জন্ম নিবন্ধন যাচাই yyyy mm dd – Jonmo Nibondhon Jachai
জন্ম নিবন্ধন যাচাই yyyy mm dd বছর মাস দিন দিয়ে যাচাই।
আপনি কি আপনার জন্ম নিবন্ধন যাচাই করতে চাচ্ছেন? আমরা জন্ম নিবন্ধন যাচাই yyyy mm dd দিয়ে কি ভাবে অনলাইন কপি পাবেন তা নিয়ে তথ্য দিয়ে থাকি। তাহলে আপনি সঠিক তথ্য প্রধানের সাইটে প্রবেশ করেছেন। যাদের বয়স ১৮ বছরের নিচে এবং যারা এখনও ভোটার আইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র পায়নি, তাদের বিভিন্ন ক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদের প্রয়োজন হয়।
এখন হাতে লেখা কোন নিবন্ধন সনদ কোন ক্ষেত্রেই গ্রহণযোগ্য হয় না।
সরকারি অথবা বেসরকারি যে কোন কাজ করতে জন্ম নিবন্ধনের দরকার হয়, সেখানে অনলাইন বা ডিজিটাল জন্ম নিবন্ধন প্রয়েজন হয়। আপনি খুব সহজেই জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখ ব্যবহার করে মাত্র ২ মিনিটে অনলাইন জন্ম নিবন্ধনের যাচাই করতে পারবেন।
আপনি চাইলে যাচাই করার পর অনলাইন থেকে জন্ম নিবন্ধন সনদের যাচাই কপি ডাউনলোড করতে পারবেন। এখন Jonmo Nibondhon Jachai সম্পর্কিত সকল বিষয়ে আমরা ওয়েবসাইটে নিয়মিত ব্লক তথ্য প্রকাশ করি। আমরা অনলাইনের সকল আপডেট রিসার্চ করে ১০০% সঠিক তথ্য দিয়ে থাকি।
অনলাইন জন্ম নিবন্ধন যাচাই
- বাংলাদেশে ১৮ বছর বয়সের নিচে প্রত্যেকেরই জন্ম নিবন্ধন (birth certificate) হচ্ছে গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট।
- কেননা যেকোন শিক্ষা প্রতিষ্ঠানে সন্তানদের ভর্তি করানোর সময় কিংবা অন্যান্য যেকোন সুযোগ সুবিধা গ্রহণের সময় অবশ্যই জন্ম সনদের দরকার হয়।
- একজন ব্যক্তির জন্ম নিবন্ধন সনদে তার ব্যক্তিগত সকল তথ্য যেমম – নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, ঠিকানা ইত্যাদি।
- যখন কোন ব্যক্তির ১৮ বছর পূর্ণ হয়, তখন জাতীয় পরিচয়পত্র বা NID Card করার ক্ষেত্রেও জন্ম নিবন্ধন সনদের অবশ্যই প্রয়োজন হয়ে থাকে।
- যেহেতু সকল গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রেই আমাদের জন্ম নিবন্ধন সনদের প্রয়োজন হয় এবং হাতে লেখা জন্ম নিবন্ধন সনদ বর্তমানে কোথাও গ্রহণযোগ্য হয় না,
- তাই আপনার কিংবা আপনার সন্তানের ডিজিটাল জন্ম নিবন্ধন সনদ বা অনলাইন জন্ম সনদ থাকা জরুরি।
- এজন্য জন্ম নিবন্ধন সনদ অনলাইন হয়েছে কিনা সেটি জানার জন্য জন্ম নিবন্ধনের যাচাই করতে হয়।
- আবার যদি জন্ম নিবন্ধন থেকে থাকে, তাহলে সেটি অনলাইন জন্ম সনদ কিনা সেটা জানার জন্য জন্ম নিবন্ধনের যাচাই করে নেওয়ার প্রয়োজন হয়।
- এছাড়াও একটি জন্ম নিবন্ধন সনদ আসল নাকি নকল তা জানা যায় Jonmo Nibondhon Jachai করার মাধ্যমে।
- বর্তমানে জন্ম নিবন্ধন সম্পর্কিত সকল সেবা অনলাইনের আওতায় আনা হয়েছে।
- তাই বর্তমানে প্রত্যেক নাগরিক ঘরে বসেই অনলাইনে জন্ম নিবন্ধনের যাচাই, সংশোধন, আবেদন কিংবা ডাউনলোড করতে পারছেন।
- জন্ম নিবন্ধন অনলাইন যাচাই করার জন্য আপনার বেশি কিছু জানার দরকার হবে না।
- শুধুমাত্র জন্ম নিবন্ধন নাম্বার এবং জন্ম তারিখ জানা থাকলে আপনি অনলাইনে জন্ম নিবন্ধন চেক করতে পারবেন।
জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই
জন্ম তারিখ দিয়ে অনলাইনে জন্ম সনদ যাচাই করার পদ্ধতি অনেক সহজ। আপনি চাইলে মোবাইলে জন্ম নিবন্ধ-ন যাচাই করতে পারবেন। অনলাইনে জন্ম নিবন্ধন সনদ চেক করার জন্য প্রথমে আপনাকে Birth Certificate Check এর পেজ https://everify.bdris.gov.bd/ -এ প্রবেশ করতে হবে।
- এরপর আপনার ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখ YYYY-MM-DD ফরম্যাটে ইনপুট করতে হবে।
- তারপর ক্যাপচা বা ছোট একটি গাণিতিক সমস্যার সমাধান করে “Search” বাটনে ক্লিক করলে আপনার জন্ম নিবন্ধন চেক করতে পারবেন।
- মনে রাখবেন,
- আপনি যদি পুরাতন বা হাতে লেখা জন্ম নিবন্ধন নম্বর দিয়ে চেক করেন, তাহলে কোন তথ্য অনলাইনে পাবেন না।
- এক্ষেত্রে আপনাকে অবশ্যই ডিজিটাল এবং ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর যাচাই করতে পারবেন।
Jonmo Nibondhon Jachai YYYY-MM-DD
কিভাবে অনলাইনে সহজেই Birth Certificate Check করবেন সেই প্রক্রিয়াটি নিচে স্টেপ বাই স্টেপ ছবিসহ আপনাদের বুঝিয়ে দেওয়া হয়েছে।
আপনি যদি মোবাইল এবং কম্পিউটার দিয়ে Jonmo Nibondhon Jachai করতে চান তাহলে নিচের ধাপগুলো অনুসরণ করুন।
১ম অনুশিলন – জন্ম ও মৃত্যু নিবন্ধনের ওয়েবসাইটে প্রবেশ করুন
অনলাইন জন্ম নিবন্ধন যাচাই
জন্ম সনদ যাচাই অনলাইন চেক করার জন্য প্রথমে আপনাকে বাংলাদেশের জন্ম এবং মৃত্যু নিবন্ধনের ওয়েবসাইট https://everify.bdris.gov.bd -এ প্রবেশ করতে হবে।
জন্ম নিবন্ধন সনদের সাথে জড়িত যাবতীয় অনলাইন সেবাসমূহ আমরা এই ওয়েবসাইটের মাধ্যমে পেতে পারি।
আপনি সরাসরি উপরের লিংকে ক্লিক করে ওয়েবসাইটে প্রবেশ করতে পারেন। অথবা যেকোন একটি ওয়েব ব্রাউজারে সার্চ করে ওয়েবসাইটে যেতে পারেন।
এরপর যখন আপনি ছবির মতো ইন্টারফেসটি দেখতে পাবেন, সেখানে প্রয়োজনীয় তথ্য প্রদান করলে সাথে সাথেই আপনার জন্ম নিবন্ধন সনদ যাচাই কপি দেখতে পাবেন।
২য় অনুশিলন – জন্ম নিবন্ধন নাম্বার দিন
জন্ম নিবন্ধন যাচাই অনলাইন
জন্ম সনদ যাচাইয়ের ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনি তথ্য ইনপুট করার একটি ফরম দেখতে পাবেন।
সবচেয়ে প্রথমে আপনি Birth Registration Number নামে একটি বক্স দেখতে পাবেন।
এখানে আপনার জন্ম নিবন্ধন নাম্বার টাইপ করতে হবে। জন্ম নিবন্ধন সনদ দেখে দেখে এখানে জন্ম নিবন্ধন নাম্বারটি লিখে দিবেন।
তবে, এখানে যে নাম্বারটি দিবেন সেটি অবশ্যই ১৭ ডিজিটের হতে হবে। ১৭ ডিজিটের কম হলে আপনি এই পদ্ধতিতে জন্ম নিবন্ধন চেক করতে পারবেন না।
এক্ষেত্রে প্রথমে আপনার জন্ম নিবন্ধন নাম্বারটি ১৭ ডিজিটের করে নিতে হবে।
৩য় অনুশিলন – জন্ম তারিখ দিন
Birth certificate check 2024
এরপর Date of Birth নামে একটি বক্স দেখতে পাবেন। এখানে আপনার জন্ম তারিখ সঠিকভাবে সিলেক্ট করে দিতে হবে।
আর জন্ম তারিখ নির্বাচন করা না গেলে YYYY-MM-DD এই ফরম্যাটে বক্সটিতে জন্ম তারিখটি লিখে দিন।
অর্থাৎ জন্ম তারিখ অবশ্যই “বছর – মাস – দিন” ফরম্যাটে দিতে হবে।
৪র্থ অনুশিলন – ক্যাপচা পূরণ করুন
Jonmo Nibondhon Jachai
Birth Registration Number এবং Date of Birth ইনপুট করার পর আপনাকে ক্যাপচা সমাধান করতে হবে।
এখানে যোগ টাইপের একটা ছোট গাণিতিক সমস্যা বা অংক দেখতে পাবেন।
অর্থাৎ দুইটি সংখ্যা যোগ আকারে দেওয়া থাকবে।সংখ্যা দুইটি যোগ করে যত হয়, সেটা নিচে “The answer is” বক্সে বসিয়ে দিতে হবে।
৫ম অনুশিলন – Search বাটনে ক্লিক করুন
জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই
সবগুলো তথ্য প্রদাণ করার পর আপনাকে Search বাটনে ক্লিক করতে হবে।
তবে সার্চ বাটনে ক্লিক করার আগে টাইপ করা ডাটা বা ইনফরমেশনগুলো পূনরায় একবার যাচাই করে নিবেন।
কেননা, জন্ম সনদ কপি অনলাইনে দেখতে পারবেন না।
শেষ অনুশিলন – ফলাফল
মোবাইলে জন্ম নিবন্ধন যাচাই
- Search করার পর আপনার জন্ম নিবন্ধন অনলাইন কপি দেখতে পাবেন।
- এখানে ব্যক্তির নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, জন্ম স্থান ইত্যাদি তথ্যগুলো উল্লেখ থাকবে।
- একটি জন্ম নিবন্ধন সনদের অনলাইন যাচাই কপি দেখতে কেমন হয় সেটা আপনারা উপরের ছবিটি দেখে বুঝতে পেরেছেন।
- আর যদি সার্চ দেওয়ার পর Record Not Found এরকম কোন লেখা আসে, তাহলে বুঝে নিতে হবে যে আপনার ইনপুট করা তথ্যে কোন ভুল আছে।
- এরকম সমস্যা হলে প্রথম থেকে আবার তথ্যগুলো ভালোভাবে দেওয়ার পর সার্চ করুন।
- এরপরও যদি একই লেখা দেখায় তাহলে বুঝবেন, আপনি যে জন্ম সনদটি যাচাই করতে চাচ্ছেন, সেটি এখনও অনলাইন করা হয়নি। অর্থাৎ সেটা এখনও অনলাইন ডাটাবেজে অন্তর্ভুক্ত হয়নি।
- আর এই ধরনের জন্ম নিবন্ধন সনদকে ডিজিটাল জন্ম সনদ বলা যায় না।
জন্ম নিবন্ধন যাচাই করবেন কেনো ?
জন্ম নিবন্ধন যাচাই করার অনেক কারণ আছে তন্মধ্যে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এর সত্যতা যাচাই করা।জন্ম সনদটি অরিজিনাল কি না তা যাচাই করলেই বোঝা যায়।
ইন্টারনেটে এখন অনেক টুল পাওয়া যায় যেগুলো দিয়ে জন্ম সনদ হুবহু তৈরি করা যায়। শুধু জন্ম সনদ না, টুলগুলো দিয়ে আইডি কার্ডও তৈরি করা যায়।
আপনার কাছে যদি কেউ জন্ম সনদ দেয় প্রসঙ্গক্রমে। তাহলে এর সত্যতা যাচাই করতে পারবেন।বিশেষ করে আমাদের মধ্যে যারা সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তা,তাদের কাছে অধীনস্থ কর্মচারীদের জন্ম সনদসহ সকল তথ্য জমা থাকে। জন্ম সনদ যাচাই করে নিলে নিশ্চিত থাকা যায়।
আরও কিছু কারন হতে পারে-
স্কুল,কলেজ,মাদ্রাসায় আমরা বা আমাদের সন্তানদের ভর্তি করানোর সময় জন্ম সনদ জমা দেই। জমা দেয়ার আগে সনদটি যাচাই করে নিলে ভালো হয়। এতে নিশ্চিত হয়া যায় জন্ম সনদটি আসল নাকি নকল অথবা এটি অনলাইন কি না।
জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করার জন্যে আপনাকে প্রথমে যাচাই করে নিতে হয়।
জন্ম নিবন্ধন যাচাই কপি ডাউনলোড
অনলাইনে Birth Certificate Verification করার নিয়ম আশা করি উপরে আপনারা জানতে পেরেছেন।
এখন যদি আপনি জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করতে চান তাহলে আপনাকে কি করতে হবে?
আপনি চাইলে সহজেই আপনার মোবাইল ফোন বা কম্পিউটারে জন্ম নিবন্ধন অনলাইন কপিটি pdf আকারে সেভ (save) করে রাখতে পারবেন।
তাহলে কিভাবে জন্ম নিবন্ধন অনলাইন কপি প্রিন্ট করবেন অথবা পিডিএফ ডাউনলোড করবেন?
এজন্য উপরে দেখানো পদ্ধতিতে প্রথমে আপনার জন্ম নিবন্ধন সনদটি যাচাই করুন।
এরপর যে পেজে আপনার জন্ম নিবন্ধনের অনলাইন কপিটি শো করবে, সেই পেজে কী-বোর্ডের Ctrl এবং P বাটন একসাথে চাপুন।
(Ctrl + P) চাপলে জন্ম সনদটি প্রিন্ট করার জন্য স্ক্রিনে একটি ডায়লগ বক্স দেখাবে।
যদি আপনার কম্পিউটারে প্রিন্টার সংযোগ থাকে তাহলে কমান্ড দিয়ে এটি প্রিন্ট করে ফেলতে পারবেন।
এছাড়াও Save as PDF করে মোবাইলে বা কম্পিউটারে সনদটি সংরক্ষণ করে নিতে পারেন।
আপনি চাইলে এটা পরবর্তীতে প্রিন্ট করতে পারবেন। এভাবে জন্ম নিবন্ধন সনদের অনলাইন কপি আপনি ডাউনলোড করতে পারবেন।
মোবাইল দিয়েই জন্ম নিবন্ধন পিডিএফ ডাউনলোড করতে ভিজিট করুন: জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড
#জন্ম নিবন্ধন ডাউনলোড কেনো করবেন?
জন্ম নিবন্ধন ডাউনলোড করার প্রবণতা এক শ্রেণির মানুষ খুব বেশি দেখায়। তবে তারা জানেনা যে, অরিজিনাল জন্ম নিবন্ধন অনলাইন থেকে ডাউনলোড করা অসম্ভব। তবে আপনি যেটি ডাউনলোড করতে পারবেন সেটি জন্ম নিবন্ধনের সফট কপি।
এটি তেমন কোনো কাজে না। তবে আবার কাজেরও। আপনার যদি জন্ম নিবন্ধন হারিয়ে যায়ও তবুও এই সফট কপির সাহায্যে ইউনিয়ন পরিষদে অরিজিনাল জন্ম নিবন্ধন বের করতে পারবেন।
ইউনিয়ন পরিষদ সচিব বা কর্মচারীরা সরকারী সার্ভার থেকে আপনার জন্ম নিবন্ধনটি রিপ্রিন্ট করে দিতে পারবেন।এতে করে আপনি অনেক ঝামেলা থেকে মুক্ত হতে পারবেন।
এছাড়াও আপনি দূর দুরান্তএ যদি থাকেন আর হাতের কাছে জন্ম নিবন্ধন অরিজিনাল কার্ডটি না থাকে তাহলে জন্ম নিবন্ধন ডাউনলোড করে প্রিন্ট করে চালিয়ে নিতে পারবেন। মোটামুটি অনেক যায়গাতেই এই জন্ম নিবন্ধনের সফট কপি ব্যবহার করতে পারবেন।
হারিয়ে যাওয়া জন্ম নিবন্ধন কিভাবে বের করবো?
আমাদের অনেকেরই জন্ম নিবন্ধন সনদ হারিয়ে যায়।আপনার যদি জন্ম নিবন্ধনের কোনো ছবি থাকে তাহলেও আপনি অরিজিনাল কপিটি ডাউনলোড করতে পারবেন না কারণ আসল সনটিতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান,সচিবের সিল স্বাক্ষর থাকে।
হারিয়ে যাওয়া জন্ম সনদ তোলার জন্যে আপনাকে ইউনিয়ন পরিষদ যেতে হবে। তারা আপনাকে সব কাজ করে দিবে।
জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক Apps
Jonmo Nibondhon Jachai করার জন্য official কোন android app প্রকাশ করা হয়নি। শুধুমাত্র ওয়েবসাইটের মাধ্যমেই আপনারা এই কাজটি করতে পারবেন।
তবে, বর্তমানে কিছু জন্ম sonod যাচাই apps গুগল প্লে স্টোরে পাওয়া যায়। কিন্তু এগুলো অফিসিয়াল অ্যাপস নয়। কেবলমাত্র সরকারি সাইটকে অ্যাপে রূপান্তর করার মাধ্যমে এই অ্যাপ তৈরি করা হয়েছে।
যে সকল সরকারি সেবা শুধু মাত্র ওয়েবসাইটের মাধ্যমে প্রদান করে থাকে, সেগুলো গ্রহণের ক্ষেত্রে কোন অ্যাপ এর প্রয়োজন হয় না।
আর যদি প্রয়োজন হতো তাহলে অফিসিয়ালি এই অনলাইন সেবাসমূহের এন্ড্রয়েড এপ্লিকেশন পাবলিশ করা হতো।
এখন আপনি যদি Apps দিয়েই জন্ম সনদ যাচাই করতে চান তাহলে Google play Store থেকে Birth Certificate Check Bangladesh এর অ্যাপস ডাউনলোড করতে পারেন।
এখন প্রজন্ত অনলাইনে কোন অফিসিয়াল এপস পাবলিস করা হয় নাই।
জন্ম নিবন্ধন আবেদন যাচাই, Everify BDRIS gov bd, জন্ম নিবন্ধন যাচাই 19860915428117351, জন্ম নিবন্ধন যাচাই অনলাইন চেক apps download, ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন যাচাই, নাম দিয়ে জন্ম নিবন্ধন যাচাই, কোড দিয়ে জন্ম নিবন্ধন যাচাই, জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড