তিত্বে༎, গেঁথে༎ আছো ༎আমার༎ মনে,༎মগজে।༎彡❤️‍🩹🌺

❥☘◉○❥প্রেমে না ༎পড়লে বুঝা ༎যায় না, বুকের ༎ভিতরে কত༎ রকমের অনুভূতি ༎লুকিয়ে থাকে।-!!-🍒🐰🌈

▬▬🦋༄᭄࿐🌿আমি༎ তোমাকে ভেঙ্গে༎ চুরে ভালোবাসবো༎ স্বৈরাচারী প্রেমিকের ༎মতোই। শুধু এক ༎চেটিয়ে ভালোবেসে༎ যাবো।ლ🦋ლ──🐰💚🌺

───༆🌺●───༆༊🦋 তুমি ༎আমার কাছে একমাত্র এবং শুধু একটাই অপশন।༎ আমি তোমার༎ কোন༎ ব্যতিক্রম চাই না,༎ আর না চাই ভিন্নতা।༎||-🐰🤍🖇️🌻

●───༆༄࿐🍁🌺🦋༄࿐ღ༎আমার তোমাকে চাই ,༎ তুমি ছাড়া আমার ༎এই পৃথিবী শূন্য༎। আমার শুধু তোমাকেই লাগবে༎।💗

আরও: বেস্ট ক্যাপশন বাংলা – বেস্ট ক্যাপশন বাংলা Copy Paste

রোমান্টিক কিছু ভালোবাসার ছন্দ

“আমি তোমায় বলতে চাই, তুমি ছাড়া আমার প্রিয় কেউ নাই ।
ভালবাসি শুধু তোমায় আমি, জনম জনম শুধু ভালবাসতে চাই।।”

“বন্ধুকে ভালোবাসার জায়গায় বসানো যায়, কিন্তু ভালোবাসার মানুষকে কখনো
শুধু বন্ধু হিসেবে মেনে নেওয়া যায় না।।”

“ফুলের প্রয়োজন সূর্যের আলো, ভোরের প্রয়োজন শিশির।
আর আমার প্রয়োজন তুমি, আমি তোমাকে ভালোবাসি।।”

“যদি ভালোবাসো মোরে, তবে হাত দুখানা ধরে নিয়ে চলো অনেক দূরে।
যেখানে তোমার আমার কথা হবে মুখে মুখে নয়, কেবলই মনে মনে।।”

“রাত যেভাবেই আসুক, নীরবতা থাকবেই,,চাঁদ যেভাবেই থাকুক, জোসনা ছড়াবেই।
সূর্য যতই মেঘের আড়ালে থাকুক,, আলো পৃথিবীতে আসবেই।
আর নিজেকে যতই লুকিয়ে রাখো না কেন,, ভালোবাসা তোমাকে কাছে আনবেই।। “

“দূর নীলিমায় রয়েছে তোমার পাশে,, খুঁজে দেখো আমায় পাবে হৃদয়ের কাছে।
বলবো না কোন গল্, গাইবো শুধু গান,, যে খুঁজে পাবো ভালোবাসার টান।।”

ভালোবাসার স্ট্যাটাস - ক্যাপশন, কবিতা ও ছন্দ।
ভালোবাসার স্ট্যাটাস – ক্যাপশন, কবিতা ও ছন্দ।

ভালোবাসার ছন্দ

“যদি বলো তোমায় মনে পড়ে কতবার?

বলবো আমি, আমার চোখের পাপড়ি নড়ে যতবার!

যদি বলো তোমায় ভালবাসি কত?

আমি বলবো, ওই আকাশে তাাঁরা আছে যত!”

“বসন্তের মনোহর গোধূলি বেলাতে,,,

গাছে গাছে কি যে শোভা ফুলের মেলাতে।

বয়ে যায় এ লগন, এসো মোর প্রিয়া,,,

তোমায় কাছে পেয়ে জুড়াক আমার হিয়া।”

ভালোবাসার রোমান্টিক স্ট্যাটাস

“যেতে যেতে পথে হবে প্রেম, শুধু দুটি মনে। অনুভবে কথা হবে ভালোবাসারই এই মিলনে। মেঘেরই পালকিতে উড়ে উড়ে, পাখিরা যায় বহু দূরে। আকাশটা থাকে পেছনে, স্বপ্নের নীল ভুবনে!! হারাবো আজ শুধু ভালোবেসে দুজনে।”

“মানুষের জীবনে প্রথম ভালোবাসা খুব গভীর হয়! এজন্য দ্বিতীয়বার প্রেমের অনুভুতিটা চট করে আসে না, কিন্তু যখন আসে, সেটা হয় প্রথম বারের চেয়েও আরো গভীরতর…!!!”

“কি করে বলবো মুখে, তোমায় ভালোবাসি। বুঝে কি পারো না নিতে, দেখে মুখের হাঁসি…”

“দেখা হলো যেদিন প্রথম তোমায় আমায়, সেই দিনেতেই আমার হৃদয় করলে তুমি জয়। তোমায় দেখে হাসি মুখে ফিরে এলাম ঘরে। সারারাত ঘুম হলো না, মরি ছটফট করে…”

“প্রেমে আছে কত মজা বলো দেখি তুমি। কেউ কোথাও নেই আজ, শুধু তুমি আমি…”

“কি করে বোঝাবো তোমায় আমি ভালোবাসি। দেখে আমার বোঝো না কি, মিষ্টি মধুর হাসি।”

“রব আমি তব বাহুডোরে বাঁধা, রাখিবে তোমার হৃদয়ে। প্রেমের বাঁধনে আমরা দুজনে ভেসে যাবো স্বপ্নালয়ে।”

“রাগলে তোমার মুখখানা, হয়ে যায় সিঁদুর রাঙা। কিসে তোমার রাগ কমে, নেই গো আমার জানা।”

“কথা দিয়ে কথা রাখো না, এটাই তোমার স্বভাব। আসলে তোমার মধ্যে সত্যি প্রেমের অভাব।”

“প্রেমের জ্বালা বোরো জ্বালা, জ্বলে হৃদয়ে আগুন। মেটে না তো সে জ্বালা, আসুক যত ফাগুন…”

“রাগ করোনা রাধিকা, তোমায় বড়ো ভালোবাসি। তাইতো কত দূরে থেকে তোমার কাছে আসি।”

“আজ এই সময় আমার থাকবে মনে, তোমার আমার মিলন হলো এই শুভ দিনে।”

“চাইলেই কি মনের মতো মনকে সবাই পায়… জীবনেতে অনেক কিছুই শূন্য রয়ে যায়….”

“সব কিছুই তো বোঝো তুমি, তবুও কেনো অবুঝ হয়ে থাকো।

তোমায় ছাড়া আমি যে আর থাকতে পারি নাকো।”

“রূপ কথার রানী তুমি, দুই নয়নের আলো,,,

সারা জীবন তোমায় আমি, বেসে যাবো ভালো।

তুমি আমার রাত জাগা সুন্দর একটি পাখি,,,

তোমায় ছারা প্রিয়, আমি কেমন করে থাকি!!!”

“আমার জীবনে কেউ নেই তুমি ছাড়া•••

আমার জীবনে কোন সপ্ন নেই তুমি ছাড়া•••

আমার দুচোখ কিছুই দেখেনা তুমি ছাড়া,,,

আমার মন কিছু ভাবতে পারেনা তুমি ছাড়া•••

আমি কিছু লিখতে পারিনা তুমি ছাড়া•••

আমি কিছু বুঝতে চাইনা তুমি ছাড়া।”

ভালোবাসার স্ট্যাটাস - ক্যাপশন, কবিতা ও ছন্দ।
ভালোবাসার স্ট্যাটাস – ক্যাপশন, কবিতা ও ছন্দ।

ভালোবাসার কবিতা

“প্রেমহীন ভালবাসা সুখের আশ্বাসে>>

দীর্ঘ সংগমে রাত্রি জাগরণ শেষে>>

ক্লান্ত আঁখি খুঁজে ফেরে আবারও সুখের প্রদীপ••

হৃদয়ে প্রেম নেই শুধুই ভালবাসা,

ক্ষণিকের জ্বালা-দ্বীপ!!!”

“চুমিনি হীরক, কিংবা হেমলক, ছোট্ট বিষের বড়ি,

তবুও, কিসের ব্যথায় নিত্য ছটফট করি।

বাধিনি তারে সোনার শিকলে, কিংবা রশি দিয়ে,

গলায় দেইনি ৭ নরির হার, নূপুর দেইনি পায়ে।

নৌকার মত লাগিয়ে গুন টানিনি কভু তারে,

তবুও কি এমন বাধন? দুজন, কাছে আসি বারে বারে।”

“বৃষ্টি তোমার, বৃষ্টি আমার

বৃষ্টি ভালবাসার,

বৃষ্টি স্বপন, বৃষ্টি কাঁপন

বৃষ্টি হৃদয় ছোঁয়ার।।

বৃষ্টি তোমার ভীষণ প্রিয়

আমার চেয়ে বেশি।

বৃষ্টি ঝড়–ক হৃদয় জুড়ে

আমিও ভালবাসি।।”

“হোক নিভু নিভু ছোট্ট প্রেমের প্রদীপ

হোক না কয়েক পলক হোক কিছু সময়

তবুও প্রেম থাকুক বেঁচে

লোম ক‚পে ছুঁয়ে যাওয়া ছোট্ট প্রহর

এতটুকুই চাই, শুধু সুখকে যেচে।”

“রাত যেন এমনই তবে, নির্জন অতনু প্রসাদ

রমণের করে সমর্পিত বিনোদিনীর অবসাদ

শিয়রে সি-থানে, অনায়াসে ছুতে পারা চাঁদ

বিনোদিনীর কপোলে উদাসী অবসাদ।

নিতম্বে আঁকা রুপোর রংধনু, স্মরণে মরণ ফাঁদ

হৃদয়ে জেগে উঠা জোৎন্সা কুমারীর, জীবনভর শত অপরাধ।”

ভালোবাসার জন্য যার পতন হয় সে বিধাতার কাছে আকাশের তারার মত উজ্জ্বল- জনসন।

প্রেম হল সিগারেটের মতো, যার আরম্ভ হল অগ্নি দিয়ে, আর শেষ পরিণতি ছাই দিয়ে-জর্জ বার্নার্ড শ।

ধোয়া, টাকা আর প্রেম কিছুতেই চেপে রাখা যায় না ঠিক ফুটে বেরুবেই-শংকর।

ভালোবাসা পাওয়ার চাইতে ভালোবাসা দেওয়াতেই বেশি আনন্দ- জর্জ চ্যাপম্যান।

প্রেম হচ্ছে স্বার্থ সিদ্ধির চরম অভিব্যক্তি- হল.রুক.জ্যাকসন।

প্রেম নারীর লজ্জাশীলতাকে গ্রাস করে, পুরুষের বাড়ায়-জ্যা পল বিশার।

যে ভালোবাসা পেলো না, যে কাউকে ভালোবাসতে পারলো না সংসারে তার মতো হতভাগা কেউ নেই- কীটস্।

ভালোবাসা হচ্ছে একধরনের মায়া যেখানে পুরুষ এক নারীকে অন্য নারী থেকে আলাদা করে দেখে আর নারী এক পুরুষকে অন্য পুরুষ থেকে আলাদা করে দেখে- লুইস ম্যাকেন।

“কমল শোভিত কুঞ্চিত কেশ রাশি, পায়ের রুপোর মল

সুবাসিতার অতলে ডোবার সাধে, হৃদয় ছলছল।

বুকের ভেতর জমিয়া থাকা, কষ্টের যত ঢালি

উথলিয়া উঠে ব্যাকুল প্রাণ, সপিঁতে পরান খানি

মূর্ছিত রমণের প্রাণ, শ্র“তিয়া নূপুরের সিঞ্জনে

রুপোর বিছায় লাগিয়ে ফাঁস মরিবার সাধ জাগে।।”

“যতবার ছুঁয়েছি তোমার সিক্ত উষ্ণ অধর

তুমি হেসেছ আপন মনে।

আধো অবনত হয়েছ লজ্জায় কিংবা

আরো প্রাপ্তির নীরব প্রত্যাশায়।

আর আমার সৃষ্টি হয়েছে একটি গল্প।

এমন অনেক গল্প আমার আছে

কতক পড়েছি যখন ছিলে তুমি নারী

আর কিছু রয়েছে বাকি

যতবার হয়েছ রমণী।”

ভালোবাসার স্ট্যাটাস - ক্যাপশন, কবিতা ও ছন্দ।
ভালোবাসার স্ট্যাটাস – ক্যাপশন, কবিতা ও ছন্দ।

ভালোবাসার ছন্দ কষ্টের

“যে কষ্ট আকাশে মেঘ হয়ে ভাসে,

সেই কষ্ট আমার হৃদয়ে বৃষ্টি হয়ে আসে।”

“যখন তোমাকে খুব মিস করি

তখন ঐ আকাশের দিকে

তাকিয়ে থাকি।

জানি সেখানে তোমাকে দেখব না।

কিন্ত এই ভেবে শান্তনা পাই যে,

দুজনে এক আকাশের নিচেই তো আছি।”

“মানুষের তিলে তিলে গড়ে

তোলা স্বপ্নগুলো যদি এক

নিমিষেই নষ্ট হয়ে যায়

সেটার কষ্টটা বহুগুন

আঘাত করে।”

“যারা ভালবাসা নিয়ে খেলা করে

তারাই ভালবাসা পায়,,

আর যারা মন থেকে ভালবাসে

তারা ভালবাসা পায়না।”

“দুঃখ আছে আমার এই মনে,,,

বলবো আমি কার সনে।

দুঃখ শোনার মতো মানুষ নাই,,,

তাই নিজের মনের কষ্ট নিজেই পাই।

আমার মনের মানুষের দেখা,,,

বলবো আমার মনের সব কথা!!!”

“শুনেছি মানুষ ভালোবেসে যতটা না সুখী হয়,

তার চেয়ে বেশি কষ্ট পায়। ‌

যতটা না প্রিয়জনকে কাছে পায়,

তার চেয়ে বেশি নিজেকে হারায়।”

ভালোবাসা নিয়ে উক্তি

“তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়,,,

সে কি মোর অপরাধ?

চাঁদেরে হেরিয়া কাঁদে চকোরিনী,,,

বলে না তো কিছু চাঁদ।”

(কাজী নজরুল ইসলাম)

“তোমারে যে চাহিয়াছে ভুলে একদিন,

সে জানে তোমারে ভোলা কঠিন।”

ভালোবাসার রোমান্টিক স্ট্যাটাস

“যুদ্ধে বিজয়ী হলেই বিপ্লবী হওয়া যায় না৷

প্রকৃত বিপ্লবী তো সে-ই,,,

যে তার স্ত্রীর মনের একমাত্র বীরপুরুষ।”

“অনেক কথা বলার ছিল আজকের এ রাতে!!!

এমনি করে চিরটা কাল থাকবে আমার সাথে।”

“বিবাহ বন্ধনে থাকা প্রেমগুলো হলো দুটি আত্মার একটি একক চিন্তা,,,

এক্ষেত্রে দুটি হৃদয় একই ধারায় স্পন্দিত হয়।”

“কতক্ষন ওগো এমনভাবে খেলবে তুমি লুকোচুরি। এসো না হায় পাশে আমার,,, সয়না যে আর দেরি।”

“স্বামী ও স্ত্রী দুজনের সমান অংশীদারিত্ব ছাড়া একটি বৈবাহিক সম্পর্ক ভালোবাসাময় ভাবে টিকে থাকতে পারে না।”

“একজন দায়িত্ববান স্বামী তাঁর স্ত্রীর অহংকার,,,

আর চরিত্রবান স্ত্রী একজন স্বামীর অহংকার।”

মায়ের ভালোবাসার স্ট্যাটাস

“পৃথিবীতে সবাই তোমাকে ভালোবাসতে পারে,,,

তবে সেই ভালোবাসার মাঝে কোনো না কোনো প্রয়োজন লুকিয়ে থাকে।

কিন্তু একজন মানুষ কোনো প্রয়োজন ছাড়াই তোমাকে ভালোবাসবে,, তিনি হলেন মা।”

“মা কখনো হয়না পর যতই আসুক তুফান ঝড়!!!

অন্যের ভালোবাসা হতে পারে ছলনা,,,

কিন্তু মা এর ভালোবাসা•• পৃথিবীর

কোন কিছুর সাথে হয়না তুলনা।”

“মা মানে বেঁচে থাকার দ্বিতীয় অক্সিজেন।”

“দুনিয়ার সব কিছুই বদলাতে পারে,,,

কিন্তু সন্তানের জন্য মায়ের ভালবাসা বদলায় না!!”

“মা মমতার মহল,,,

মা পিপাসার জল,,,

মা ভালবাসার সিন্ধু,,,

মা উত্তম বন্ধু,,,

মা ব্যাথার ঔষুধ,,,

মা কষ্টের মাঝে সুখ,,,

মা চাঁদের ঝিলিক,,,

মা জান্নাতের পথিকৃৎ।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button