শিক্ষা | আজকের শিক্ষার খবর
চাকরির সাধারণ জ্ঞান – সাম্প্রতিক সাধারণ জ্ঞান
সাম্প্রতিক সাধারণ জ্ঞান | চাকরির সাধারণ জ্ঞান
গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান, চাকরির সাধারণ জ্ঞান, চাকরির পরীক্ষার জন্য সাধারণ জ্ঞান বিষয়, গত কয়েক মাসে বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসা সাধারণ জ্ঞান প্রশ্ন, সাম্প্রতিক চাকরির পরীক্ষায় আসা 2023 সাধারণ জ্ঞানের প্রশ্ন
- প্রশ্ন : শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমি কোথায় স্থাপিত হবে?
উত্তর : রংপুর । - প্রশ্ন : শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি কোথায় স্থাপিত হবে?
উত্তর : জামালপুর । - প্রশ্ন : কোন মন্ত্রণালয়ের অধীন মেট্রোরেল?
উত্তর : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় - প্রশ্ন : অমর একুশে গ্রন্থমেলা ২০২৩ এর প্রতিপাদ্য কী?
উত্তর : পড়ো বই, গড়ো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। - প্রশ্নঃ ই-মেইল এর জনক কে?
উত্তরঃ রে টমলিনসন। - প্রশ্নঃ কোন গাছকে সূর্যকন্যা বলা হয়?
উত্তরঃ তুলা গাছকে। - প্রশ্নঃ বাংলাদেশের দ্বীপের রানি বলা হয় কোন জেলাকে?
উত্তরঃ ভোলা জেলাকে - প্রশ্নঃবাংলাদেশের প্রবেশদ্বার বলা হয় কোন জেলাকে?
উত্তরঃ চট্টগ্রামকে - প্রশ্নঃ বর্তমান বিশ্বের কোন দেশটির সংবিধানকে ‘ শান্তি সংবিধান ‘ বলা হয় ?
উত্তর: জাপান - প্রশ্নঃ সুইজারল্যান্ডের প্রাচীন নাম কী?
উত্তর: হেলভেটিয়া - প্রশ্নঃ পৃথিবীর দীর্ঘতম টানেল কোথায়?
উত্তর: জাপানে - প্রশ্নঃ সিলিকন ভ্যালি কোন দেশে অবস্থিত?
উত্তর: যুক্তরাষ্ট্র - বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ কে চালু করেছিলেন ?
উত্তরঃ সম্রাট আকবর - বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক কে?
উত্তরঃ নাঈমুর রহমান দুর্জয় - ক্রিকেট খেলার জন্ম কোথায়?
উত্তরঃ ইংল্যান্ডে - .বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ খেলে কার সাথে?
উত্তরঃভারত - প্রশ্ন : BLRI মিট চিকেন-১ (সুবর্ণ) জাতের উদ্ভাবক কোন প্রতিষ্ঠান?
উত্তর: বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (BLRI)। - প্রশ্ন : বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের বর্তমান কান্ট্রি ডিরেক্টর কে?
উত্তর : আবদৌলায়ে সেক । - প্রশ্ন : ১৫ জানুয়ারি ২০২৩ ‘ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড’ এর নাম পরিবর্তন করে কী রাখা হয়?
উত্তর : ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি ৷ - প্রশ্ন : বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির (BSPA) বিচারে গত ৬০ বছরের ইতিহাসে দেশের সেরা ক্রীড়াবিদ নির্বাচিত হন কে?
উত্তর : সাকিব আল হাসান। - প্রশ্ন : বাংলাদেশের প্রথম মরণোত্তর কিডনি দাতা কে?
উত্তর : সারাহ ইসলাম । - প্রশ্ন : বাংলা একাডেমি পরিচালিত প্রথম রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার লাভ করেন কে কে?
উত্তর : জ্যোতিপ্রকাশ দত্ত ও স্বকৃত নোমান। - প্রশ্ন: সার্টিফিকেট ইন এডুকেশন (সিইনএড) কোর্সের বর্তমান নাম কী?
উত্তর : ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড)। - প্রশ্ন : জাতীয় সংসদের প্রথম উপনেতা কে ছিলেন?
উত্তর : সৈয়দ নজরুল ইসলাম । - প্রশ্ন : জাতীয় সংসদে ‘বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বিল, ২০২৩’ পাস হয় কবে?
উত্তর : ১৬ জানুয়ারি ২০২৩। - প্রশ্ন : মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘ওরা ৭ জন’ এর পরিচালক কে?
উত্তর : খিজির হায়াত খান - প্রশ্ন : জাতীয় সংসদে ‘সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল, ২০২৩’ পাস হয় কবে?
উত্তর : ২৪ জানুয়ারি ২০২৩। - প্রশ্ন : চায়ের নিলাম পরিচালনাকারী প্রথম নারীর নাম কী?
উত্তর : মায়িশা রহমান । - প্রশ্ন : আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৩ কোন প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে?
উত্তর : কানাডা ভিত্তিক, International Mother Language Lovers Association . - প্রশ্ন : ২০২৩ সালের মার্চ মাসে বঙ্গবন্ধুকে ‘ ডক্টর অব লজ’ ডিগ্রি (মরণোত্তর) প্রদান করবে ?
উত্তর : ঢাকা বিশ্ববিদ্যালয় - প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শান্তিনিকেতন বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পায় কবে?
উত্তরঃ ১০ সেপ্টেম্বর ২০২৩ - প্রশ্নঃ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রথম টেস্টটিউব শিশুর জন্ম হয় কবে?
উত্তরঃ সেপ্টেম্বর ২০২৩ - প্রশ্নঃ বাহরাইনে ইসরায়েল নতুন দূতাবাস উদ্বোধন করে কবে?
উত্তরঃ ৪ সেপ্টেম্বর ২০২৩ - প্রশ্নঃ ভূমিমন্ত্রী সাইফুজ্জমান চৌধুরী জাতীয় সংসদে সকল ভুমি জরিপ বাতিল ঘোষণা করেন কবে?
উত্তরঃ ১২ সেপ্টেম্বর ২০২৩ - প্রশ্নঃ ব্রাউন ইউনিভার্সিটির আরেন আলপার্ট মেডিকেল স্কুল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কমিউনি মডেল তৈরির জন্য বিশেষ সম্মাননায় ভূষিত করে কবে?
উত্তরঃ ১৯ সেপ্টেম্বর ২০২৩ - প্রশ্নঃ ভিয়েতনামের সাথে যুক্তরাষ্ট্র IT Comprehensive Strategic Partnership চুক্তি স্বাক্ষর করে কবে?
উত্তরঃ ১০ সেপ্টেম্বর ২০২৩ - প্রশ্ন : বাংলাদেশ সরকারী কর্ম কমিশন BPSC আইন, ২০২৩ অনুযায়ী – কিভাবে গঠিত হবে?
উত্তর : ১ জন সভাপতি এবং অন্যূন ৬ জন ও অনূর্ধ্ব ২০ সদস্যের সমন্বয়ে। - প্রশ্ন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৯ জানুয়ারি ২০২৩, কোন পণ্যকে কৃষিজাত পণ্য নির্বাচিত করার ঘোষণা দেন?
উত্তর : পাট । - প্রশ্ন : বঙ্গভবন তোশাখানা জাদুঘর করে উদ্বোধন করা হয়?
উত্তর : ২৪ জানুয়ারি ২০২৩। - প্রশ্ন : বর্তমানে দেশে শনাক্ত হওয়া এইচআইভি রোগীর সংখ্যা কত?
উত্তর : ৯,৭০৮ জন। দেশে ১,৮২০ জন এইচআইভি রোগী মারা যায়। - প্রশ্ন: রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠান পরিচালনা করেন কে?
উত্তর : মন্ত্রিপরিষদ সচিব। - প্রশ্ন : বাংলাদেশের কতটি তৈরি পোশাক কারখানা ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল থেকে সবুজ কারখানার স্বীকৃতি পেয়েছে?
উত্তর : ১৮৩টি । - প্রশ্ন : ২০২২ সালে কতজন বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন?
উত্তর : ১৫ জন ।
চাকরির সাধারণ জ্ঞান
- প্রশ্ন : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সাকার মাছকে (Suckermouth Catfish Common Pleco) করে চূড়ান্তভাবে নিষিদ্ধ করে?
উত্তর : ১১ জানুয়ারি ২০২৩। - প্রশ্ন : বাংলাদেশে নিযুক্ত বর্তমান বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর কে?
উত্তর : আবদৌলায়ে সেক । - প্রশ্ন : বর্তমানে বাংলাদেশের মোট ভোটার সংখ্যা কত?
উত্তর : ১১,৯০,৬১,১৫৮ জন। - প্রশ্ন : মেট্রোরেল কোন মন্ত্রণালয়ের অধীন?
উত্তর : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় - প্রশ্ন : বঙ্গবন্ধুকে নিয়ে রচিত প্রথম পূর্ণাঙ্গ জ্ঞানকোষ ?
উত্তর : মুজিবপিডিয়া - প্রশ্ন : GDP-এর চূড়ান্ত হিসাব ২০২১-২২ অনুযায়ী, মাথাপিছু আয় ?
উত্তর : ২,৭৯৩ টাকা - প্রশ্ন : ২০২১ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে দুটি সেরা চলচ্চিত্র ?
উত্তর : লাল মোরগের ঝুঁটি, নোনাজলের কাব্য - প্রশ্ন : আমার জীবননীতি আমার রাজনীতি ‘ গ্রন্থের রচয়িতা ?
উত্তর :মো: আবদুল হামিদ - প্রশ্ন : ২০২৩ সালে একুশে পদক লাভ করে ১৯ জন ব্যক্তি ও ২টি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলোর নাম?
উত্তর : বাংলাদেশ জাতীয় জাদুঘর ( শিক্ষা), বিদ্যানন্দ ফাউন্ডেশন ( সমাজসেবা) - প্রশ্ন : মাতৃভাষার দিক থেকে বিশ্বে বাংলা ভাষার অবস্থান ?
উত্তর : ৫ম - প্রশ্ন : ব্যবহারের দিক থেকে বিশ্বে বাংলা ভাষার অবস্থান ?
উত্তর : ৭ম - প্রশ্ন : BLRI মিট চিকেন-১ (সুবর্ণ) জাতের উদ্ভাবক কোন প্রতিষ্ঠান?
উত্তর: বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (BLRI)। - প্রশ্ন : অমর একুশে গ্রন্থমেলা ২০২৩ এর প্রতিপাদ্য কী?
উত্তর : পড়ো বই, গড়ো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। - প্রশ্ন : ১৫ জানুয়ারি ২০২৩ ‘ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড’ এর নাম পরিবর্তন করে কী রাখা হয়?
উত্তর : ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি ৷ - MRT Line-1 (পাতাল রেল) এর স্টেশন সংখ্যা ?
উত্তর : ২১ টি - প্রশ্ন : শেখ হাসিনা পল্লি উন্নয়ন একাডেমি ?
উত্তর : জামালপুর - প্রশ্ন : ডিজিটাল বাংলাদেশ এর বর্তমান নাম ?
উত্তর : স্মার্ট বাংলাদেশ - প্রশ্ন : স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে?
উত্তর : ২০৪১ সালের মধ্যে - প্রশ্ন : বাংলাদেশের প্রথম মরণোত্তর কিডনি দাতা কে?
উত্তর : সারাহ ইসলাম । - প্রশ্ন : মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘ওরা ৭ জন’ এর পরিচালক কে?
উত্তর : খিজির হায়াত খান - প্রশ্ন : বাংলাদেশ সরকারী কর্ম কমিশন আইন, ২০২৩ অনুযায়ী BPSC – কিভাবে গঠিত হবে?
উত্তর : ১ জন সভাপতি এবং অন্যূন ৬ জন ও অনূর্ধ্ব ২০ সদস্যের সমন্বয়ে। - প্রশ্ন : ৯ জানুয়ারি ২০২৩ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন পণ্যকে কৃষিজাত পণ্য নির্বাচিত করার ঘোষণা দেন?
উত্তর : পাট । - প্রশ্ন : ২০২২ সালে কতজন বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন?
উত্তর : ১৫ জন । - প্রশ্ন : শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি কোথায় স্থাপিত হবে?
উত্তর : জামালপুর । - প্রশ্ন : শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমি কোথায় স্থাপিত হবে?
উত্তর : রংপুর । - প্রশ্ন : বাংলা একাডেমি পরিচালিত প্রথম “রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার লাভ করেন কে কে?
উত্তর : জ্যোতিপ্রকাশ দত্ত ও স্বকৃত নোমান। - প্রশ্ন: সার্টিফিকেট ইন এডুকেশন (সিইনএড) কোর্সের বর্তমান নাম কী?
উত্তর : ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড)। - প্রশ্ন : জাতীয় সংসদের প্রথম উপনেতা কে ছিলেন?
উত্তর : সৈয়দ নজরুল ইসলাম ।
গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান
- প্রশ্ন : বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ?
উত্তর : ৪০ টি - প্রশ্ন : সম্প্রতি বাংলাদেশে আর্জেন্টিনা দূতাবাস চালু হয় ?
উত্তর : ২৭ ফেব্রুয়ারী, ২০২৩ - প্রশ্ন : এ যাবৎ সংবিধান সংশোধন করা হয়েছে ?
উত্তর : ১৭ বার - প্রশ্ন : ১১৯তম দেশ হিসেবে ই-পাসপোর্ট চালু করে ?
উত্তর : বাংলাদেশ - প্রশ্ন : ৩১তম মানব উন্নয়ন প্রতিবেদন-২০২২ অনুসারে, বাংলাদেশের অবস্থান ?
উত্তর : ১২৯তম - প্রশ্ন : বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির (BSPA) বিচারে গত ৬০ বছরের ইতিহাসে দেশের সেরা ক্রীড়াবিদ নির্বাচিত হন কে?
উত্তর : সাকিব আল হাসান। - প্রশ্ন : বর্তমানে দেশে শনাক্ত হওয়া এইচআইভি রোগীর সংখ্যা কত?
উত্তর : ৯,৭০৮ জন। দেশে ১,৮২০ জন এইচআইভি রোগী মারা যায়। - প্রশ্ন : বঙ্গভবন তোশাখানা জাদুঘর করে উদ্বোধন করা হয়?
উত্তর : ২৪ জানুয়ারি ২০২৩। - প্রশ্ন: রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠান পরিচালনা করেন কে?
উত্তর : মন্ত্রিপরিষদ সচিব। - প্রশ্ন : জাতীয় সংসদে ‘বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বিল, ২০২৩’ পাস হয় কবে?
উত্তর : ১৬ জানুয়ারি ২০২৩। - প্রশ্ন : জাতীয় সংসদে ‘সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল, ২০২৩’ পাস হয় কবে?
উত্তর : ২৪ জানুয়ারি ২০২৩। - প্রশ্ন : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সাকার মাছকে (Suckermouth Catfish Common Pleco) করে চূড়ান্তভাবে নিষিদ্ধ করে?
উত্তর : ১১ জানুয়ারি ২০২৩। - প্রশ্ন : বাংলাদেশের কতটি তৈরি পোশাক কারখানা ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল থেকে সবুজ কারখানার স্বীকৃতি পেয়েছে?
উত্তর : ১৮৩টি । - প্রশ্ন : চ্যালেঞ্জার-২ ট্যাংক কোন দেশ তৈরি করে?
উত্তর : যুক্তরাজ্য। - প্রশ্ন : ১ জানুয়ারি ২০২৩ কোন ৫ দেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করে?
উত্তর : ইকুয়েডর, জাপান, মাল্টা, মোজাম্বিক ও সুইজারল্যান্ড। - প্রশ্ন : বিশ্বের দীর্ঘতম কাচের স্কাইওয়াক নির্মিত হচ্ছে কোথায়?
উত্তর : মহারাষ্ট্র, ভারত। - প্রশ্ন : মেক্সিকোয় প্রথম নারী প্রধান • বিচারপতির নাম কী?
উত্তর : নরমা লুসিয়া পিনা । - প্রশ্ন : ৭১তম মিস ইউনিভার্স নির্বাচিত হন কে?
উত্তর : আর বনি গ্যাব্রিয়েল (যুক্তরাষ্ট্র)। - প্রশ্ন : লেপার্ড-২ ট্যাংক কোন দেশের তৈরি?
উত্তর : জার্মানি। - প্রশ্ন : ২৩ জানুয়ারি ২০২৩ ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হওয়া পঞ্চম সাবমেরিনের নাম কী?
উত্তর : আইএনএস বাগির। - প্রশ্ন : Ghostwriting কী?
উত্তর : একজনের মুখ থেকে শুনে শুনে লেখার রীতি হলো Ghostwriting । যিনি লেখেন তিনি Ghostwriter. - প্রশ্ন : রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নতুন রুশ কমান্ডার কে?
উত্তর : চিফ অব জেনারেল স্টাফ জেনারেল ভ্যালেরি গেরাসিমভ। - প্রশ্ন : স্মার্ট বাংলাদেশ ” গড়ার ভিত্তি – ৪টি ( যেমন ?
উত্তর : স্মার্ট সিটিজেন, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট, স্মার্ট সোসাইটি) - প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ” টানেল যে নদীর তলদেশে নির্মিত ?
উত্তর : কর্ণফুলী - প্রশ্ন : কর্ণফুলী টানেল ( বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল) এর মূল অংশের দৈর্ঘ্য ?
উত্তর : ৩.৪ কিলোমিটার - প্রশ্ন : বিবিসি বাংলা রেডিও’র সম্প্রচার বন্ধ হয়?
উত্তর : ৩১ ডিসেম্বর, ২০২২ - MRT Line-6 মেট্রোরেল এর স্টেশন সংখ্যা ?
উত্তর : ১৭ টি - প্রশ্ন: আর এস-২৮ সারামাত কোন দেশের ক্ষেপণাস্ত্র?
উত্তরঃ রাশিয়া। - প্রশ্নঃ সম্প্রতি ভারতের লাদাখে উদ্বোধন হওয়া সামরিক ঘাটির নাম কী?
উত্তরঃ নয়োম। - প্রশ্ন: জাতিসংঘের ৭৮তম অধিবেশনের সভাপতি কে?
উত্তরঃ ডেনিস ফ্রান্সিস। - প্রশ্নঃ Five Eyes কোন দেশগুলোর গোয়েন্দা সংস্থাকে বোঝানো হয়?
উত্তরঃ অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র - প্রশ্নঃ সম্প্রতি পর্তুগালের ছয় তরুণ-তরুণী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় একসঙ্গে কতটি দেশের বিরুদ্ধে মামলা করেন?
উত্তরঃ ৩২টি - প্রশ্নঃ ২০২৩ বাংলাদেশ কোন দেশের সাথে ট্রানজিট চুক্তি স্বাক্ষর করে?
উত্তরঃ ভুটান - প্রশ্ন : মুজিবপিডিয়া’র নির্বাহী সম্পাদক ?
উত্তর : আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন - প্রশ্ন : বাংলাদেশের সংবিধান দিবস?
উত্তর : ৪ নভেম্বর - India Middle East Europe Economic Corridor নির্মাণের পরিকল্পনা ঘোষণা করা হয় কবে?
উত্তরঃ ৯ সেপ্টেম্বর ২০২৩। - প্রশ্ন: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (MP) নতুন কমিশনারের নাম কী?
উত্তরঃ হাবিবুর রহমান - প্রশ্ন: সম্প্রতি বাংলাদেশ কোন দেশের সামরিক প্লাটফর্মে যুক্ত হয়?
উত্তরঃ জাপান Official Security Assistance - প্রশ্নঃ BITA’র পূর্ণরূপ কী?
উত্তরঃ Bangladesh Public Procurement Authority I - প্রশ্নঃ বেসরকারি খাতে দেশের বৃহৎ বিদ্যুৎকেন্দ্র এস এস পাওয়ার প্ল্যান্ট কোথায় অবস্থিত?
উত্তরঃ চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারায়। - প্রশ্নঃ ইউক্রেনের নতুন মুসলিম প্রতিরক্ষা মন্ত্রীর নাম কী?
উত্তরঃ রুস্তেম উমেরভ। - প্রশ্নঃ বাংলাদেশ কষি গবেষণা ইনস্টিটিউটের (BARI) উচ্চাধিত নতুন জাতের কাঁঠালের নাম কি?
উত্তরঃ বারি কাঁঠাল -৬ - প্রশ্ন : বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ?
উত্তর : ১০ জানুয়ারি - প্রশ্ন : শহীদ আসাদ দিবস ?
উত্তর : ২০ জানুয়ারি - প্রশ্ন : বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২২ লাভ করেন?
উত্তর : ১৫ জন ব্যক্তি - প্রশ্ন : সুন্দরবনে বাঘের সংখ্যা ?
উত্তর : ১১৪ টি - প্রশ্ন : রাষ্ট্রপতি বাসভবনের নাম?
উত্তর :বঙ্গভবন - প্রশ্ন : শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয় ?
উত্তর : শরীয়তপুর - প্রশ্ন : শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় ?
উত্তর : নেত্রকোনা - প্রশ্ন : মেট্রোরেল প্রকল্পে অর্থায়নকারী দেশ?
উত্তর : জাপান (জাইকা) - প্রশ্নঃ বর্তমানে দেশে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো ঘোষিত প্রতিষ্ঠান কতটি?
উত্তরঃ ৩৪টি। - প্রশ্নঃ বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ কোন ধরনের স্যাটেলাইট হবে?
উত্তরঃ আর্থ অবজারভেটরি স্যাটেলাইট - প্রশ্নঃ জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান কে?
উত্তর: কবিরুল ইদা - প্রশ্নঃ ঢাকা ভাঙ্গা রেল চলাচল উদ্বোধন করা হয় কবে?
উত্তরঃ ১০ অক্টোবর ২০২৩ - প্রশ্নঃ পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরের বর্তমান নাম কী?
উত্তরঃ পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর। - প্রশ্নঃ বাংলাদেশের শিল্প এবং সমাজকর্মে অবদান রাখায় মাদার তেরেসা অ্যাওয়ার্ড পান কে?
উত্তরঃ ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ নূর আলী - প্রশ্ন : কারাগার থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লিখিত ৩৫টি পত্রাবলি নিয়ে সংকলিত গ্রন্থের নাম ?
উত্তর : চিঠিপত্র: শেখ মুজিবুর রহমান - প্রশ্ন : জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী, জনসংখ্যা বৃদ্ধির হার ?
উত্তর : ১.২২% - প্রশ্ন : জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী, স্বাক্ষরতার হার ?
উত্তর : ৭৪.৬৬% - প্রশ্ন : দেশের প্রথম পাতাল রেল (MRT Line-1) এর দৈর্ঘ্য ?
উত্তর : ৩১.২৪১ কিলোমিটার - প্রশ্ন : দেশের প্রথম স্মার্ট উপজেলা ?
উত্তর : শিবচর, মাদারীপুর - প্রশ্ন : মুজিবনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে ?
উত্তর : মেহেরপুর - প্রশ্ন : ২৫০ বছরের ইতিহাস সমৃদ্ধ ইস্তানবুলের রামি ব্যারাককে পুনঃসংস্কারের পর তৈরি করা ‘রামি লাইব্রেরি’ কবে উদ্বোধন করা হয়?
উত্তর : ২০ জানুয়ারি ২০২৩। - প্রশ্ন : চিপ যুদ্ধ কী?
উত্তর : সাম্প্রতিক সময়ে ‘সেমিকন্ডাক্টর চিপ’ শিল্পের বাজার ধরতে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রতিযোগিতা চিপ যুদ্ধ বলে পরিচিত। - ২০২৪ সালের অস্কারের ৯৬তম আসরে বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশ থেকে অংশ নিবে কোন চলচ্চিত্র?
উত্তরঃ পায়ের তলায় মাটি নাই। - প্রশ্নঃ বর্তমানে দেশে নিরক্ষর জনগোষ্ঠী কত শতাংশ?
উত্তরঃ ২৩.২%। - প্রশ্ন : সর্বজনীন পেনসন ব্যবস্থাপনা বিল-২০২৩ পাস হয় ?
উত্তর : ২৪ জানুয়ারী, ২০২৩ - প্রশ্ন : বাংলাদেশের ঢাকা মেট্রোরেল (MRT Line-6) উদ্বোধন করা হয় ?
উত্তর : ২৮ ডিসেম্বর, ২০২২ - প্রশ্ন : মেট্রোরেল এর প্রথম যাত্রী ?
উত্তর : শেখ হাসিনা - প্রশ্ন : মেট্রোরেল এর লোগোর ডিজাইনার ?
উত্তর : আলী আহসান নিশান - প্রশ্ন : মুজিব বর্ষের লোগোর ডিজাইনার ?
উত্তর : সব্যসাচী হাজরা - প্রশ্ন : মুজিবপিডিয়া’র প্রকাশক?
উত্তর : HCCBL ( History and Culture Circle Bangladesh Limited) - প্রশ্ন : মুজিবপিডিয়া’র প্রধান সম্পাদক ?
উত্তর : কামাল চৌধুরী ( সম্পাদক – ফরিদ কবির) - প্রশ্ন : MRT Line-6 মেট্রোরেল এর দৈর্ঘ্য ?
উত্তর : ২১.২৬ কিলোমিটার ( উত্তরা-কমলাপুর)
চাকরির সাধারণ জ্ঞান শেষ কথাঃ
প্রতিদিনের চাকরির সাধারণ জ্ঞান, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, বিসিএস প্রস্তুতি, চাকরি প্রাপ্তী পরীক্ষা জন্য কিছু গুরুত্বপূর্ণ সাধারন জ্ঞান, আপডেট পাবেন এই পত্রকায় ধন্যবাদ শেয়ার করে সাথে থাকবেন।