ইসলামিক | Islamic

তারাবির নামাজের মোনাজাত বাংলা অর্থসহ

5/5 - (1 vote)

তারাবির নামাজের মোনাজাত বাংলা অর্থসহ

তারাবির নামাজের আভিধানিক অর্থই হচ্ছে বিশ্রাম নেয়া, তারাবির প্রতি চার রাকাত পর পর কিছুক্ষণ বিশ্রাম নিতে হয়। তারাবির নামাজের মোনাজাত বাংলা অর্থসহ দেওয়া হলো।

তারাবির নামাজের নিয়ম আরবিতে

نَوَيْتُ اَنْ اُصَلِّىَ للهِ تَعَالَى رَكْعَتَى صَلَوةِ التَّرَاوِيْحِ سُنَّةُ رَسُوْلِ اللهِ تَعَالَى مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِيْفَةِ اللهُ اَكْبَرْ

উচ্চারণ: নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তায়ালা, রাকাআতাই সালাতিত তারাবি সুন্নাতু রাসূলিল্লাহি তায়ালা, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারিফাতি, আল্লাহু আকবার।

অর্থ : আমি কেবলামুখী হয়ে দুই রাকাত তারাবি সুন্নত নামাজের নিয়ত করছি; আল্লাহু আকবার।

নিয়ত আরবিতেই করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। বাংলাতেও করা যাবে।

আরও পড়ুন: রোজার নিয়ত বাংলা অর্থ সহ এখানে দেওয়া হলো।

তারাবি নামাজের দোয়া

سُبْحانَ ذِي الْمُلْكِ وَالْمَلَكُوتِ سُبْحانَ ذِي الْعِزَّةِ وَالْعَظْمَةِ وَالْهَيْبَةِ وَالْقُدْرَةِ وَالْكِبْرِيَاءِ وَالْجَبَرُوْتِ سُبْحَانَ الْمَلِكِ الْحَيِّ الَّذِيْ لَا يَنَامُ وَلَا يَمُوْتُ اَبَدًا اَبَدَ سُبُّوْحٌ قُدُّوْسٌ رَبُّنا وَرَبُّ المْلائِكَةِ وَالرُّوْحِ

উচ্চারণ : ‘সুবহানা জিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানা জিল ইয্যাতি ওয়াল আঝমাতি ওয়াল হায়বাতি ওয়াল কুদরাতি ওয়াল কিব্রিয়ায়ি ওয়াল ঝাবারুতি। সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাজি লা ইয়ানামু ওয়া লা ইয়ামুত আবাদান আবাদ; সুব্বুহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালায়িকাতি ওয়ার রূহ।’

আমরা সকলেই জানি যে ৪ রাকাত তারাবি আদায় করে বিশ্রাম বা বিরতি দেওয়া হয় অল্প সময়ের জন্য। বিরতির পর ব্যাপক প্রচলিত একটি দোয়া রয়েছে, যা দেশের প্রায় সকল মসজিদে পড়া হয়।

তারাবির নামাজের মোনাজাত বাংলা অর্থ সহঃ

اَللَهُمَّ اِنَّا نَسْئَالُكَ – الْجَنَّةَ وَ نَعُوْذُبِكَ مِنَ النَّارِ يَا خَالِقَ الْجَنَّةَ وَالنَّارِ– بِرَحْمَتِكَ يَاعَزِيْزُ يَا غَفَّارُ يَا كَرِيْمُ يَا سَتَّارُ يَا رَحِيْمُ يَاجَبَّا-رُ يَاخَالِقُ يَابَارُّ – اَللَّهُمَّ اَجِرْنَا مِنَ النَّارِ يَا مُجِيْرُ يَا مُجِيْرُ يَا مُجِيْرُ- بِرَحْمَتِكَ يَا اَرْحَمَ – الرَّحِمِيْنَ

দোয়াটির বাংলা উচ্চারণঃ আল্লাহুম্মা ইন্না নাস – আলুকাল জান্নাতা-ওয়া নাউ জুবিকা মিনান-নার। ইয়া খলিক্বাল জান্নাতি ওয়ান-নার। বিরাহ – মাতিকা ইয়া আঝিঝুইয়া গফফা- ইয়া কারিমু ইয়া সাত্তার, ইয়া রহিমু ইয়া জাব্বার, ইয়া খালিকু ইয়া – বার্রু। আল্লাহুম্মা আঝিরনা মিনান-নার। ইয়া মুঝিরু, ইয়া মুঝিরু, ইয়া – মুঝির। বিরহমাতিকা ইয়া আরহামার রহিমিন।

তারাবির নামাজের মোনাজাত বাংলা অর্থঃ আমি পবিত্রতা ঘোষণা করছি তাঁর, যিনি ইহ জগৎ ও পর জগতের মালিক। সেই আল্লাহর মহিমা বর্ণনা করছি যিনি মহিমাময়, শক্তিময়, গৌরবময় এবং বৃহত্তর। আমি সেই প্রতিপালকের গুণগাণ করছি, যিনি চিরঞ্জীব, যিনি কখনও নিদ্রা যান না এবং যার কখনও মৃত্যু ঘটে না।

আরবিতে চার রাকাত তারাবি নামাজ শেষের দোয়াঃ

سُبْحانَ ذِي الْمُلْكِ وَالْمَلَكُوتِ – سُبْحانَ ذِي الْعِزَّةِ وَالْعَظْمَةِ وَالْهَيْبَةِ وَالْقُدْرَة- وَالْكِبْرِيَاءِ وَالْجَبَرُوْتِ سُبْحَانَ الْمَلِكِ الْحَيِّ الَّذِيْ لَا يَنَامُ وَلَا يَمُوْتُ اَبَدًا اَبَدَ سُبُّوْحٌ قُدُّوْسٌ رَبُّن – وَرَبُّ المْلائِكَةِ وَالرُّوْحِ

চার রাকাত তারাবি শেষে পড়া দোয়ার বাংলা উচ্চারণঃ “সুবহানাজিল মুলকি ওয়ালমালাকুতি, সুবহানা-জিল ইয্যাতি ওয়াল আঝমাতি ওয়াল হায়-বাতি ওয়াল কুদরাতি ওয়াল কিব্রি য়ায়ি ওয়াল ঝাবারুত। সুবহানাল মালি-কিল হাইয়্যিল্লাজি-লা-ইয়ানামু ওয়া লা-ইয়ামুত আবা-দান আবাদা – সুব্বুহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালা-য়িকাতি ওয়ার – রূহ”।

চার রাকাত তারাবি নামাজের দোয়ার বাংলা অর্থঃ আল্লাহ পবিত্রময় সাম্রাজ্য এবং মহত্ত্বের অধিপতি। তিনি পবিত্রময় সম্মান মহত্ত্ব এবং প্রতিপত্তিশালী সত্তা। ক্ষমতাবান, গৌরবময় এবং প্রতাপশালী তিনি পবিত্রময় ও রাজাধিরাজ যিনি চিরঞ্জীব। কখনো ঘুমায় না এবং চির মৃত্যুহীন সত্তা। আল্লাহ পবিত্রময় ও বরকতময় আমাদের, ফেরেশতাকুল এবং জিবরাইলের (আ.) এর প্রতিপালক।

তারাবি নামাজের মোনাজাত

اَللَهُمَّ اِنَّا نَسْئَالُكَ الْجَنَّةَ وَ نَعُوْذُبِكَ مِنَ النَّارِ يَا خَالِقَ الْجَنَّةَ وَالنَّارِ- بِرَحْمَتِكَ يَاعَزِيْزُ يَا غَفَّارُ يَا كَرِيْمُ يَا سَتَّارُ يَا رَحِيْمُ يَاجَبَّارُ يَاخَالِقُ يَابَارُّ – اَللَّهُمَّ اَجِرْنَا مِنَ النَّارِ يَا مُجِيْرُ يَا مُجِيْرُ يَا مُجِيْرُ- بِرَحْمَتِكَ يَا اَرْحَمَ الرَّحِمِيْنَ

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউজুবিকা মিনাননার। ইয়া খালিক্বাল জান্নাতি ওয়ান নার। বিরাহমাতিকা ইয়া আঝিঝু ইয়া গাফফার, ইয়া কারিমু ইয়া সাত্তার, ইয়া রাহিমু ইয়া ঝাব্বার, ইয়া খালিকু ইয়া বার্রু। আল্লাহুম্মা আঝিরনা মিনান নার। ইয়া মুঝিরু, ইয়া মুঝিরু, ইয়া মুঝির। বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।

রমজান জুড়ে বিশ্বনবির এ ইসতেগফার দুইটি বেশি বেশি পড়ার প্রতি তাগিদ দিয়েছেন। চলুন তাহলে জেনে নেওয়া যাক সেই সম্পর্কেঃ

 اَﻟﻠَّﻬُﻢَّ ﺇﻧَّﻚَ ﻋَﻔُﻮٌّ ﺗُﺤِﺐُّ اﻟْﻌَﻔْﻮَ ﻓَﺎﻋْﻒُ ﻋَﻨِّﻲ

উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নাকা আফুওউন, তুহিব্বুল আফওয়া, ফা’ফু আ’ন্নি।

 اللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلَّا أَنْتَ خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ وَأَبُوءُ بِذَنْبِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ

উচ্চারণ : ‘আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাক্বতানি; ওয়া আনা আ’বদুকা ওয়া আনা আ’লা আ’হদিকা ওয়া ওয়া’দিকা মাসতাত্বা’তু, আউজুবিকা মিন শাররি মা সানা’তু আবুউলাকা বিনি’মাতিকা আলাইয়া; ওয়া আবুউ বিজামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুজ জুনুবা ইল্লা আনতা।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button