মোবাইলে জন্ম নিবন্ধন যাচাই – Jonmo Nibondhon Jachai Mobile
মোবাইলে জন্ম নিবন্ধন যাচাই করার নিয়ম।
অনলাইন মোবাইলে জন্ম নিবন্ধন যাচাই ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন যাচাই করার জন্য জন্ম ও মৃত্যু নিবন্ধন ওয়েবসাইট everify.bdris.gov.bd ভিজিট করে আপনার ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নাম্বার এবং আপনার জন্ম তারিখ লিখে ফরম পূরণ করুন। তারপর, নিরাপত্তা ক্যাপচা উত্তর দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করুন। জন্ম নিবন্ধন যাচাই yyyy mm dd, জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক, জন্ম নিবন্ধন যাচাই কপি ডাউনলোড, জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক apps,
জন্ম নিবন্ধন অনলাইন কি-না যাচাই করার নিয়ম
আপনার জন্ম সনদটির রেজিস্ট্রেশন নম্বর ১৭ সংখ্যার হলে বুঝতে হবে এটি ডিজিটাল জন্ম সনদ এবং অনলাইনে সাবমিট করা আছে। ডিজিটাল জন্ম সনদ ছাড়া জন্ম নিবন্ধন ডাউনলোড করতে পারবেন না। পুরাতন ১৬ সংখ্যার জন্ম সনদের কপি মেইন সার্ভারে নেই।
১৬ সংখ্যার রেজিস্ট্রেশন নাম্বার হলেও তা ১৭ সংখ্যার বানিয়ে অনলাইনে সাবমিট হয়েছে কিনা জানতে পারবেন। সেজন্য আপনার জন্ম নিবন্ধন নম্বরের শেষের ৪ সংখ্যার পূর্বে ০ (শূন্য) বসিয়ে ১৭ সংখ্যার বানিয়ে। যেমন: ২০১০১৯১৭৫৭৫১০৩৭৮৯ । তারপর জন্ম নিবন্ধন অনলাইন কি-না যাচাইয়ের জন্য নিচের করনীয় কাজ গুলো অনুসরণ করুন:
- প্রথমেই ভিজিট করুন, https://everify.bdris.gov.bd
- ওয়েব পেইজের ১ম ঘরে নতুন ১৭ সংখ্যার নিবন্ধন নম্বর লিখুন।
- ২য় ঘরে YYYY-MM-DD ফরম্যাটে সঠিক জন্ম তারিখ লিখুন।
- স্বয়ংক্রিয়ভাবে আসা ক্যাপচা (গানিতিক সমস্যা) পূরন করুন।
- সার্চ (Search) বাটনে ক্লিক করুন।
ধন্যবাধ এখন জন্ম সনদটি ডিজিটাল করা না হলে No Result Found লেখা আসবে। অন্যদিকে, জন্ম নিবন্ধনটি অনলাইন করা হলে নিবন্ধনের বিস্তারিত তথ্য দেখতে পাবেন এবং প্রয়োজন হলে তা ডাউনলোড করতে পারবেন।
জন্ম নিবন্ধন অনলাইন ডাউনলোড করতে কি কি তথ্য লাগবে
- জন্ম নিবন্ধন অনলাইন থেকে ডাউনলোড করার জন্য প্রয়োজন হবে:
- অনলাইন জন্ম নিবন্ধন নম্বর (Birth Registration Number);
- জন্ম নিবন্ধনের তথ্য অনুযায়ী জন্ম তারিখ (Date of Birth)
- একটি স্মার্টফোন কিংবা কম্পিউটার।
- ইন্টারনেট কানেকশন।
- এই দুটি তথ্য জানা থাকলেই মেইন ওয়েবসাইট থেকে জন্ম নিবন্ধন যাচাই করে ডাউনলোড করতে পারবেন। আপনার জন্ম নিবন্ধনটি অনলাইনে থাকলে সেটির তথ্য QR কোড সহ দেখতে পাবেন।
জন্ম ও মৃত্যু নিবন্ধন ওয়েবসাইটে ভিজিট করে, জন্ম নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ দিয়ে যাচাই করে জন্ম নিবন্ধন সনদটি ডাউনলোড করতে পারবেন। আপনার জন্ম নিবন্ধন টি ডিজিটাল বা অনলাইন হলে, নিবন্ধন যাচাইয়ের প্রয়োজনীয় তথ্যগুলো নিয়ে নিচের করনিয় কাজ গুলো অনুসরণ করুন:
আপনার করনীয় ১: জন্ম ও মৃত্যু নিবন্ধন যাচাই ওয়েবসাইটে প্রবেশ
জন্ম সনদ ডাউনলোড করার জন্য, সরকারি রেজিস্টার জেনারেলের কার্যালয়ের, স্থানীয় সরকার বিভাগ কর্তৃক পরিচালিত- জন্ম ও মৃত্যু নিবন্ধন (bdris.gov.bd) ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সরাসরি নিবন্ধন যাচাইয়ের ওয়েবপেজে ভিজিট করুন। https://everify.bdris.gov.bd/ -এই লিংকে। মোবাইলে জন্ম নিবন্ধন যাচাই করা যায়? হ্যাঁ! মোবাইল দিয়ে জন্ম নিবন্ধন চেক করা যায়।
জন্ম নিবন্ধন নম্বর প্রদান
নিবন্ধন যাচাই ওয়েবপেজের প্রথমেই ‘Birth Registration Number’ লেখাটি এবং তার নিচে একটি বক্স দেখতে পাবেন। সেই বক্সে আপনার ১৭ সংখ্যার জন্ম নিবন্ধন নম্বরটি সঠিকভাবে পূরণ করুন। জন্ম নিবন্ধন নম্বর ১৭ ডিজিটের কম হলে, তা গ্রহণযোগ্য হবে না। তাই ভালোভাবে জন্ম নিবন্ধন নম্বর যাচাই করে তারপর তথ্য পূরণ করুন।
আপনার করনীয় ৩: জন্ম তারিখ প্রদান
নিবন্ধন যাচাই ওয়েবপেজের দ্বিতীয় অংশে ‘Date of Birth (YYYY-MM-DD)’ লেখা দেখতে পাবেন। এখানে জন্ম নিবন্ধন অনুসারে আপনার জন্ম তারিখ লিখতে হবে। অবশ্যই আপনার জন্ম তারিখটি YYYY-MM-DD (বছর-মাস-দিন) -এই ফরম্যাটে লিখতে হবে। অর্থাৎ,
- প্রথমে আপনার জন্ম সালের ৪টি সংখ্যা (YYYY), যেমন: 2010 লিখতে হবে।
- তারপর জন্ম তারিখের মাসের ২টি সংখ্যা (MM), যেমন: আগস্ট মাস হলে- 08,
- নভেম্বর মাস হলে, 11 লিখতে হবে।
- এবং জন্ম তারিখের দিন (DD), যেমন: 11 লিখতে হবে।
আপনি চাইলে নিচের ক্যালেন্ডার অপশন থেকে আপনার জন্ম তারিখটির বছর, মাস ও দিন/তারিখ সিলেক্ট করে জন্ম তারিখ দিতে পারবেন।
আপনার করনীয় ৪: ক্যাপচা পূরণ ও অনুসন্ধান
এখান হলো আপনার শেষ করনীয়, আপনি মানুষ নাকি রেবোট তা ভেরিফিকেশনের জন্য একটি ক্যাপচার পূরণ করতে হবে। জন্ম নিবন্ধন ডাউনলোডের ক্ষেত্রে ক্যাপচা গুলো সাধারণত গাণিতিক সমস্যা (যেমন: যোগ, বিয়োগ) হয়ে থাকে। এখানে সহজ একটি গাণিতিক সমস্যার সমাধান লিখতে হবে।
নিচের ছবিতে দেখতে পাচ্ছেন, 40+36=? অর্থাৎ, 40 এবং 36 যোগ করলে ফলাফল কত হবে, তা লিখে দিলেই ক্যাপচা পূরণ হয়ে যাবে। এক্ষেত্রে, ফলাফলের ঘরে 76 লিখতে হবে।
জন্ম নিবন্ধন নম্বর, জন্ম তারিখ ও ক্যাপচা পূরণ সম্পন্ন হলে, নিচের সার্চ (Search) বাটনে ক্লিক করলেই দেখতে পারবেন আপনার জন্মনিবন্ধন এর কপি অনলাইন করা না থাকলে অনলাইন করে নিতে হবে।
আপনার করনীয় ৫: জন্ম নিবন্ধন যাচাই এর কপি
উপরে দেয়া আপনার দেওয়া সকল তথ্যগুলো সঠিক হলে, পরবর্তী পেজে সংশ্লিষ্ট জন্ম নিবন্ধনের অনলাইন ডাটাবেজে থাকা তথ্যগুলো দেখানো হবে। সাধারণত জনপ্রশাসন কার্যালয়ে থেকে যেই জন্ম নিবন্ধন সনদ দিয়ে থাকে, তা থেকে জন্ম নিবন্ধন যাচাই কপি ভিন্ন ধরনের কপি দেখতে পাবেন এটাই অনলাইন কপি।