Information
Trending

ভালোবাসা ছন্দ – নতুন ভালোবাসার স্ট্যাটাস

4.5/5 - (2 votes)

ভালোবাসা ছন্দ

প্রিয় বন্ধুরা অনেক সুন্দর ভালোবাসা ছন্দ প্রেমের কবিতা আজকে আপনাদের জন্য নতুন ভালোবাসার স্ট্যাটাস । আপনাদের এই ছন্দ ও ভালোবাসার কবিতা গুলো ভালো লাগবে ভালোবাসা ছন্দ সবার সাথে শেয়ার করবেন।

ভালোবাসার ছন্দ স্ট্যাটাস নতুন

“বসন্তের মনোহর গোধূলি বেলাতে,,,

গাছে গাছে কি যে শোভা ফুলের মেলাতে।

বয়ে যায় এ লগন, এসো মোর প্রিয়া,,,

তোমায় কাছে পেয়ে জুড়াক আমার হিয়া।”

“সব কিছুই তো বোঝো তুমি, তবুও কেনো অবুঝ হয়ে থাকো।

তোমায় ছাড়া আমি যে আর থাকতে পারি নাকো।”

আরও: ভালোবাসার স্ট্যাটাস – ক্যাপশন, কবিতা ও ছন্দ।

“রূপ কথার রানী তুমি, দুই নয়নের আলো,,,

সারা জীবন তোমায় আমি, বেসে যাবো ভালো।

তুমি আমার রাত জাগা সুন্দর একটি পাখি,,,

তোমায় ছারা প্রিয়, আমি কেমন করে থাকি!!!”

আমার মনের মাধুরী মিশায়ে তোমার মূর্তি গড়েছি। তোমার লাগি ওগো প্রিয় মোর ফুলের শয্যা পেতেছি।

“হরইদয় দিয়ে ভেবো শুধু হৃদয়ের কথা, আজ থেকে তুমি হবে প্রজাপতির পাখা। ভেবোনা কখনো আছো একা, হাত বাড়ালেই পাবে তুমি, আমার দেখা। “

“যেতে যেতে পথে হবে প্রেম, শুধু দুটি মনে। অনুভবে কথা হবে ভালোবাসারই এই মিলনে। মেঘেরই পালকিতে উড়ে উড়ে, পাখিরা যায় বহু দূরে। আকাশটা থাকে পেছনে, স্বপ্নের নীল ভুবনে!! হারাবো আজ শুধু ভালোবেসে দুজনে।”

“মানুষের জীবনে প্রথম ভালোবাসা খুব গভীর হয়! এজন্য দ্বিতীয়বার প্রেমের অনুভুতিটা চট করে আসে না, কিন্তু যখন আসে, সেটা হয় প্রথম বারের চেয়েও আরো গভীরতর…!!!”

“কি করে বলবো মুখে, তোমায় ভালোবাসি। বুঝে কি পারো না নিতে, দেখে মুখের হাঁসি…”

“দেখা হলো যেদিন প্রথম তোমায় আমায়, সেই দিনেতেই আমার হৃদয় করলে তুমি জয়। তোমায় দেখে হাসি মুখে ফিরে এলাম ঘরে। সারারাত ঘুম হলো না, মরি ছটফট করে…”

“প্রেমে আছে কত মজা বলো দেখি তুমি। কেউ কোথাও নেই আজ, শুধু তুমি আমি…”

“কি করে বোঝাবো তোমায় আমি ভালোবাসি। দেখে আমার বোঝো না কি, মিষ্টি মধুর হাসি।”

“রব আমি তব বাহুডোরে বাঁধা, রাখিবে তোমার হৃদয়ে। প্রেমের বাঁধনে আমরা দুজনে ভেসে যাবো স্বপ্নালয়ে।”

“রাগলে তোমার মুখখানা, হয়ে যায় সিঁদুর রাঙা। কিসে তোমার রাগ কমে, নেই গো আমার জানা।”

“কথা দিয়ে কথা রাখো না, এটাই তোমার স্বভাব। আসলে তোমার মধ্যে সত্যি প্রেমের অভাব।”

“প্রেমের জ্বালা বোরো জ্বালা, জ্বলে হৃদয়ে আগুন। মেটে না তো সে জ্বালা, আসুক যত ফাগুন…”

“রাগ করোনা রাধিকা, তোমায় বড়ো ভালোবাসি। তাইতো কত দূরে থেকে তোমার কাছে আসি।”

“আজ এই সময় আমার থাকবে মনে, তোমার আমার মিলন হলো এই শুভ দিনে।”

“চাইলেই কি মনের মতো মনকে সবাই পায়… জীবনেতে অনেক কিছুই শূন্য রয়ে যায়….”

“যদি বলো তোমায় মনে পড়ে কতবার?

বলবো আমি, আমার চোখের পাপড়ি নড়ে যতবার!

যদি বলো তোমায় ভালবাসি কত?

“আমার জীবনে কেউ নেই তুমি ছাড়া•••

আমার জীবনে কোন সপ্ন নেই তুমি ছাড়া•••

আমার দুচোখ কিছুই দেখেনা তুমি ছাড়া,,,

আমার মন কিছু ভাবতে পারেনা তুমি ছাড়া•••

আমি কিছু লিখতে পারিনা তুমি ছাড়া•••

আমি কিছু বুঝতে চাইনা তুমি ছাড়া।”

See More: Love Shayari in Hindi – 1k+ सच्चे प्यार पर शायरी

ভালোবাসার কবিতা

“প্রেমহীন ভালবাসা সুখের আশ্বাসে>>

দীর্ঘ সংগমে রাত্রি জাগরণ শেষে>>

ক্লান্ত আঁখি খুঁজে ফেরে আবারও সুখের প্রদীপ••

হৃদয়ে প্রেম নেই শুধুই ভালবাসা,

ক্ষণিকের জ্বালা-দ্বীপ!!!”

“চুমিনি হীরক, কিংবা হেমলক, ছোট্ট বিষের বড়ি,

তবুও, কিসের ব্যথায় নিত্য ছটফট করি।

বাধিনি তারে সোনার শিকলে, কিংবা রশি দিয়ে,

গলায় দেইনি ৭ নরির হার, নূপুর দেইনি পায়ে।

নৌকার মত লাগিয়ে গুন টানিনি কভু তারে,

তবুও কি এমন বাধন? দুজন, কাছে আসি বারে বারে।”

ভালোবাসা ছন্দ
ভালোবাসা ছন্দ

“বৃষ্টি তোমার, বৃষ্টি আমার

বৃষ্টি ভালবাসার,

বৃষ্টি স্বপন, বৃষ্টি কাঁপন

বৃষ্টি হৃদয় ছোঁয়ার।।

বৃষ্টি তোমার ভীষণ প্রিয়

আমার চেয়ে বেশি।

বৃষ্টি ঝড়–ক হৃদয় জুড়ে

আমিও ভালবাসি।।”

“হোক নিভু নিভু ছোট্ট প্রেমের প্রদীপ

হোক না কয়েক পলক হোক কিছু সময়

তবুও প্রেম থাকুক বেঁচে

লোম ক‚পে ছুঁয়ে যাওয়া ছোট্ট প্রহর

এতটুকুই চাই, শুধু সুখকে যেচে।”

“রাত যেন এমনই তবে, নির্জন অতনু প্রসাদ

রমণের করে সমর্পিত বিনোদিনীর অবসাদ

শিয়রে সি-থানে, অনায়াসে ছুতে পারা চাঁদ

বিনোদিনীর কপোলে উদাসী অবসাদ।

নিতম্বে আঁকা রুপোর রংধনু, স্মরণে মরণ ফাঁদ

হৃদয়ে জেগে উঠা জোৎন্সা কুমারীর, জীবনভর শত অপরাধ।”

“কমল শোভিত কুঞ্চিত কেশ রাশি, পায়ের রুপোর মল

সুবাসিতার অতলে ডোবার সাধে, হৃদয় ছলছল।

বুকের ভেতর জমিয়া থাকা, কষ্টের যত ঢালি

উথলিয়া উঠে ব্যাকুল প্রাণ, সপিঁতে পরান খানি

মূর্ছিত রমণের প্রাণ, শ্র“তিয়া নূপুরের সিঞ্জনে

রুপোর বিছায় লাগিয়ে ফাঁস মরিবার সাধ জাগে।।”

“যতবার ছুঁয়েছি তোমার সিক্ত উষ্ণ অধর

তুমি হেসেছ আপন মনে।

আধো অবনত হয়েছ লজ্জায় কিংবা

আরো প্রাপ্তির নীরব প্রত্যাশায়।

আর আমার সৃষ্টি হয়েছে একটি গল্প।

এমন অনেক গল্প আমার আছে

কতক পড়েছি যখন ছিলে তুমি নারী

আর কিছু রয়েছে বাকি

যতবার হয়েছ রমণী।”

ভালোবাসার ছন্দ কষ্টের

“যে কষ্ট আকাশে মেঘ হয়ে ভাসে,

সেই কষ্ট আমার হৃদয়ে বৃষ্টি হয়ে আসে।”

ভালোবাসা ছন্দ
ভালোবাসা ছন্দ

“যখন তোমাকে খুব মিস করি

তখন ঐ আকাশের দিকে

তাকিয়ে থাকি।

জানি সেখানে তোমাকে দেখব না।

কিন্ত এই ভেবে শান্তনা পাই যে,

দুজনে এক আকাশের নিচেই তো আছি।”

“মানুষের তিলে তিলে গড়ে

তোলা স্বপ্নগুলো যদি এক

নিমিষেই নষ্ট হয়ে যায়

সেটার কষ্টটা বহুগুন

আঘাত করে।”

“যারা ভালবাসা নিয়ে খেলা করে

তারাই ভালবাসা পায়,,

আর যারা মন থেকে ভালবাসে

তারা ভালবাসা পায়না।”

“দুঃখ আছে আমার এই মনে,,,

বলবো আমি কার সনে।

দুঃখ শোনার মতো মানুষ নাই,,,

তাই নিজের মনের কষ্ট নিজেই পাই।

আমার মনের মানুষের দেখা,,,

বলবো আমার মনের সব কথা!!!”

“শুনেছি মানুষ ভালোবেসে যতটা না সুখী হয়,

তার চেয়ে বেশি কষ্ট পায়। ‌

যতটা না প্রিয়জনকে কাছে পায়,

তার চেয়ে বেশি নিজেকে হারায়।”

ভালোবাসা নিয়ে উক্তি

“তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয়,,,

সে কি মোর অপরাধ?

চাঁদেরে হেরিয়া কাঁদে চকোরিনী,,,

বলে না তো কিছু চাঁদ।”

(কাজী নজরুল ইসলাম)

ভালোবাসা ছন্দ
ভালোবাসা ছন্দ

“ডালটি হলো সবুজ, ফুলটি হলো লাল,

তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল।”

“তোমার মুখের হাসি টুকু লাগে আমার ভালো,

তুমি আমার ভালবাসা বেঁচে থাকার আলো।”

“রাজার যেমন রাজ্য আছে আমার আছ তুমি,

তুমি ছাড়া আমার জীবন শূধু মরুভুমি।”

“মিষ্টি চাঁদের মিষ্টি আলো,

বাসি তোমায় অনেক ভালো.”

“মিটি মিটি তারার মেলা,

দেখবো তোমায় সারাবেলা.

নিশিরাতে শান্ত ভুবন,

চাইবো তোমায় সারাজীবন ।

মন যদি আকাশ হত তুমি হতে চাঁদ,,

ভালবেসে যেতাম শুধু হাতে রেখে হাত.

সুখ যদি হৃদয় হত তুমি হতে হাসি,

, হৃদয়ের দুয়ার খুলে দিয়ে বলতাম তোমায় ভালবাসি..!!

তোর জন্য আনতে পারি আকাশ থেকে তারা, তুই বললে বাচতে পারি অক্সিজেন ছাড়া।

মিষ্টি হেসে কথা বলে পাগল করে দিলে, তোমায় নিয়ে হারিয়ে যাব আকাশের নীলে,

তোমার জন্য মনে আমার অফুরন্ত আশা সারা জীবন পেতে চাই তোমার ভালোবাসা ।

পাতার ফোকড়ে ফোকড়ে পাখির বসবাস নদীর কুলে কুলে নৌকার বসবাস

পাহাড়ের মাঝে ঝরনার বসবাস , অগনিত তারার মাঝে চাঁদের বসবাস, মানুষের দেহের মাঝে আত্মার বসবাস ,আমার মনের মাঝে তোমার বসবাস ।

যদি বৃষ্টি হতাম…… তোমার দৃষ্টি ছুঁয়ে দিতাম। কষ্ট আর পারতো না তোমায় অকারণে কষ্ট দিতে..!

বসন্তের ফুল দিব তোমায়, দিব কোকিলের গান, গৃষ্মের তাপ দিব তোমায়, দিব ফলের ঘ্রাণ।

বর্ষার বৃষ্টি নাও তুমি, নাও মাছের স্বাদ, শীতে দিব তোমায় কুয়াশার চাদর, মিষ্টি রোদে পাবে তুমি নতুন ভোর।

দিন যায় দিন আসে, সময়ের স্রোতে ভেসে, যদি কেউ হাসে যদি কেউ আসে তাতেই বা কি আসে যায়,

খুঁজে দেখো আসে পাশে, কেউ আছে যে নাকি তার জীবনের চাইতেও তোমাকে বেশি ভালোবাসে।

তুমি আমার রঙিন স্বপ্ন, শিল্পীর রঙে ছবি, তুমি আমার চাঁদের আলো, সকাল বেলার রবি, তুমি আমার নদীর মাঝে একটি মাত্র কুল, তুমি আমার ভালোবাসার শিউলি বকুল ফুল ।

হাজার তারা চাইনা আমি, একটা চাঁদ চাই, হাজার ফুল চাইনা আমি একটা গোলাপ চাই. হাজার জনম চাইনা আমি একটা জনম চাই, সেই জনমে যেন আমি শুধু তোমাকেই পাই।

আশা ছিল মনে যেই ফুল দিয়ে গাঁথবে মালা সে ফুল হারিয়ে আমি,, ঘুরি বনে বনে।

আকাশ ভরা লক্ষ তাঁরা মিটি মিটি হাসে,, ঘুমের ঘোরে স্বপ্নে দেখি তুমি আমার পাশে।

যেখানে যতন করে রেকেছ এই মন, সেখানে রেখগ আমায় সারাটি জীবন,

ভালবাসি বাগানের ঝরে যাব ফুল, ভালবাসি মেঘলা নদীর কুল,

ভালবাসি উড়ন্ত ১ ঝাক পাখি। .. আর ভালবাসি তোমার ওই দুই নয়নের আখি।

আমার জীবনে কেউ নেই তুমি ছাড়া, আমার দুচোখ কিছু খোজেনা তোমায় ছাড়া,

আমি কিছু ভাবতে পারিনা তোমায় ছাড়া , আমি কিছু লিখতে পারিনা তোমার নাম ছাড়া,

আমি কিছু বুঝতে চাইনা তোমায় ছাড়া ! তোমায় দেখে মনে হয় কত পরিচিতা।

জানি না তোমার নাম কি ওগো পরিনিতা। আম মিষ্টি, জাম মিষ্টি, তেঁতুল বড় টক।তোমার সঙ্গে প্রেম করতে আমার ভারি সখ।

ভালোবাসা নিয়ে ক্যাপশন

“আমাকে ভাসতে হবে নালবা,,,

আমাকে ভালবাসি বলতেও হবে না!!!

মাঝে মাঝে গভীর আবেগ নিয়ে আমার দুটো ঠোঁট ছুঁয়েও দিতে হবে না!!!

কিংবা আমার জন্য অন্য সবার মতো>>

রাত জাগা পাখিও হতে হবে না,,,

আমি খুব অল্প কিছু চাই।”

(হুমায়ুন আহমেদ)

“দুটো মানুষের কথার আড়ালে যে না-বলা কথা,,

সেই কথাতেই যদি দুটো হৃদয় কথা বলে,,,

তবে সেটা ভালোবাসা।”

“ভালোবাসা হচ্ছে একপ্রকার মায়া,,,

যে মায়ায় পড়ে পুরুষ এক নারীকে অন্য নারী থেকে আলাদা করে দেখে,,,

আর নারীরা একজন পুরুষকে অন্য পুরুষের থেকে আলাদা করে দেখে।”

“পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুদ,,,

যাকে তুমি সবচেয়ে বেশি ভালবাসবে,,,

সেই তোমার সবচেয়ে দুঃখের কারন হবে।”

“বাস্তবতা এতটাই কঠিন যে,,,

কখনও কখনও বুকের ভিতর তিলে তিলে গড়ে তোলা>> বিন্দু বিন্দু ভালবাসাও অসহায় হয়ে পড়ে।”

সত্যিকারের ভালোবাসা নিয়ে স্ট্যাটাস

“পৃথিবীর সবচেয়ে বড় দূরত্ব কোনটি জানো?

জীবন থেকে মৃত্যু পর্যন্ত!!! নাহ্ উত্তরটি সঠিক নয়। বরং পৃথিবীর সবচেয়ে বড় দূরত্ব হলো>>>

যখন আমি তোমার সামনে থাকি,,,

কিন্তু তবুও তুমি জানোনা,,,

যে আমি তোমাকে কতটা ভালোবাসি।”

“ছলনার ভালোবাসা দিয়ে হাঁসানোর চেয়ে,,,

সত্যিকারের ভালোবাসা দিয়ে কাঁদানো অনেক ভালো।”

“সত্যিকারের ভালোবাসার মানুষ কখনই ছলনা করে না।

তারা শুধু প্রকৃত ভালোবাসা এবং সম্মান দিতে জানে।”

“স্বার্থসিদ্ধির জন্য হয়তো অনেককেই ভালোবাসা যায়।

কিন্তু সত্যিকারের ভালোবাসা তো শুধুমাত্র একজনের জন্যই মানায়।”

“সত্যিকারের ভালোবাসাতে পরাজিত হওয়ার আনন্দ আছে!!!,,,

শুধুমাত্র কাউকে হাসিল করাই নয়,,,

গোলাপ ফুল তুলতে গেলে হাতে লাগে কাঁটা। তোমার কথা মনে পরলে মনে লাগে ব্যাথা।

প্রথম সেই দেখা যায় কি কখনো ভোলা। প্রেমের বাঁধনে বেঁধে তোমায়, গাঁথবো স্মৃতির মালা।

প্রথম দেখার দিনগুলো রয়েছে আমার অন্তরে। লজ্জা জড়ানো কথা তোমার, এখনো বাজে কর্ণকুহ্বরে।

তোমার মতো পেতাম যদি আমি জীবনসাথী, আমার চেয়ে কে আর বেশি হতো বলো সুখী।

প্রেম সাম্রাজ্যের রানী তুমি, আমি হলাম রাজা। কেউ থাকেনা এই সাম্রাজ্যে আমরা দুইজন একা।

মিষ্টি তোমার মুখখানি, সুন্দর তোমার রূপ। এই দেখে আমার মন দিয়েছে প্রেমে ডুব।

সুন্দরী গো- রূপ যে তোমার অপরুপা, ভুলতে পারি না সেই এক পলকের দেখা।

গোলাপ তোমার ঠোঁটগুলো, নয়ন তোমার সাগর। এমন সুন্দর রূপখানি দেখিনি আর কারোর।

তোমার নামের মালা জপি, আমি প্রেম যোগী। স্বর্গ সুখ লাভ হয়, তোমায় যখন দেখি।

রাত আরও বাকি, আছে অনেক কথা। জানি না এমনভাবে, কবে হবে দেখা…!

সেরা ভালোবাসার স্ট্যাটাস

যে ভালোবাসা না চাইতে পাওয়া যায়, তার প্রতি কোনো মোহ থাকে না- হুমায়ূন আহমেদ।

নারীর প্রেমে মিলিনের গান বাজে, পুরুষের প্রেমে বিচ্ছেদের বেদনা-রবীন্দ্রনাথ ঠাকুর।

ছেলেদের জন্য পৃথিবীতে সব চাইতে মূল্যবান হল মেয়েদের হাসি- হুমায়ূন আহমেদ।

প্রেমের ক্ষেত্রে জয়ী হয়ে কেউ শিল্পী হতে পারে না, বড় জোর বিয়ে করতে পারে-ওয়াশিংটন অলসটন।

ভালবাসা কারো জন্য দীর্ঘ প্রক্রিয়া আবার কারো জন্য স্বল্প। কিন্তু কষ্ট দুটোতেই সমান- হুমায়ূন আহমেদ।

একই ব্যাক্তির সাথে বহুবার প্রেমে পড়াই হল সার্থক প্রেমের নির্দশন-ব্রাটন।

মেয়েরা সত্যিকার ভালোবাসতে বাসতে যে কখন অভিনয়

শুরু করে তারা তা নিজেও জানেনা – সমরেশ মজুমদার ।

বিশ্বাস করুন,আমি কবি হতে আসিনি,আমি নেতা হতে আসি নি-আমি প্রেম দিতে এসেছিলাম,প্রেম পেতে এসেছিলাম-সে প্রেম পেলামনা বলে আমি এই প্রেমহীন নীরস পৃথিবী থেকে নীরব অভিমানে চির দিনের জন্য বিদায় নিলাম- কাজী নজরুল ইসলাম।

প্রেম হয় শুধু দেখা ও চোখের ভাল লাগা থেকে, রাগ থেকে প্রেম হয়, ঘৃণা থেকে প্রেম হয়, প্রেম হয় অপমান থেকে, এমনকি প্রেম হয় লজ্জা থেকেও। প্রেম আসলে লুকিয়ে আছে মানবসম্প্রদায়ের প্রতিটি ক্রোমসমে। একটু সুযোগ পেলেই সে জেগে উঠে-হুমায়ূন আহমেদ।

প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ কিন্তু বেদনা থাকে সারাটি জীবন-রবীন্দ্রনাথ ঠাকুর।

এই পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে ছাড়া বেঁচে থাকাটা কষ্টকর কিন্তু অসম্ভব কিছু নয়। কারো জন্য কারো জীবন থেমে থাকে না, জীবন তার মতই প্রবাহিত হবে-হুমায়ূন আহমেদ।

প্রেম মানুষকে শান্তি দেয় কিন্তু স্বস্তি দেয় না-বায়রন।

কাউকে প্রচন্ডভাবে ভালবাসার মধ্যে এক ধরনের দুর্বলতা আছে। নিজেকে তখন তুচ্ছ এবং সামান্য মনে হয়। এই ব্যাপারটা নিজেকে ছোট করে দেয়-

হুমায়ূন আহমেদ।

প্রেমে পড়লে বোকা বুদ্ধিমান হয়ে উঠে, বুদ্ধিমান বোকা হয়ে যায়-স্কুট হাসসুন।

মেয়েদের তৃতীয় নয়ন থাকে। এই নয়নে সে প্রেমে পড়া বিষয়টি চট করে বুঝে ফেলে- হুমায়ূন আহমেদ।

প্রেমের মধ্যে ভয় না থাকিলে রস নিবিড় হয় না-রবীন্দ্রনাথ ঠাকুর।

ছেলে এবং মেয়ে বন্ধু হতে পারে, কিন্তু তারা অবশ্যই একে অপরের প্রেমে পড়বে। হয়ত খুবই অল্প সময়ের জন্য, অথবা ভুল সময়ে। কিংবা খুবই দেরিতে, আর না হয় সব সময়ের জন্য। তবে প্রেমে তারা পড়বেই- হুমায়ূন আহমেদ।

বিচ্ছেদের দুঃখে প্রেমের বেগ বাড়িয়া উঠে-রবীন্দ্রনাথ ঠাকুর।

যে ভালবাসা যত গোপন, সেই ভালবাসা তত গভীর- হুমায়ূন আহমেদ।

দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম প্রেম বলে কিছু নেই। মানুষ যখন প্রেমে পড়ে, তখন প্রতিটি প্রেমই প্রথম প্রেম- হুমায়ূন আজাদ।

ভালোবাসার জন্য যার পতন হয় সে বিধাতার কাছে আকাশের তারার মত উজ্জ্বল- জনসন।

প্রেম হল সিগারেটের মতো, যার আরম্ভ হল অগ্নি দিয়ে, আর শেষ পরিণতি ছাই দিয়ে-জর্জ বার্নার্ড শ।

রোমান্টিক পিক ভালোবাসার ছন্দ

কলঙ্ক না লাগে যদি ভালোবেসে লাগে কি ভালো

– লালন

আঁখি মুঞ্জিয়া দেখ রূপ রে,আঁখি মুঞ্জিয়া দেখ রূপ রে আরে দিলের চক্ষে চাহিয়া দেখ বন্ধুয়ার স্বরূপ রে

– হাসন রাজা

পুঁজিবাদী পর্বের সবচেয়ে বড়ো ও জনপ্রিয় কুসংস্কারের নাম প্রেম

– হুমায়ূন আজাদ

শাশ্বত প্রেম হচ্ছে একজনের শরীরে ঢুকে আরেকজনকে স্বপ্ন দেখা

– হুমায়ূন আজাদ

প্রেম হচ্ছে নিরন্তর অনিশ্চয়তা; বিয়ে ও সংসার হচ্ছে চূড়ান্ত নিশ্চিন্তির মধ্যে আহার, নিদ্রা, সঙ্গম, সন্তান, ও শয়তানি

– হুমায়ূন আজাদ

ক্ষমাই যদি করতে না পারো, তবে তাকে ভালোবাসো কেন?

– রবীন্দ্রনাথ ঠাকুর

আনন্দকে ভাগ করলে দুটি জিনিস পাওয়া যায়; একটি হচ্ছে জ্ঞান এবং অপরটি হচ্ছে প্রেম

– রবীন্দ্রনাথ ঠাকুর

স্বামীরা প্রেমিক হতে অবশ্যই রাজি, তবে সেটা নিজের স্ত্রীর সাথে নয়। নিজের স্ত্রীর প্রেমিক হবার বিষয়টা কেন যেন তারা ভাবতেই চায় না

– রবীন্দ্রনাথ ঠাকুর

দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম প্রেম বলে কিছু নেই। মানুষ যখন প্রেমে পরে তখন প্রতিটি প্রেমই প্রথম প্রেম।

– হুমায়ূন আজাদ

সুন্দর মনের থেকে সুন্দর শরীর অনেক আকর্ষনীয়। কিন্তু ভন্ডরা বলেন উলটো কথা

– হুমায়ূন আজাদ

সবাই তোমাকে কষ্ট দিবে, তোমাকে শুধু এমন একজন কে খুঁজে নিতে হবে যার দেয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে

– হুমায়ূন আহমেদ

অধিকাংশ রূপসীর হাসির শোভা মাংসপেশির কৃতিত্ব, হৃদয়ের কৃতিত্ব নয়

– হুমায়ূন আজাদ

পুরস্কার অনেকটা প্রেমের মতো; দু-একবার পাওয়া খুবই দরকার, এর বেশি পাওয়া লাম্পট্য

– হুমায়ূন আজাদ

প্রতিটি সার্থক প্রেমের কবিতা বলতে বোঝায় যে কবি প্রেমিকাকে পায় নি, প্রতিটি ব্যর্থ প্রেমের কবিতা বোঝায় যে কবি প্রেমিকাকে বিয়ে করেছে

– হুমায়ূন আজাদ

যে নারীকে ঘুমন্ত অবস্থায় সুন্দর দেখায় সেই প্রকৃত রূপবতী

– হুমায়ূন আহমেদ

যুদ্ধ এবং প্রেমে কোনো কিছু পরিকল্পনা মতো হয় না

– হুমায়ূন আহমেদ

গার্লফ্রেন্ড বিহীন তরুনের পৃথিবীতে বেঁচে থাকা, ঘাসবিহীন মাঠে গরুর পায়চারির মত

– হুমায়ূন আহমেদ

প্রেমের মধ্যে ভয় না থাকলে রস নিবিড় হয় না

– রবীন্দ্রনাথ ঠাকুর

তোমারে যে চাহিয়াছে ভুলে একদিন, সে জানে তোমারে ভোলা কি কঠিন

– কাজী নজরুল ইসলাম

যে মানুষটিকে তুমি দেখছো তাকেই যদি ভালো না বাসতে পারো, তবে তুমি কিভাবে ঈশ্বরকে ভালোবাসবে যাকে তুমি কোনদিন দেখোই নি?

– হুমায়ূন আহমেদ

প্রেমের কি সাধ আছে বল নিন্দার কাটা যদি না বিধিল গায়ে

– লালন

Tag: ভালোবাসা, ভালোবাসা স্ট্যাটাস, ভালোবাসা ছন্দ, ভালোবাসা নিয়ে উক্তি, ভালোবাসা নিয়ে ক্যাপশন, নীল ক্যাফের ভালোবাসা, সত্যিকারের ভালোবাসা নিয়ে কিছু কথা, সত্যিকারের ভালোবাসা নিয়ে স্ট্যাটাস, ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস কেন,

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button