মহিলাদের তাহাজ্জুদ নামাজের নিয়ম বিস্তারিত আলোচনা।
মহিলাদের তাহাজ্জুদ নামাজের নিয়ম
তাহাজ্জুদ নামাজ আদায়ের ক্ষেত্রে নারীর পুরুষ নামাজে তেমন কোন পার্থক্য নেই। মহিলাদের তাহাজ্জুদ নামাজের নিয়ম হল একই দুই রাকাত দুই রাকাত করে মোট আট রাকাত নামাজ আদায় করতে পারলে ভালো। সময় না থাকলে শুধু দুই রাকাতই আদায় করতে হয়। তাহাজ্জুদ নামাজ আদায় করতে হলে তাকে কমপক্ষে দুই রাকাত নামাজ থেকে শুরু করে সর্বচ্চ বার রাকাত নামাজ আদায় করতে পারবেন।
দুই রাকাত দুই রাকাত করে মোট আট রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করতে পারলে ভালো। সময় না থাকলে শুধু দুই রাকাতই আদায় করতে হয়।
তাহাজ্জুদ নামাজের তাৎপর্য ও গুরুত্ব
হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসুলুল্লাহ সা্ল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘ফরজ নামাজের পর সব নফল নামাজের মধ্যে শ্রেষ্ঠ হলো তাহাজ্জুদ নামাজ তথা রাতের নামাজ।’ (মুসলিম, তিরমিজি, নাসাঈ)
অর্থাৎ, সকল ফরজ নামাজের পর সুন্নত নামাজ এর গুরুত্ব বেশি। এরপর, সকল নফল নামাজের পর তাহাজ্জুদ নামাজের গুরুত্ব বেশি। মহান আল্লাহ্ তায়ালা স্বয়ং তাহাজ্জুদ নামাজ আদায় করার জন্য বলেছেন।
আল্লাহ তাআলা প্রিয়নবি হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বিশেষভাবে রাতে তাহাজ্জুদ নামাজ পড়ার নির্দেশ দিয়েছিলেন।
আল্লাহ তাআলা বলেন-
‘হে চাদর আবৃত, রাতের সালাতে দাঁড়াও কিছু অংশ ছাড়া।’ (সুরা মুজাম্মিল : আয়াত ১-২)
মহান আল্লাহ তায়ালা মহানবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে তাহাজ্জুদ নামাজ আদায় করতে বলেছেন। নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে তাহাজ্জুদ আদায় করতে বলেছেন। এ থেকেই তাহাজ্জুদ নামাজের গুরুত্ব কত তা বোঝা যায়।
তাহাজ্জুদ নামাজের আদায়ের নিয়ম
তাহাজ্জুদ নামাজ আদায় করার জন্য তাহাজ্জুদ নামাজের নিয়ম জানা আবশ্যক। কারণ, তাহাজ্জুদ নামাজের নিয়ত এবং তাহাজ্জুদ নামাজ আদায় করার সময়সূচি অন্যান্য নামাজ থেকে ভিন্ন তো চলুন, তাহাজ্জুদ নামাজের নিয়ম জেনে নেয়া যাক।
তাহাজ্জুদ নামাজ আদায় করার নিয়ম হলো
তাহাজ্জুদ নামাজ দুই রাকাত করে করে আদায় করতেন মহানবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। দুই রাকাত করে ৮ রাকাত অব্দি তাহাজ্জুদ নামাজ আদায় করা উত্তম। তাহাজ্জুদ নামাজ আদায় করার জন্য আলাদা কোনো সূরা নেই। আপনি যেকোনো সূরা দিয়েই অন্যান্য নামাজের মতো করে নামাজ আদায় করতে পারবেন।
যায়নামাজের দোয়া পড়তে হবে –
اِنِّىْ وَجَّهْتُ وَجْهِىَ لِلَّذِىْ فَطَرَالسَّمَوَتِ وَاْلاَرْضَ حَنِيْفَاوَّمَااَنَا مِنَ الْمُشْرِكِيْنَ
আরবি উচ্চারণঃ ইন্নি ওয়াজ্জাহাতু ওজহিয়া লিল্লাযী ফাতারাচ্ছামাওয়াতি ওয়াল আরদা হানিফাঁও ওয়ামা আনা মিনাল মুশরিকীন।
বাংলা অনুবাদ: নিশ্চই আমি তাঁহার দিকে মুখ ফিরাইলাম, যিনি আসমান জমিন সৃষ্টি করিয়াছেন । আমি মুশরিকদিগের দলভুক্ত নহি।
আরও পড়ুন: তারাবির নামাজের মোনাজাত বাংলা অর্থসহ
তাহাজ্জুদ নামাজের নিয়ত
نَوَيْتُ اَنْ اُصَلِّىَ رَكَعَتِى التَّهَجُّدِ – اَللهُ اَكْبَر
অর্থ : দুই রাকাআত তাহাজ্জুদের নিয়ত করছি.. অতঃপর ‘আল্লাহু আকবার’ বলে নিয়ত বেঁধে নামাজ পড়া।
এখন, সানা পড়তে হবে। সানা মুখস্ত না থাকলে নিচে থেকে সানা মুখস্ত করে নিতে পারেন।
سُبْحَانَكَ اَللَّهُمَّ وَ بِحَمْدِكَ وَ تَبَارَكَ اسْمُكَ وَ تَعَالِىْ جَدُّكَ وَ لَا اِلَهَ غَيْرُكَ
উচ্চারণ : সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, ওয়া তাবারাকাসমুকা, ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুকা। (তিরমিজি, আবু দাউদ মিশকাত)
এখন, আউজুবিল্লাহ বিসমিল্লাহ্ পড়তে হবে এবং সূরা ফাতিহা ও অন্য সূরা পড়তে হবে। এরপর, অন্যান্য নামাজের মতো করেই রুকু এবং সিজদা করতে হবে। রুকুতে এবং সিজদাতে গিয়ে তসবিহ পাঠ করতে হবে। এভাবে করে দুইবার সিজদা দিয়ে উঠে দাঁড়িয়ে আরও এক রাকাত নামাজ আদায় করতে হবে। মহিলাদের তাহাজ্জুদ নামাজের নিয়ম
Tag: তাহাজ্জুদ নামাজের নিয়ত আরবিতে বাংলা উচ্চারণ, তাহাজ্জুদ নামাজের বাংলা নিয়ত, তাহাজ্জুদ নামাজের সূরা, তাহাজ্জুদ নামাজ সুন্নত নাকি নফল, মহিলাদের তাহাজ্জুদ নামাজের নিয়ম, তাহাজ্জুদ নামাজের ফজিলত, তাহাজ্জুদ নামাজের সময়, তাহাজ্জুদ নামাজের মোনাজাত,