ফি আমানিল্লাহ অর্থ – ফি আমানিল্লাহ অর্থ কি
ফি আমানিল্লাহ অর্থ – ফি আমানিল্লাহ অর্থ কি
ফি আমানিল্লাহ অর্থ কি – ফি আমানিল্লাহ ( في امان الله ) এটা মূলত আরবি শব্দ । শাব্দিকভাবে এর অর্থ । এখানে তিনটি শব্দ রয়েছে। পারিভাষিক অর্থ : আল্লাহর নিরাপত্তায় ।
ফি আমানিল্লাহ কখন বলতে হয়, ফি আমানিল্লাহ English, ফি আমানিল্লাহ বই, ফি আমানিল্লাহ বাংলা অর্থ কি, ফি আমানিল্লাহ বলা যাবে কি, ফি আমানিল্লাহ পিকচার, ফি লিল্লাহ অর্থ কি, ফি আমানিল্লাহ বন্ধু,
ফি আমানিল্লাহ কেন বলা হয় ?
বিভিন্ন উদ্দেশ্যে এটা বলা হয় ।
কয়েকটি উদ্দেশ্যে বলা হলো :
স্বাভাবিক দোয়ার উদ্দেশ্যে ব্যবহার করা হয়
- কেউ যদি ভ্রমণ করে বা সফর করে রাস্তায় তার নিরাপত্তার জন্য এটা বলা হয়।
- বিপদ আপদের দোয়ার ক্ষেত্রেও এটা ব্যবহার করা হয়।
- অসুস্থতার দোয়ার ক্ষেত্রেও এটা ব্যবহার করা হয়।
- কাউকে বিদায় দেওয়ার ক্ষেত্রেও এটি ব্যবহার হয়।
ফি আমানিল্লাহ ( في امان الله ) এটা মূলত আরবি শব্দ । শাব্দিকভাবে এর অর্থ । এখানে তিনটি শব্দ রয়েছে।
ফি এর অর্থ (মধ্যে) । এখানে অর্থ হবে (য়)
আমানুন অর্থ নিরাপত্তা আল্লাহ পারিভাষিক অর্থ : আল্লাহর নিরাপত্তায় । অর্থাৎ আল্লাহ তালার নিরাপত্তায় আপনাকে ছেড়ে দিলাম।
ফি আমানিল্লাহ কখন বলতে হয় ?
- এটা বলার কয়েকটি সময় রয়েছে।
- ওই সময় গুলো হল :
কারো অসুস্থতার ক্ষেত্রে দোয়া হিসেবে এটা বলা হয়।
কোন সফর বা ভ্রমণের ক্ষেত্রে নিরাপত্তার জন্য দোয়া হিসেবে এটা বলা হয়।
বিভিন্ন রকম বিপদ-আপদের ক্ষেত্রে এটা বলা হয়।
বিভিন্ন রকম দোয়ার ক্ষেত্রে এটা বলা হয়।
ঘুম থেকে উঠে এটা বলা হয়।
ঘুমানো যাওয়ার সময় এটা বলা হয়।
আপন মানুষ বিদায় দেওয়ার সময় এটা বলা হয়।
কেউ দোয়া চাইলে ফি আমানিল্লাহ বলা জায়েজ আছে কিনা ?
কেউ যদি কারো কাছে দোয়া চায় স্বাভাবিকভাবে কোন ধরনের শর্ত যুক্ত ছাড়াই তাহলে এক্ষেত্রে এটা বলা জায়েজ আছে।
এক্ষেত্রে কোন ধরনের সমস্যা নেই। কেননা আমানিল্লাহ অর্থ হল আল্লাহতালা আপনাকে হেফাজত করুন , নিরাপদ রাখুন।
এই দোয়াটি চমৎকার একটি দোয়া। তাই আপনি নির্দ্বিধায় এই দোয়াটি করতে পারেন ওই ব্যক্তির জন্য যে আপনার কাছে সাধারণভাবে দোয়া চাবে।
ফি আমানিল্লাহ বলা কি বিদআত ?
না এটা কোন বেদআত নয়। বরং এটা একটি দোয়া। একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির নিরাপত্তার জন্য দোয়া করা। অর্থাৎ একজন ব্যক্তি অপর এক ব্যক্তির জন্য এই দোয়া করা যে , আল্লাহ তায়ালা যেন আপনাকে নিরাপদে রাখেন ।
তবে এটা কোন হাদিসের দোয়া নয়। অতএব যারা বলে এটা বলা বিদায়াত তাদের বক্তব্য সঠিক নয়। বরং তাদের বক্তব্য বা ধারণা ভ্রান্ত।
ফি আমানিল্লাহ এর জবাব কি ?
একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির জন্য এইভাবে দোয়া করা যে, আল্লাহ তাআলা আপনাকে নিরাপদে রাখুক, হেফাজতে রাখুক , আল্লাহ তাআলা আপনাকে কল্যাণ দান করুক। সব সময় চেষ্টা করব সকলের জন্য এরকম দোয়া করা । আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।