Facebook Bio Bangla
Trending

বাংলা রোমান্টিক ক্যাপশন ফেসবুকের জন্য

ভালো রোমান্টিক ক্যাপশন - Best Romantic Caption Bangla

4/5 - (1 vote)

বাংলা রোমান্টিক ক্যাপশন ফেসবুকের জন্য

প্রিয় ভালোবাসার মানুষ আপনাদরে বাংলা রোমান্টিক ক্যাপশন ফেসবুকের জন্য স্ট্যাটাস নিয়ে আসছি। অনেকে আছেন আপনার প্রিয় মানুষকে ভালোবাসার রোমান্টিক বার্তা পাঠান তাই আপনার ভালোবাসার বার্তা গুলো নিয়ে ভালো রোমান্টিক ক্যাপশন – Best Romantic Caption Bangla গুলো নিচে তুলে ধরা হয়েছে।

“মন জুড়ে আছ তুমি,, সারা জীবন থেকো
আমায় তুমি আগলে রেখে বুকের মাঝে রেখো,,
তোমায় ছেড়ে যাবো না তো আমি অনেক দূরে
ঝড় তুফান যতই আসুক আমার জীবন জুড়ে।।”

  • “জীবনে এমন মানুষ খুঁজে পাওয়া ভার
    যে হবে শুধুই আমার
    আমার সুখ দুঃখে যে রবে পাশে
    এমন মানুষকেই ভালোবাসার এমন খোঁজে।।”

🏵️🥀 চাইলেই কি ধরে রাখা যায় !!🥀🌻
☘️🥀 যদি সে থাকতে না চায় 🥀💮
🌻🥀 কবি বলেছেন 🥀🌺
🏵️🥀 বেঁধে রেখে লাভ নাই🥀🌺
🌼🥀 উড়তে দিয়ে দেখো 🥀🌻
🍀🥀 দিন শেষে যদি ফিরে আসে 🥀🌸
🏵️🥀 তাহলে আগলে রাখো 🥀🌺

 

●︵🦋💜👑
🌼☁️𝗧𝗿𝘂𝘀𝘁 𝗺𝙚🤍✨
_ღ༎- অভিমান ভাঙাতে একমাত্র সেই জানে
থেকে যাওয়ার জন্য আসে যে ছেড়ে যাওয়ার জন্য নয়”!!<𝟑☺️❤️‍🩹🌼✨🔐
●●︵🦋💜👑

“ভালোবাসার মানুষটির চোখের দিকে তাকালে
পুরো পৃথিবী দেখা যায়,,
সেই ভালোবাসা চলে গেলে
গোটা পৃথিবী আঁধারে ঢেকে যায়।।

  • “নদীর কষ্ট হয়, পানি শুকিয়ে গেলে,,কাছের কষ্ট হয়, পাতা ঝরে গেলে।
    রাতের কষ্ট হয়, চাঁদ ডুবে গেলে
    আমার কষ্ট হয় বন্ধু তুমি ভুলে গেলে।।”

“একজন প্রেমিকের কাছে চাঁদ হল তার প্রেমিকার মুখ,,
আর জোৎস্না হল প্রেমিকার দীর্ঘশ্বাস।।”

  • “একটা কথা বলি তোমায়
    শোনো কানে কানে,, সারা প্রহর সারাক্ষণ
    থাকো আমার প্রাণে।
    ভালোবাসা কেন এমন হয়
    মন পড়ে রয় তোমার আশায়,,শুধু স্বপ্ন সাজাই চোখের পাতায়।।”

“তোমার চোখের আড়াল হলে
তুমি মন ভেঙ্গো না,,মনের আড়াল হলে
কারো প্রেমে পড়ো না,,
একটুখানি দুঃখ পেলে ভুল বুঝনা।।”

  • “চোখেতে কথা মুখেতে হাসি,,মন বলে শুধু ভালবাসি।
    সময় পেরিয়ে গেলে আসেনা আর ফিরে, ইতিহাস তবু চুপি চুপি এসে দাঁড়ায় ধীরে।।”
বাংলা রোমান্টিক ক্যাপশন ফেসবুকের জন্য
বাংলা রোমান্টিক ক্যাপশন ফেসবুকের জন্য

রোমান্টিক কিছু ভালোবাসার ছন্দ

“প্রিয়জন যদি থাকে পাশে, মনে হয় সব সুখ আমারই কাছে।
ভালোবাসা বুঝি তখনই সত্যি হয়, যখন ভালোবাসার মানুষটি মনের মত হয়।।”

  • “আমি তোমায় বলতে চাই, তুমি ছাড়া আমার প্রিয় কেউ নাই ।
    ভালবাসি শুধু তোমায় আমি, জনম জনম শুধু ভালবাসতে চাই।।”

“বন্ধুকে ভালোবাসার জায়গায় বসানো যায়, কিন্তু ভালোবাসার মানুষকে কখনো
শুধু বন্ধু হিসেবে মেনে নেওয়া যায় না।।”

  • “ফুলের প্রয়োজন সূর্যের আলো, ভোরের প্রয়োজন শিশির।
    আর আমার প্রয়োজন তুমি, আমি তোমাকে ভালোবাসি।।”

“যদি ভালোবাসো মোরে, তবে হাত দুখানা ধরে নিয়ে চলো অনেক দূরে।
যেখানে তোমার আমার কথা হবে মুখে মুখে নয়, কেবলই মনে মনে।।”

  • “রাত যেভাবেই আসুক, নীরবতা থাকবেই,,চাঁদ যেভাবেই থাকুক, জোসনা ছড়াবেই।
    সূর্য যতই মেঘের আড়ালে থাকুক,, আলো পৃথিবীতে আসবেই।
    আর নিজেকে যতই লুকিয়ে রাখো না কেন,, ভালোবাসা তোমাকে কাছে আনবেই।। “

“দূর নীলিমায় রয়েছে তোমার পাশে,, খুঁজে দেখো আমায় পাবে হৃদয়ের কাছে।
বলবো না কোন গল্, গাইবো শুধু গান,, যে খুঁজে পাবো ভালোবাসার টান।।”

  • “ফোন করতে পারি না নাম্বার নেই বলে, খবর নিতে পারি না সময় নেই বলে।
    দাওয়াত দিতে পারি না বেশি খাও বলে, শুধু স্ট্যাটাস দেই মনে পরে বলে।।”

🍒𝐓𝐢𝐦𝐞 𝐂𝐡𝐚𝐧𝐠𝐞 𝐁𝐮𝐭 𝐒𝐨𝐦𝐞 💚
❛❛ 𝐅𝐞𝐞𝐥𝐢𝐧𝐠𝐬 𝐍𝐞𝐯𝐞𝐫 𝐂𝐡𝐚𝐧𝐠𝐞 🦋-!)
😊সময় বদলায় কিন্তু আমাদের কিছু অনুভূতি যা কখনো বদলায় না!’.’>!✨🌸💙…

  • আমি তোমায় তেমন করে চাই যেমন করে বেকার চাই চাকরী!
  • তুমি যেমনই হও আমার কাছে তুমি’ই সেরা!
  • যে নারী আটকায়, এমনি আটকায়
  • শুধু শক্ত করে হাতটা ধরতে জানার সাহস লাগে!
  • তোমার মন দুয়ারে তাকায় বারে বারে…
  • দেখি স্বপ্নেরা ফিরে ফিরে আসে!

আরও দেখুন: বাংলা শর্ট ক্যাপশন – Bangla Short Caption

 

  • নীল আকাশে তারার মেলা,
  • মধ্যরাতে চাঁদের খেলা।
  • মিষ্টি সকাল শিশির ভেজা,
  • শুধু দেখো আমার প্রেমে কতই মজা!

 

ঐ তারা ভরা নীল আকাশে যখন আসবে তোমার আভাস,,,,

ফুলের সৌরভে ভরে যাবে আকাশ, পদতলে নরম ঘাস!

বাংলা রোমান্টিক শর্ট ক্যাপশন

“রাগ ভাঙাতে শিখতে হয়।।”
“চোখেতে কাজ, মুখেতে হাসি,, মন বলে শুধু তোমায় ভালোবাসি।
“প্রিয়,, তোমার মত নয় তোমাকেই চাই।।”
“ভালোবাসা সঠিক হলে অনলাইনের ভালবাসাও পূর্ণতা পায়।।”
“ভয় নেই প্রিয় আমার গল্পে কোনদিন তুমি অপ্রিয় হবে ন।।”

ভালোবাসি কথাটি শোনার থেকে বেশী আনন্দ হয়

যখন দেখি মানুষটার ব্যবহারে ভালোবাসা প্রকাশ পাই,,,,

 

  • তুমি কি দুঃখী মেয়ে? দেখতে পাচ্ছ
  • মোচড় দিয়ে ভাঙা আমার ডানা,,,
  • উড়ার তবু চেষ্টা করছি, আসবে তুমি? আসতে পারবে?
  • আমার সাথে উড়া কিন্তু মানা,,,,

 

তুমি শীতের রাতে মতোই শব্দহীন,,,

আমার ভালোবাসা তোমাদের বাগান বাড়ি জানে,,,

 

আজ আমি সারাদিন দেখতে চাই তোমাকে,,,

আমার চোখের খুদা যে মিটে না,,,,

 

আমার চোখে দেখুক লোকে,,,

কতখানি প্রিয় আমার তুমি,,,

 

আপনি দূরত্ব চাইলেন,,

আর আমি দূর হতে আপনাকে চাইলাম!!

 

বিয়ে হবে পারিবারিক ভাবেই,,,,

কিন্তু পরিচয়টা থাকবে আগে থেকেই,,,,

 

অজুহাত খোঁজো কাছে থাকার

দূরে যাওয়ার নয়!!

 

  • মানুষ প্রয়োজনে প্রিয়জন
  • প্রয়োজন শেষে তাড়ানোর আয়োজন!!

 

  • রেখে দাওনা আমাকে,,,
  • শুধু তোমার করে,
  • আমি থাকতে চাই তোমার,,,
  • পুরো শহরটা জুরে!!

Tag:বাংলা শর্ট ক্যাপশন, রোমান্টিক স্ট্যাটাস ক্যাপশন, দুই লাইনের রোমান্টিক স্ট্যাটাস, রোমান্টিক ক্যাপশন স্মার্ট, রোমান্টিক ক্যাপশন ২০২৪, রোমান্টিক প্রোফাইল ক্যাপশন, রোমান্টিক শর্ট ক্যাপশন, Love caption bangla for fb

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button