ই পাসপোর্ট - E‑Passport

E passport check online bangladesh

Rate this post

e passport check online bangladesh

e passport check online bangladesh করে নিন Online-এ মাত্র ২০ সেকেন্ডে। আপনার e Passport বা MRP পাসপোর্ট এখন কোথায় আছে তা জানার জন্য নিচের ফর্মে আপনি আপনার ডেলিভারি স্লিপের Application আইডি অথবা অনলাইন রেজিস্ট্রেশন আইডি বসিয়ে আপনার e Passport Status টি জেনে নিন। কিভাবে পাসপোর্ট চেক করতে হবে তা ফর্মের ভিতর বিস্তারিত দেওয়া আছে। যদি বুজতে না পারেন তা হলে পাসপোর্ট চেক করার আগে নিচের লেখাগুলো ভালোভাবে পড়ুন তারপর e Passport Check করুন।

পাসপোর্ট স্টেটাস চেক করব কিভাবে অনলাইন?

উপরের ফরম এর ভিতরে আপনারা Online Registration ID এবং Application ID দেখতে পারছেন। আপনারা যে কোন একটি ID নাম্বার বসিয়ে আপনার পাসপোর্টটি চেক করতে পারবেন। আপনি চাইলে সরাসরি www.e passport.gov.bd check ওয়েবসাইটে গিয়ে e passport status check করতে পারবেন। কিভাবে দুইটি আইডি নাম্বার দিয়েই পাসপোর্ট চেক করবেন তা নিচে বিস্তারিত আলোচনা করা হলোঃ-

পাসপোর্ট স্ট্যাটাস চেক করতে https://www.epassport.gov.bd/landing ওয়েবসাইটে প্রবেশ করে Online Registration ID / Application ID এর যেকোনো একটি এবং জন্মতারিখ দিয়ে ই পাসপোর্ট চেক করুন। ই পাসপোর্ট স্ট্যাটাস জানার জন্য “Check” বাটনে ক্লিক করুন।

e passport check online bangladesh 2024
e passport check online bangladesh

পাসপোর্ট করার নিয়ম ২০২৪ – বাংলাদেশে পাসপোর্ট করতে কি কি লাগে

আপনার ই পাসপোর্ট এর স্ট্যাটাস চেক করার জন্য ছোট ছোট এবং খুবই সহজ কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে। অনলাইনে ই পাসপোর্ট চেক করতে

e-passport website ভিজিট করুন
OID (Online Registration ID) লিখুন: প্রথম ইনপুট ফিল্ডে আপনার পাসপোর্ট আবেদনের অনলাইন রেজিস্ট্রেশন আইডি অথবা
Application ID লিখুন: দ্বিতীয় ঘরে অ্যাপ্লিকেশন আইডি বসান। এই অ্যাপ্লিকেশন আইডিটি সাধারণত ডেলিভারি স্লিপে দেওয়া থাকে।
জন্ম তারিখ বাছাই করুন: পাসপোর্ট এর আবেদনে যে জন্ম দিয়েছেন সেটি এখানে বাছাই করুন।
ক্যাপচা পূরণ করুন: স্ট্যাটাস চেক করার পূর্বে সিকিউরিটি ক্যাপচা পূরণ করুন।
Passport Status Check করুন: সবশেষে নিচে Check বাটনে ক্লিক করে পাসপোর্ট স্ট্যাটাস দেখুন।
নিচের ফর্মে আপনার পাসপোর্ট আবেদনের Online Registration ID / Application ID এবং জন্ম তারিখ লিখে এ পাসপোর্ট চেক করতে পারেন।

Application ID বা ডেলিভারি স্লিপ দিয়ে পাসপোর্ট চেক করার নিয়ম ২০২৪

OID বা Application ID দিয়ে যেভাবে Passport Check করা যায় ঠিক তেমনি ডেলিভারি স্লিপ দিয়ে পাসপোর্ট স্ট্যাটাস চেক করা যায়। উপরের ফরমের ভেতর Online রেজিস্ট্রেশন আইডির পাশে OR দিয়ে একটি Application ID এর খালি ঘর আছে। ওই খালি ঘরে আপনার অ্যাপ্লিকেশন আইডিটি বসাতে হবে। ডেলিভারি স্লিপে Application ID থাকে।

ওয়েবসাইটের মাধ্যমে-

ডেলিভারি স্লিপ দিয়ে পাসপোর্ট চেক

  • আপনার কম্পিউটার বা মোবাইল ফোনের ব্রাউজার থেকে passport.gov.bd ওয়েবসাইটে যান।
  • Application Status অপশনে ক্লিক করুন।
  • Enrollment ID ফিল্ডে আপনার পাসপোর্টের ডেলিভারি স্লিপের Enrollment IDটি লিখুন।
  • Date of Birth ফিল্ডে আপনার জন্ম তারিখটি লিখুন।
  • Captcha কোডটি সঠিকভাবে পূরণ করুন।
  • Search বাটনে ক্লিক করুন।

 

 

Md Lokman Hosen

আমি মো: লোকমান হোসেন আমি অনলাইনে লেখালেখি করি জন্ম নিবন্ধন ভোটার আইডির সকল বিষয় নিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button