Online E-Service - অনলাইন ই-সার্ভিস

অনলাইন ট্রেন টিকেট বুকিং – ই-টিকেট ওয়েবসাইট

Rate this post

অনলাইন ট্রেন টিকেট বুকিং

মোবাইল ট্রেন টিকেট বুকিং, রেলওয়ে টিকেট বুকিং, বাংলাদেশ রেলওয়ে টিকেট বুকিং, ট্রেনের অগ্রিম টিকেট, ট্রেনের টিকিট ক্রয়, ই-টিকেট (ওয়েবসাইট), বাংলাদেশ রেলওয়ে টিকিট, Bangladesh railway,

ট্রেনের টিকিট বুকিং দিতে কি কি প্রয়োজন হবে।

নিচের যে কোন একটি প্রয়োজন হবে।

  • জাতীয় পরিচয়পত্র বা NID কার্ড,
  • জন্ম নিবন্ধন সনদ
  • অথবা বিদেশি নাগরিকদের জন্য পাসপোর্টের অবশ্যই দরকার।

কেননা উপরের যে কোন একটি ছাড়া আপনি ট্রেনের টিকিট কাটতে পারবেননা।

পাসপোর্ট করার নিয়ম ২০২৪ – বাংলাদেশে পাসপোর্ট করতে কি কি লাগে

উপরের যে কোন একটির মাধ্যমে আপনাকে প্রথমে বাংলাদেশ রেলওয়ের ওয়েব পোর্টালে নিবন্ধন করতে হবে। নিবন্ধন ছাড়া ট্রেনের কোন টিকিট কাটা সম্ভব নয়। তাই NID কার্ড, জন্ম নিবন্ধন সনদ অথবা বিদেশি নাগরিকদের জন্য পাসপোর্টের ভেরিফাইয়ের মাধ্যমে নিবন্ধন করেই ট্রেনের টিকিট কাটতে পারবেন।

অনলাইনে নিবন্ধন

দুইভাবে অনলাইনে ট্রেনের টিকিট কাটার জন্য নিবন্ধন করা যায়। যথা-

  • রেলওয়ে টিকিট ওয়েব পোর্টাল বা Rail Sheba অ্যাপস এর মাধ্যমে।
  • মোবাইল হতে এসএমএস এর মাধ্যমে।
  • যারা ইতোপূর্বে নিবন্ধন করেছেন তারা ইউজার নেইম ও পাসওয়ার্ড দিয়ে https://eticket.railway.gov.bd/ ঠিকানায় বা Rail Sheba apps দিয়ে লগইন করে ট্রেনের টিকিট কাটতে পারবেন।
অনলাইন ট্রেন টিকেট বুকিং দেওয়ার নিয়ম ছবি
অনলাইন ট্রেন টিকেট বুকিং দেওয়ার নিয়ম ছবি

ম্যাসেজের মাধ্যমেও নিবিন্ধন সম্পন্ন করতে পারবেন। সেক্ষেত্রে মোবাইলে ম্যাসেজ অপশনে গিয়ে লিখতে হবে BR<space>NID<space>জন্ম তারিখ (জন্ম তারিখ ফরমেট- বছর>মাস>দিন এভাবে দিতে হবে) দিয়ে এসএমএস পাঠাতে হবে ২৬৯৬৯ নম্বরে।

ফিরতি এসএমএস এর মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার নিবন্ধন সফল হয়েছে না ব্যর্থ হয়েছে।

নিবন্ধনের শর্ত

  • ১২ থেকে ১৮ বছর বয়সের যাত্রীরা বাবা মায়ের জাতীয় পরিচয়পত্র দিয়ে করা রেলওয়ে একাউন্ট থেকে টিকিট কাটলে যাত্রার সময় যাত্রীর সম্পর্ক যাচাইয়ের জন্য অবশ্যই তাকে জন্ম নিবন্ধন সনদের ফটোকপি সাথে রাখতে হবে।
  • বিদেশি নাগরিক যদি ট্রেনের টিকিট কাটতে চান তাহলে তাকে অবশ্যই পাসপোর্ট নম্বর প্রদান ও পাসপোর্টের ছবি আপলোড করার মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
  • ভ্রমণকালে যাত্রীকে অবশ্যই নিজস্ব জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদের ফটোকপি বা পাসপোর্ট /ছবি সংবলিত আইডি কার্ড সাথে রাখতে হবে।
  • আর এসব শর্ত যদি আপনি না মানেন তাহলে বিনা টিকিটে ভ্রমনের দায়ে অভিযুক্ত করা হবে এবং আপনাকে একটি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।
  • উল্লেখ্য যে, আপনি অনলাইনে নিবন্ধন করলেই যে ট্রেনের টিকিট ক্রয় করতে পারবেন তা কিন্তু নয়। শুধু মাত্র ট্রেনের সিট খালি থাকা শর্তে টিকিট ক্রয় করতে পারবেন। সে ক্ষেত্রে আপনি আগে আবেদন করলে আগে ক্রয় করতে পারবেন।

অনলাইনে নিবন্ধন পদ্ধতি।

অনলাইনে নিবন্ধন করার জন্য আপনাকে নিচের তথ্য অবলম্বন করতে হবে। যথা-

  • ওয়েবসাইটে প্রবেশ।
  • নিবন্ধন করার জন্য প্রথমে আপনাকে প্রবেশ করতে হবে https://eticket.railway.gov.bd/এই ঠিকানায়। উক্ত ঠিকানায় প্রবেশ করার পর আপনার সামনে যে পেইজটি ওপেন হবে তার উপরের ডান পাশে রেজিস্ট্রেশন অপশন দেখতে পাবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button