ভোটার আইডি - Nid BD

বাংলাদেশ নির্বাচন কমিশন ভোটার আইডি কার্ড চেক

Rate this post

বাংলাদেশ নির্বাচন কমিশন ভোটার আইডি কার্ড চেক

আপনার কাছে যদি ভোটার স্লিপ/ ভোটার আইডি কার্ড নাম্বার, বাংলাদেশ নির্বাচন কমিশন ভোটার আইডি কার্ড চেক এবং আপনার জন্মতারিখ থাকে তাহলে আপনি খুব সহজেই ভোটার আইডি চেক করতে পারবেন।নতুন ভোটার আইডি কার্ড চেক, ভোটার আইডি কার্ড চেক 202৪, পুরাতন ভোটার আইডি কার্ড চেক, ভোটার আইডি কার্ড ডাউনলোড, ভোটার নাম্বার দিয়ে আইডি কার্ড চেক, ফরম নাম্বার দিয়ে আইডি কার্ড চেক, ভোটার আইডি কার্ড চেক ২০২৪, ভোটার আইডি কার্ড চেক করার নিয়ম,

ফরম নাম্বার দিয়ে NID Card Check

NID Website ভিজিট করে Registration অপশনে যান
ফরম নাম্বার ও জন্ম তারিখ লিখুন। Form Number এর শুরুতে NIDFN লিখুন।

বাংলাদেশ নির্বাচন কমিশন ভোটার আইডি কার্ড চেক
বাংলাদেশ নির্বাচন কমিশন ভোটার আইডি কার্ড চেক

উদাহরণ-NIDFN123456789

  • ক্যাপচা পূরণ করে সাবমিট করুন

NID প্রস্তুত হলে আপনার কাছে ঠিকানা সিলেক্ট করার অপশন আসবে।
ঠিকানা দিয়ে ও ফেইস ভেরিফিকেশন করে আইডি কার্ড চেক করুন।
ফরম নাম্বার হারিয়ে ফেললে দেখতে পারেন ভোটার স্লিপ হারিয়ে গেলে করণীয়। ফরম নাম্বার দিয়ে আইডি কার্ড

  • ফরম নাম্বার দিয়ে আইডি কার্ড
  • NID নাম্বার দিয়ে ভোটার আইডি কার্ড চেক
  • NID নাম্বার দিয়ে ভোটার আইডি কার্ড চেক করার জন্য ব্যবহার করতে পারেন Automated Challan System।
  • Link https://www.nidw.gov.bd/

এখানে ভিজিট করে পাসপোর্ট ফি অপশন সিলেক্ট করুন। এরপর ব্যক্তি বাটনে ক্লিক করে জাতীয় পরিচয় পত্র নাম্বার ও জন্ম তারিখ লিখে Check NID বাটন ক্লিক করুন। NID নাম্বার ঠিক থাকলে নাম ও ঠিকানা দেখতে পাবেন।

ভোটার আইডি কার্ড চেক ২০২৪

ভোটার আইডি কার্ড চেক করার জন্য services.nidw.gov.bd ওয়েবসাইটে গিয়ে NID নম্বর, জন্ম তারিখ, ঠিকানা ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করুন। NID Wallet অ্যাপ দিয়ে Face Verification সম্পন্ন করুন। ভেরিফিকেশন শেষে একাউন্টের Password সেট করুন। সবশেষে লগ ইন করে প্রোফাইল অপশন থেকে NID Card Check করতে পারবেন।

নতুন ও পুরাতন আইডি কার্ড চেক

পুরাতন ভোটার আইডি কার্ড চেক করার জন্য একই ভাবে ‍services.nidw.gov.bd সাইটে আইডি নাম্বার, জন্ম তারিখ ও ফেইস ভেরিফিকেশন করে NID account Registration করতে হবে। এরপর প্রোফাইলে লগইন করার পর আইডি কার্ডের তথ্য দেখতে পারবেন।

যারা নতুন ভোটার নিবন্ধন করেছেন তারাও একইভাবে নতুন ভোটার আইডি কার্ড চেক করতে পারবেন। এই পদ্ধতিতে কিভাবে Face Verification করে আপনার ভোটার আইডি কার্ড যাচাই করবেন তার বিস্তারিত প্রক্রিয়া এই লিংকে দেখানো হয়েছে, ভোটার আইডি কার্ড ডাউনলোড।

বিভিন্ন প্রতিষ্ঠান যেমন, পুলিশ, গোয়েন্দা সংস্থা, ব্যাংক-বীমা বা অন্যান্য প্রতিষ্ঠান জাতীয় পরিচয় পত্রের তথ্য যাচাইয়ের জন্য, নির্বাচন কমিশন থেকে সরবরাহ করা NID Verification সফটওয়ার ব্যবহার করতে পারে। এই Software ব্যবহার করার জন্য porichoy.gov.bd সাইট থেকে আবেদন করে ও ফি দিয়ে প্যাকেজ কিনতে হয়।

SMS এর মাধ্যমে নতুন ভোটার আইডি চেক

SMS এর মাধ্যমে এনআইডি কার্ড চেক করার জন্য মোবাইলে মেসেজ অপশন থেকে NID স্পেস Form Number স্পেস DD-MM-YYYY লিখে 105 নম্বরে Send করুন। ফিরতি মেসেজে আপনার এনআইডি প্রস্তুত হলে তা জানিয়ে দেয়া হবে এবং NID নম্বর পাঠানো হবে।

নতুন যারা ভোটার নিবন্ধন করেছেন কিন্তু এখনো জাতীয় পরিচয়পত্র নম্বর পান নি। আপনি এখনি এসএমএসের মাধ্যমেও মোবাইলে ভোটার আইডি চেক করতে পারবেন। আপনার স্মার্ট জাতীয় পরিচয়পত্র নম্বর জেনে নিতে পারেন এবং বিভিন্ন কাজে ব্যবহার করতে পারেন।

NID Number Check SMS Format

NID<Space>FORM NO<Space>DD-MM-YYYY এবং 105 নম্বরে পাঠিয়ে দিন। ফিরতি SMS এর মাধ্যমে আপনাকে জাতীয় পরিচয়পত্র নম্বর পাঠানো হবে।

মোবাইল দিয়ে ভোটার আইডি কার্ড চেক

মোবাইল দিয়ে ভোটার আইডি কার্ড চেক করার জন্য সহজ একটি উপায় হলো Online GD App ব্যবহার করে চেক করা। এজন্য প্রথেমে Play Store থেকে GD App ইন্সটল করুন। তারপর “নিবন্ধন” অপশনে গিয়ে এনআইডি নম্বর ও জন্ম তারিখ দিয়ে আপনার আইডি কার্ড চেক করতে পারবেন।

নাম ও ঠিকানাসহ জাতীয় পরিচয়পত্র যাচাই পদ্ধতি

শুধুমাত্র নাম ও ঠিকানাসহ জাতীয় পরিচয় পত্র যাচাই করার জন্য ভিজিট করুন ldtax.gov.bd । এরপর নাগরিক নিবন্ধন অপশন থেকে মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্ম তারিখ লিখে পরবর্তী ধাপে যান। মোবাইল নম্বরে আসা OTP দিয়ে একাউন্ট ভেরিফাই করুন। এরপর প্রোফাইলে লগইন করে জাতীয় পরিচয়পত্র তথ্য যাচাই করতে পারবেন।

বাংলাদেশ নির্বাচন কমিশন ভোটার আইডি কার্ড চেক
বাংলাদেশ নির্বাচন কমিশন ভোটার আইডি কার্ড চেক

শুধুমাত্র নাম, পিতা-মাতার নাম ও ঠিকানাসহ জাতীয় পরিচয় পত্র যাচাই করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন।

  • ভিজিট করুন ldtax.gov.bd এবং নাগরিক কর্ণারে ক্লিক করুন।
  • সচল মোবাইল নম্বর দিন, জাতীয় পরিচয়পত্র নম্বর দিন ও জন্ম তারিখ সিলেক্ট করুন।
  • মোবাইলে আসা OTP দিয়ে একাউন্ট Verify করুন।

এই পদ্ধতিতে আগে ছবিসহ তথ্য দেখার সুযোগ থাকলেও এখন শুধু নাম ও ঠিকানা দেখতে পারবেন। ব্যক্তিগত নিরাপত্তার কারণে নির্বাচন কমিশন থেকে এটি বন্ধ রাখা হয়েছে।

ভোটার আইডি কার্ড চেক সংক্রান্ত আপনার কোন অসুবিধা ও প্রশ্ন থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে জানান। যত দ্রুত সম্ভব উত্তর দেয়ার চেষ্টা করব।

ভোটার আইডি কার্ড সম্পর্কিত কিছু প্রশ্না ও উত্তর!!

স্মার্ট কার্ড কিভাবে পাবো ২০২৪?

স্মার্ট কার্ড তৈরী হলে তা সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে স্থানান্তর করা হয়। উপজেলা নির্বাচন অফিস থেকে স্মার্ট কার্ড সংগ্রহ করতে পারবেন। গ্রামে বা এলাকা ভিত্তিক স্মার্ট কার্ড বিতরণ ক্যাম্পেইন করে গ্রাহকের কাছে স্মার্ট আইডি কার্ড প্রদান করা হয়।

NID কার্ড এর মেয়াদ কত বছর?

আবেদনের সাথে প্রয়োজনীয় কাগজপত্র ও নির্ধারিত ফি জমা দিয়ে এনআইডি কার্ড নিতে হবে। আইডি কার্ডের মেয়াদ ১৫ বছর হওয়ায় ২০০৮ সালের আগে যেসকল নাগরিক এনআইডি কার্ড নিয়েছে চলতি বছরেই তাদের এনআইডি কার্ডের মেয়াদ শেষ হতে চলেছে। এর ফলে তাদের পুনরায় এনআইডি কার্ড নিতে হবে।

জাতীয় পরিচয় পত্র নাম্বার কোনটি?

SMS এর মাধ্যমে আইডি কার্ডের তথ্য অনুসন্ধান করার জন্য মোবাইলের মেসেজ অপশনে চলে যান এবং টাইপ করুন NID<space>NID No<space>dd-mm-yyyy এটি পাঠিয়ে দিতে হবে 105 এই নাম্বারে। 105 নাম্বার থেকে ফিরতি মেসেজ দিয়ে আপনার জাতীয় পরিচয় পত্র নাম্বার জানিয়ে দিবে।

ধন্যবাদ সবাইকে

Home

আজকের দক্ষিণ 
ভোটার আইডি

ভোটার আইডি কার্ড চেক 2024 – NID BD 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button