জন্ম নিবন্ধন - bdris.gov.bd

জন্ম নিবন্ধন সংশোধন আবেদন অবস্থা – Jonmo Nibondhon

Rate this post

জন্ম নিবন্ধন সংশোধন আবেদন অবস্থা

জন্ম নিবন্ধন সংশোধন আবেদন অবস্থা যাচাই করার জন্য আপনার ইউনিক ইউজার আইডি ও পাসওয়ার্ড প্রয়োজন হবে। বর্তমানে জন্ম ও মৃত্যু নিবন্ধন ওয়েবসাইটের তথ্য নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আবেদনের বর্তমান অবস্থা জানতে ভিজিট করুন:-  https://bdris.gov.bd/br/application/status এই লিংকে। তারপর লগইন করে আপনার আবেদনের ধরন, অ্যাপ্লিকেশন আইডি ও জন্ম তারিখ লিখুন। এবার ‘দেখুন’ লেখাতে ক্লিক করলেই আপনার আবেদনটির বর্তমান অবস্থা জানতে পারবেন।

জন্ম নিবন্ধনের তথ্য সংশোধন করতে https://bdris.gov.bd/br/correction সাইটে ভিজিট করুন। তারপর জন্ম নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ দিয়ে সার্চ করুন। আপনার জন্ম নিবন্ধনটি নির্বাচন করে তথ্য সংশোধন পেজে গিয়ে সংশোধনের বিষয় নির্বাচন করুন। তারপর চাহিত সংশোধিত তথ্য সঠিকভাবে পূরণ করে জন্মস্থানের ঠিকানা, স্থায়ী ঠিকানা ও বর্তমান ঠিকানা পূরণ করুন। এবার প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে আবেদনকারীর তথ্য দিন এবং ওটিপি যাচাই করুন। সর্বশেষ আবেদন সাবমিট করে আবেদনের প্রিন্ট কপি ও প্রয়োজনীয় প্রমাণপত্র সংশ্লিষ্ট জনপ্রশাসন কার্যালয়ে জমা দিন।

সংশোধন আবেদন সাবমিট করার পর ইউনিয়ন পরিষদ/ পৌরসভা কার্যালয়ে সংশোধন ফি জমা দিতে হবে। আবেদনটি অনুমোদনযোগ্য হলে এবং উপযুক্ত প্রমাণাদি থাকলে কতৃপক্ষ অনুমোদন করবে। তারপর আপনার নিবন্ধনের তথ্য সংশোধন করা হবে।

জন্ম নিবন্ধন সংশোধন করতে কি কি কাগজপত্র লাগে

জন্ম নিবন্ধন সংশোধনের জন্য সংশোধিত তথ্যের স্বপক্ষে উপযুক্ত প্রমানস্বরূপ কিছু ডকুমেন্টস সংযোজন করে আবেদন করতে হবে। সংশোধিত তথ্যের ধরন অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র ভিন্নতা দেখা যায়। সাধারণত জন্ম সনদ সংশোধনের ক্ষেত্রে সবচেয়ে বেশি পরিবর্তন করা হয়:

  • নিবন্ধনকারী নিজের নাম বা নামের অংশ
  • জন্ম তারিখ
  • পিতা-মাতার নাম বা নামের অংশ
  • স্থায়ী ঠিকানা কিংবা বর্তমান ঠিকানা ইত্যাদি

এসব তথ্যের ভিত্তিতে যে সকল ভিন্ন ভিন্ন কাগজপত্র প্রয়োজন হয় তার তালিকা নিচে দেওয়া হলো:

জন্ম নিবন্ধনে নিজের নাম বা নামের বানান সংশোধনে প্রয়োজনীয় কাগজপত্র

  • EPI টিকা কার্ড বা হাসপাতালের প্রত্যয়ন পত্র
  • নিবন্ধনাধীন ব্যক্তির জাতীয় পরিচয়পত্র (NID Card)
  • নিবন্ধনাধীন ব্যক্তির JSC/SSC/সম্মান ইত্যাদি বোর্ড পরীক্ষার সার্টিফিকেট
  • পাসপোর্টের কপি

প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে কাবিন নামার কপিও প্রমাণপত্র হিসেবে সংযোজন করা যাবে।
জন্ম নিবন্ধনে পিতা-মাতার নাম বা নামের অংশ সংশোধনে প্রয়োজনীয় কাগজপত্র

মোবাইলে জন্ম নিবন্ধন যাচাই – Jonmo Nibondhon Jachai Mobile

  • নিবন্ধনাধীন ব্যক্তির পিতা-মাতার ডিজিটাল বা অনলাইন জন্ম নিবন্ধন সনদ;
  • নিবন্ধনাধীন ব্যক্তির পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র;
  • পিতা-মাতার পাসপোর্ট সাইজের রঙিন ছবি;
  • পিতা বা মাতা মৃত্যুবরণ করলে, মৃত্যু সনদ জমা দিতে হবে (প্রযোজ্য ক্ষেত্রে)।
    এছাড়াও পিতা-মাতার তথ্যকে জোরদার করার জন্য নিবন্ধনাধীন ব্যক্তির অন্যান্য ভাই-বোনদের ভোটার আইডি কার্ডের কপি সংযুক্ত করতে পারেন।

জন্ম নিবন্ধনে স্থায়ী ঠিকানা সংশোধনে প্রয়োজনীয় কাগজপত্র
কোন শিশু বা ব্যক্তির জন্ম নিবন্ধনে স্থায়ী ঠিকানা পরিবর্তন করতে চাইলে প্রয়োজন হবে-

  • নিবন্ধনাধীন ব্যক্তির জাতীয় পরিচয়পত্রের কপি;
  • সংশ্লিষ্ট এলাকার চেয়ারম্যানের প্রত্যয়ন পত্র;
  • হাল সনের হোল্ডিং ট্যাক্স পরিশোধের রশিদ;
  • জন্ম নিবন্ধনে বর্তমান ঠিকানা সংশোধনে প্রয়োজনীয় কাগজপত্র
    জন্ম নিবন্ধনে বর্তমান ঠিকানা পরিবর্তন করা তেমন গুরুত্বপূর্ণ নয়। তবে বর্তমান ঠিকানা পরিবর্তন কিংবা পূর্বের ঠিকানার বানান/তথ্য সংশোধন করতে চাইলে প্রয়োজন হবে:

বর্তমান ঠিকানার ইউটিলিটি বিলের কপি।

এই একটি মাত্র সংযুক্তি দিয়ে খুব সহজেই বর্তমান ঠিকানা পরিবর্তন করা যাবে।

উপরোক্ত যেকোনো তথ্য সংশোধনের আবেদন করার ক্ষেত্রে কমপক্ষে একটি প্রমাণপত্র সংযোজন করতে হবে। তবে জটিল তথ্য, যেমন: নিজের নাম, পিতা মাতার নামের মূল অংশ বা সম্পূর্ণ, জন্ম তারিখের তথ্য সংশোধন করা কঠিন। তাই আবেদনটি গ্রহণযোগ্য করার জন্য উপযুক্ত একাধিক প্রমাণপত্র সংযোজন করাই উত্তম।

অনলাইনে জন্ম এর সংশোধন আবেদন করার নিয়ম

অনলাইনে রেজিস্টার জেনারেলের কার্যালয়, জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পর্কিত স্থানীয় সরকার বিভাগের ওয়েবসাইট থেকে জন্ম নিবন্ধন সংশোধন করা যায়। জন্ম সনদের তথ্য সংশোধন করতে উপযুক্ত প্রমাণাদি পূর্বেই সংগ্রহ করতে হবে। একইসাথে প্রতিটি সংযুক্তি ফাইলের সাইজ 100KB এর নিচে রেখে এডিট করতে হবে।

যেই ডিভাইস থেকে আবেদন করবেন, তাতে এই ফাইলগুলো সংরক্ষণ করে সংশোধন আবেদনের জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন।

জন্ম ও মৃত্যু নিবন্ধন ওয়েবসাইটে প্রবেশ

বাংলাদেশের জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পর্কিত সকল কার্যক্রম এখন অনলাইন ভিত্তিক পরিচালিত হয়। জন্ম নিবন্ধন আবেদন, যাচাই, ডাউনলোড কিংবা সংশোধন ইত্যাদি সকল কিছুই পরিচালনা করা হয় bdris ওয়েবসাইটের মাধ্যমে। জন্ম নিবন্ধন সংশোধনের অনলাইন আবেদন ফরমে প্রবেশ করতে সরাসরি ভিজিট করুন, https://bdris.gov.bd/br/correction -এই লিংকে।

জন্ম নিবন্ধন সংশোধন আবেদন অবস্থা চেক
জন্ম নিবন্ধন সংশোধন আবেদন অবস্থা

জন্ম নিবন্ধন অনুসন্ধান

ওয়েবসাইটে প্রবেশ করার পর, সর্বপ্রথম একটি অনুসন্ধান ফরম সম্পর্কিত পেজ দেখতে পাবেন। আপনি যেই জন্ম সনদটির তথ্য সংশোধন করতে চাচ্ছেন সেই সনদটি অনলাইন থেকে এখানে যাচাই করতে হবে। তার জন্য ২ টি তথ্য পূরণ করতে হবে। যথা: প্রথম ঘরে, ১৭ সংখ্যার ডিজিটাল/ অনলাইন জন্ম নিবন্ধন নম্বর লিখুন।
দ্বিতীয় ঘরে, আপনার কাঙ্ক্ষিত জন্ম নিবন্ধন টি অনুসারে সঠিক জন্ম তারিখ লিখুন।
তৃতীয় ঘরে, একটি ক্যাপচা ইমেজ দেখতে পাবেন। এই ইমেজে যে সকল সংখ্যা এবং ইংরেজি অক্ষর রয়েছে, তা সঠিকভাবে নিচের ‘Enter Captcha’ ঘরে লিখুন। (অবশ্যই খেয়াল রাখবেন, ছোট হাতের অক্ষর/ বড় হাতের অক্ষর এবং সংখ্যা যেন ঠিক থাকে)।

Md Lokman Hosen

আমি মো: লোকমান হোসেন আমি অনলাইনে লেখালেখি করি জন্ম নিবন্ধন ভোটার আইডির সকল বিষয় নিয়ে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button