ই পাসপোর্ট - E‑Passport

পাসপোর্ট করতে কি কি লাগে – নতুন নিয়ম

Rate this post

পাসপোর্ট করতে কি কি লাগে

পাসপোর্ট করতে কি কি লাগে, ই পাসপোর্ট করতে কি কি লাগে, পাসপোর্ট করতে কি কি লাগে এবং কত টাকা লাগে, বাংলাদেশে পাসপোর্ট করতে কি কি লাগে অনলাইনে ই-পাসপোর্ট আবেদন ফরম পূরণ ও পাসপোর্ট ফি

অনলাইনে আবেদন সাবমিট করার পর ২টি ডকুমেন্ট Download করতে হবে, একটি Application Summery এবং অন্যটি Registration Form। এই ২টি ডকুমেন্ট প্রিন্ট করে অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রসহ জমা দিতে হবে।

See More : জন্ম নিবন্ধন সংশোধন আবেদন অবস্থা

জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ

যাদের বয়স বরাবর ২০ বছর বা তার বেশি, তাদের ক্ষেত্রে পাসপোর্ট করতে অবশ্যই জাতীয় পরিচয়পত্রের মূল কপি দেখাতে হবে এবং ফটোকপি আবেদনের সাথে জমা দিতে হবে। তবে পিতা-মাতার জাতীয় পরিচয় পত্র প্রয়োজন হয় না।

পাসপোর্ট করতে কি কি লাগে
পাসপোর্ট করতে কি কি লাগে

আবার যাদের বয়স ১৮ থেকে ১৯ বছরের মধ্যে তারা চাইলে জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম নিবন্ধন যে কোন ১টি ডকুমেন্ট দিয়ে পাসপোর্ট করতে পারবেন।

  • পাসপোর্ট আবেদনের অনলাইন কপি
  • আবেদন সামারি
  • জাতীয় পরিচয়পত্র / জন্ম নিবন্ধন
  • পাসপোর্ট ফি পরিশোধের চালান রশিদ
  • নাগরিক সনদ / চেয়ারম্যান সার্টিফিকেট
  • পেশা প্রমাণের ডকুমেন্ট

ই পাসপোর্ট করতে যে সব কাগজপত্র লাগে

পাসপোর্ট অধিদপ্তরের নির্দেশনা 23 Oct 2022 অনুযায়ী ই পাসপোর্ট আবেদন করতে হলে আবেদনকারী জাতীয় পরিচয় পত্র (National ID Card) অথবা জন্ম নিবন্ধন সনদ (Birth Certificate) প্রয়োজন।

সরকারি চাকরিজীবীদের পাসপোর্ট আবেদনের জন্য এক্সট্রা ডকুমেন্ট হিসেবে GO অথবা NOC পেপার দাখিল করতে হয়।

ই পাসপোর্ট আবেদনকারীর বয়স এবং পেশার উপর ভিত্তি করে আবেদনের সাথে জমাকৃত কাগজপত্রের ভিন্নতা দেখা যায়। যেমন শিশুদের পাসপোর্ট করতে যে সকল ডকুমেন্ট প্রয়োজন তার থেকে প্রাপ্তবয়স্ক বাংলাদেশী নাগরিকের ই পাসপোর্ট আবেদন করতে কিছু ডকুমেন্টের ভিন্নতা দেখা যায়।

তেমনিভাবে সাধারণ জনগণ এবং সরকারি চাকরিজীবীদের পাসপোর্ট আবেদনের ক্ষেত্রেও পাসপোর্ট করতে প্রয়োজনীয় কাগজপত্রে কিছুটা ভিন্ন হয়।

শিশুদের ই পাসপোর্ট করতে কি কি লাগে

শিশুদের পাসপোর্ট আবেদন করার জন্য অনলাইন জন্ম নিবন্ধন প্রয়োজন। তার সাথে শিশুর পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের কপি আবেদনের সাথে অবশ্যই সংযুক্ত করতে হবে। যাদের জাতীয় পরিচয়পত্র নেই তারা পাসপোর্ট আবেদনের সাথে পিতা-মাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংযুক্ত করা বাধ্যতামূলক।

শিশুদের পাসপোর্ট করতে যে সকল কাগজপত্র এবং ডকুমেন্টের প্রয়োজন হয় তা নিচে লিস্ট আকারে প্রকাশ করা হলো-

  • অনলাইন জন্ম নিবন্ধন সনদ
  • পিতা-মাতার আইডি কার্ডের ফটোকপি
  • Passport Application Summary
  • Application Form
  • পাসপোর্ট ফি পরিশোধের রশিদ
  • 3R Size ছবি Lab Print, Gray Background

সরকারি চাকরিজীবীদের পাসপোর্ট করতে যা যা লাগে

সরকারি চাকরিজীবীদের পাসপোর্ট আবেদন করতে সাধারণ জনগণের থেকে একটি ডকুমেন্ট বেশি লাগে, তা হচ্ছে NOC (No Objection Certificate) বা GO (Government Order) পেপার। এছাড়া বাকি সকল কাগজপত্র একজন সাধারণ নাগরিকের যা প্রয়োজন তাই এখানে প্রযোজ্য।

NOC: সরকারি কর্মকর্তা কিংবা কর্মচারী ব্যক্তিগত কাজে বিদেশে যাওয়ার জন্য পাসপোর্ট আবেদন করলে তার বিভাগ, অধিদপ্তর বা মন্ত্রণালয় থেকে অনাপত্তিপত্র সনদ (No Objection Certificate) সংগ্রহ করতে হয়।

GO: Go হলো Government Order বা সরকারি আদেশ। সরকারি / রাষ্ট্রীয় কাজে দেশের বাইরে যাওয়ার জন্য সরকারি আদেশ বা Government Order পাসপোর্ট করার সময় দাখিল করতে হয়।

প্রাপ্তবয়স্কদের পাসপোর্ট করতে কি কি লাগে

প্রাপ্তবয়স্ক অর্থাৎ যাদের বয়স ১৮ কিংবা তার বেশি তাদের ক্ষেত্রে পাসপোর্ট করতে হলে জাতীয় পরিচয়পত্র, নাগরিক সনদ প্রয়োজন হয়।

  • আইডি কার্ডের ফটো কপি
  • ই পাসপোর্ট আবেদনের সামারি
  • Application Form
  • পাসপোর্ট ফি পরিশোধের চালান / ব্যাংক ড্রাফ
  • পেশা ছাত্র ছাত্রী হলে Student ID card
  • নাগরিক সনদ

প্রি পুলিশ ভেরিফিকেশন

প্রি পুলিশ ভেরিফিকেশন এটি সবার জন্য প্রযোজ্য নয়। যারা ইমারজেন্সি পাসপোর্ট করতে চাচ্ছে অর্থাৎ চিকিৎসার কারণে কিংবা জরুরী কাজে সুপার এক্সপ্রেস ডেলিভারিতে পাসপোর্ট করতে চাচ্ছেন তারা আগে থেকেই পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে আবেদন করতে হয়।

সাধারণ কিছু প্রশ্ন এবং উত্তর

পাসপোর্ট নাম্বার কোথায়?

পাসপোর্ট নম্বরটি শনাক্তকরণ পৃষ্ঠার উপরের ডানদিকের থাকে, যেটিতে আপনার ছবি থাকে।

পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন কি?

পাসপোর্ট পাওয়ার জন্য পুলিশ ভেরিফিকেশন অপরিহার্য অংশ। পাসপোর্টটি নিশ্চিত করা যাতে কোনও অপরাধমূলক রেকর্ড নেই এমন একজন প্রকৃত নাগরিককে দেওয়া হয় ।

কিভাবে পুলিশ ক্লিয়ারেন্স চেক অনলাইন?

পাসপোর্ট নাম্বার দিয়ে পুলিশ চেক করতে হবে pcc.police.gov.bd ওয়েবসাইটে। এরপরে My Account থেকে Application Information ফর্মে রেফারেন্স নাম্বার, পাসপোর্ট নাম্বার দিয়ে Search ক্লিক করুন। এছাড়াও My Account পেইজের নিচে আপনার পুলিশ ক্লিয়ারেন্স এপ্লিকেশন স্ট্যাটাস দেখতে পাবেন।

 শেষ কথা: পাসপোর্ট করার আগে আরো বিস্তারিতভাবে পাসপোর্ট অফিসিয়াল ও তাদের নতুন নতুন নীতিমালা দেখে আবেদন করবেন ধন্যবাদ আপনাদের সবাইকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button