Online E-Service - অনলাইন ই-সার্ভিস

নামজারি খতিয়ান অনুসন্ধান করবেন!

Rate this post

নামজারি খতিয়ান অনুসন্ধান করার নিয়ম

নামজারি খতিয়ান অনুসন্ধান করতে এই লিংক https://eporcha.gov.bd ওয়েবসাইট ভিজিট করুন। এরপর, মেনু থেকে নামজারি খতিয়ান সিলেক করুন। তারপর, বিভাগ, জেলা, উপজেলা ও মৌজা নির্বাচন করে খতিয়ান নং দিয়ে সার্চ করুন। এভাবে করে নামজারি খতিয়ান অনুসন্ধান করতে পারবেন।

নামজারি খতিয়ান অনুসন্ধান
নামজারি খতিয়ান অনুসন্ধান

উপরের ইমেজটি লক্ষ্য করলে দেখতে পাবেন, নামজারি খতিয়ান অনলাইন অনুসন্ধান করার জন্য আমি eporcha gov bd ওয়েবসাইটে প্রবেশ করেছি। তারপর, নামজারি খতিয়ান মেনুতে ক্লিক করেছি। আর এস খতিয়ান যাচাই করার নতুন নিয়ম ২০২৪

নামজারি খতিয়ান আবেদন করুন এই নিয়মে

এখন, নিচের বক্সে বিভাগ, জেলা, উপজেলা এবং খতিয়ান তালিকা থেকে খতিয়ান নং বা জমির মালিকের নাম নির্বাচন করেছি। এরপর, ডাবল ক্লিক করলে নিচের ইমেজের মতো খতিয়ানের তথ্য দেখতে পাবেন।

নামজারি খতিয়ান অনুসন্ধান
নামজারি খতিয়ান অনুসন্ধান

খতিয়ান এর তথ্য অনুসন্ধান করার পর আপনি চাইলে উক্ত খতিয়ান এর অনলাইন কপি সংগ্রহ করতে পারেন। এজন্য, খতিয়ান আবেদন বাটনে ক্লিক করে পর্যাপ্ত তথ্য এবং নির্দিষ্ট পরিমাণ ফি জমা দিতে হবে। এরপর নামজারি খতিয়ান এর অনলাইন কপি সংগ্রহ করে খতিয়ান যাচাই ও জমির দাগ নম্বর যাচাই করতে পারবেন।

এরপরিবর্ত, আপনি যদি আরএস খতিয়ান অনুসন্ধান, বিআরএস খতিয়ান অনুসন্ধান, সার্ভে খতিয়ান অনুসন্ধান করার পদ্ধতি জানতে চান, তবে খতিয়ান অনুসন্ধান করুন অনলাইনে পোস্টটি পড়তে পারেন। উক্ত পোস্টে সকল পদ্ধতি একদম বিস্তারিত আলোচনা করেছি।

গুগল নিউজ আপডেট পেতে ফলো করে রাখেন

নামজারি খতিয়ান আবেদন ফর্ম

  • নামজারি খতিয়ান অনলাইন অনুসন্ধান করার পর খতিয়ান ও দাগের তথ্য জানতে পারবেন। খতিয়ান আবেদন করার জন্য নিচের পদ্ধতি অনুসরণ করুন।
  • মালিকের নামের উপর ডাবল ক্লিক করার পর খতিয়ান আবেদন বাটনে ক্লিক করতে হবে। এরপর, আপনার জাতীয় পরিচয় পত্রের নাম্বার, জন্ম তারিখ নির্বাচন করে দিতে হবে এবং আপনার মোবাইল নাম্বার দিয়ে নিচে থাকা যাচাই করুন বাটনে ক্লিক করবেন।
নামজারি খতিয়ান অনুসন্ধান
নামজারি খতিয়ান অনুসন্ধান

নামজারি খতিয়ান অনলাইন আবেদন ফি প্রধানের নিয়ম।

যাচাই সম্পন্ন হলে নিচের ইমেজের মতো নিচের দিকে নাম, ইমেইল এবং ঠিকানা লিখে দিবেন। আবেদনের ধরণ থেকে অনলাইন কপি নাকি সার্টিফাইড কপি নিতে চান সেটি সিলেক্ট করে দিবেন। অনলাইন কপি নিতে চাইলে ১০০ টাকা ফি পরিশোধের মাধ্যম নির্বাচন করে ক্যাপচা পূরণ করে পরবর্তী ধাপে যাবেন। এখানে, পেমেন্ট সম্পন্ন করে অনলাইন কপি সংগ্রহ করতে পারবেন।

নামজারি খতিয়ান অনুসন্ধান
নামজারি খতিয়ান অনুসন্ধান

সার্টিফাইড কপি নিতে চাইলে অফিস কাউন্টার নাকি ডাকযোগে নিতে চান, সেটি নির্বাচন করতে হবে। দেশের অভ্যন্তরে নাকি দেশের বাইরে সেটি নির্বাচন করে দিয়ে ঠিকানা দিতে হবে। এরপর পেমেন্ট করে দিলে আপনার ঠিকানায় ডাকযোগে নামজারি খতিয়ানের কপি চলে যাবে। অফিস কাউন্টার সিলেক্ট করলে আপনাকে অফিস থেকে সংগ্রহ করতে হবে। অফিস এবং ডাকযোগে নেয়ার ফি ভিন্ন হবে।

নামজারি আবেদন করার পর আবেদন চেক করতে হয়। আপনার আবেদন এর বর্তমান অবস্থা জানতে পারবেন আবেদন চেক করে। আবেদন চেক করতে নিচের পদ্ধতি অনুসরণ করুন।

নামজারি খতিয়ান আবেদন যাচাই করার নিয়ম

নামজারি আবেদন চেক করতে https://mutation.land.gov.bd ওয়েবসাইট ভিজিট করুন। এরপর মেনু থেকে আবেদনের সর্বশেষ অবস্থা অপশনে ক্লিক করবেন। অতঃপর, বিভাগ, আবেদন আইডি, জাতীয় পরিচয় পত্র নির্বাচন করে দিবেন এবং ক্যাপচা পূরণ করে খুঁজুন বাটনে ক্লিক করবেন। এভাবে করে নামজারি আবেদন চেক করতে পারবেন।

বিস্তারিত পদ্ধতি ছবিসহ নিচে দেওয়া হলো।

প্রথমে প্রবেশ করুন https://mutation.land.gov.bd এই লিংকে।
এরপর, মেনু থেকে আবেদনের সর্বশেষ অবস্থা অপশনে ক্লিক করবেন নিচে দেখানো আছে।

নামজারি খতিয়ান অনুসন্ধান
নামজারি খতিয়ান অনুসন্ধান

তারপর, বিভাগ, আবেদন আইডি, জাতীয় পরিচয় পত্র নির্বাচন করে দিবেন এবং ক্যাপচা পূরণ করে খুঁজুন বাটনে ক্লিক করবেন।

নামজারি খতিয়ান অনুসন্ধান
নামজারি খতিয়ান অনুসন্ধান

এভাবে করে সহজ কিছু ধাপের মাধ্যমে আপনার ই- নামজারি আবেদন চেক করতে পারবেন।

নামজারি খতিয়ান অনুসন্ধান নিয়ে কিছু প্রশ্ন ও উত্তর

নামজারি খতিয়ান অনুসন্ধান করার উপায় কী?
নামজারি খতিয়ান অনুসন্ধান করার জন্য eporcha.gov.bd এই ওয়েবসাইট ভিজিট করে নামজারি খতিয়ান নির্বাচন করতে হবে। এরপর, বিভাগ, জেলা, উপজেলা এবং মৌজা নির্বাচন করে খতিয়ান নং বা মালিকের নাম দিয়ে খতিয়ান অনুসন্ধান করতে পারবেন।

জমি খারিজ বলতে কী বুঝায়?
পুরাতন মালিকের নাম পরিবর্তন করে নতুন মালিকের নামে জমি রেকর্ড করাকে জমি খারিজ করা বুঝায়।

নামজারি কিভাবে চেক করতে হয়?
নামজারি চেক করতে https://mutation.land.gov.bd ওয়েবসাইট ভিজিট করতে হবে। এরপর, আবেদনের সর্বশেষ অবস্থা অপশন থেকে বিভাগ, জাতীয় পরিচয় পত্রের নাম্বার, আবেদন আইডি নির্বাচন করে দিয়ে ক্যাপচা পূরণ করে খুঁজুন বাটনে ক্লিক করতে হবে। এভাবে করে, নামজারি আবেদন চেক করতে হয়।

{
“@context”: “https://schema.org”,
“@type”: “FAQPage”,
“mainEntity”: [{
“@type”: “Question”,
“name”: “নামজারি খতিয়ান অনুসন্ধান করার উপায় কী?”,
“acceptedAnswer”: {
“@type”: “Answer”,
“text”: “নামজারি খতিয়ান অনুসন্ধান করার জন্য eporcha.gov.bd এই ওয়েবসাইট ভিজিট করে নামজারি খতিয়ান নির্বাচন করতে হবে। এরপর, বিভাগ, জেলা, উপজেলা এবং মৌজা নির্বাচন করে খতিয়ান নং বা মালিকের নাম দিয়ে খতিয়ান অনুসন্ধান করতে পারবেন।”
}
},{
“@type”: “Question”,
“name”: “জমি খারিজ বলতে কী বুঝায়?”,
“acceptedAnswer”: {
“@type”: “Answer”,
“text”: “পুরাতন মালিকের নাম পরিবর্তন করে নতুন মালিকের নামে জমি রেকর্ড করাকে জমি খারিজ করা বুঝায়।”
}
},{
“@type”: “Question”,
“name”: “নামজারি কিভাবে চেক করতে হয়?”,
“acceptedAnswer”: {
“@type”: “Answer”,
“text”: “নামজারি চেক করতে https://mutation.land.gov.bd ওয়েবসাইট ভিজিট করতে হবে। এরপর, আবেদনের সর্বশেষ অবস্থা অপশন থেকে বিভাগ, জাতীয় পরিচয় পত্রের নাম্বার, আবেদন আইডি নির্বাচন করে দিয়ে ক্যাপচা পূরণ করে খুঁজুন বাটনে ক্লিক করতে হবে। এভাবে করে, নামজারি আবেদন চেক করতে হয়।”
}
}] }

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button